নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাওয়াইন স্ট্রীল গীটার , কবিতা , উপন্যাস , প্রবন্ধ-নিবন্ধ , ভোকাল ও আর্ট • এসব আমার জীবনের সঙ্গে জড়িয়ে আছে

দেবজ্যোতিকাজল

আমি ক্যাপিটেল পালিসমেন্টের বিরুদ্ধে ।মানবতা মানুষের পরিচয় ।।জনগণের বাণীই ঈশ্বরের বাণী । প্রকৃতির সবচে বড় ভুল মানুষ সৃষ্টি । পৃথিবীতে যত অধিকারের আন্দোলন হয়েছে তাতে কিন্তু মানুষকে মানুষ বানাবার আন্দোলন ক্কখোনও হয়নি ৷• বিজ্ঞানে ঈশ্বর নেই । কিন্তু সৃষ্টি আছে •O lf there is no god , create one , সাহিত্য পত্রিকা ※ http://nkkh10.blogspot.com

দেবজ্যোতিকাজল › বিস্তারিত পোস্টঃ

ঠিকানা

২৮ শে নভেম্বর, ২০১৭ রাত ৯:২৯


ঠিকানা
-----------

আমার কোন স্থায়ী ঠিকানা নেই
প্রতিদিনের মতোই আমি যাযাবর ।

আমার স্থায়ী ঠিকানা বলতে,
মোবাইল নাম্বার
মুক্ত পৃথিবীতে , নিজস্ব ঠিকানা বলতে
সংখ্যা দশ ।

নীল দেয়াল , অনুর্বর চোখ আমার
দুপুর আকাশে , অনেকটা দূরে–
ঠিকানা খোঁজে । প্রাচীন স্পর্শ নিয়ে ।

অত বড়ো একটা বাড়ি থাকতেও
আমার কোনো স্থায়ী ঠিকানা নেই
নেই কোনও ডাক-পিয়নের হাক-ডাক ।

আমার অবশ্য মাঝে মাঝে
মোবাইল ঠিকানায় কথা আসে
পরিচিত বা আত্বীয়দের ঠোঁট ছুঁয়ে
“ কেমন আছি আমি ” মাটিচাপা স্বরে ।

তাতে , আজ-কাল আর মন ভ’রে না
পুনরাবৃত্তি স্মৃতির সরণী ,
স্থায়ী ঠিকানা খোঁজে ।

ডাকবাক্সের দরজায় যে সব চিঠি
এত-কাল যাওয়া-আসা ছিল ।
দত্তপাড়া লেন , তিনমাথা মোড়ে ।
দত্তবাবু সে বাড়ির ঠিকানা নিয়ে গেছেন
তারপর থেকেই আমি ঠিকানাহীন ।

লোকটা স্বপ্ন দেখেছিল
শেষ কবিতা লিখবে , স্থায়ী ঠিকানায় বসে

কিন্তু , আজ-কাল ,
সে বাড়ির দরজায় কড়া নাড়লে–
আর সাড়া মেলে না কিছুতেই
ছেয়ে গেছে দ্রাহ্মালতায় ঠিকানাটি
বাঁকিটা ছাইয়ের আস্তরণে ধূয়া ।

আমার ইন্দ্রজাল স্মৃতিগুলো
প্রতীক্ষায় একাকার
অনবরত কড়া নাড়ে দরজায়
প্রতিধ্বনী কষ্ট ।

সাড়া নেই । তবুও খুঁজে যাই কড়া নেড়ে
বর্তমান ঠিকানা ,
জানি , তবু ফিরে পার-না স্থায়ী ঠিকানা ।

আমার কোন স্থায়ী ঠিকানা-
আর জন্মাবে না
আমার স্থায়ী ঠিকানাটি
এখন সুদৃশ্য নপুংসক ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.