নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নচারী পথিক।যখন যা ভালো লাগে তাই মনযোগ দিয়ে করার চেষ্টা করি।সত্যের সন্ধানী।

দেব জ্যোতি কুন্ডু

সাঁঝবাতি

দেব জ্যোতি কুন্ডু › বিস্তারিত পোস্টঃ

অনু গল্প ১

৩০ শে আগস্ট, ২০১৬ রাত ৯:০৮

বাবা মা বাসায় থাকে ছেলে মেয়েরা চাকুরিতে ব্যাস্ত,তাই খোঁজ খবর নেয়ার জন্য বাসায় একটা মোবইল সেট কিনে দেয়া হয়েছে।বাবা অপারেটিং শেখার জন্য ছেলেকে প্রশ্ন করে,"বাবা তোর নম্বর খুঁজে পাবো কিভাবে?"
ছেলে:বাবা এই দেখো এভাবে।
বাবা:কিভাবে কল শেষে কেটে দেবো?
ছেলে:এই দেখো এভাবে।
বাবা:বাবা আরেকটু দেখিয়ে দে।
ছেলে বিরক্ত হয়ে:বাবা এইতো দেখালাম।
বাবা:শোন,তুই যখন ছোটবেলায় একটা পাখি দেখে জিজ্ঞেস করতি বাবা,এটা কি পাখি,বলতাম চড়ুই,আবার বলতি এটা কি,বলতাম চড়ুই,আবার জিজ্ঞেস করলেও বলতাম বাবা চড়ুই পাখি।কখনো খুব ব্যাস্ত থাকলেও বিরক্ত হতেম না।আর তুই এটুকেই বিরক্ত হয়ে যাস্।
নোট:বাবা মা এর উপর বিরক্ত হতে নেই।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে আগস্ট, ২০১৬ রাত ৯:৩১

অ‌প্রিয় সত্য বলেছেন: হুম নি‌জে বাবা হকার পর এখন বু‌ঝি

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:৫৪

দেব জ্যোতি কুন্ডু বলেছেন: ধন্যবাদ আপনাকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.