নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নচারী পথিক।যখন যা ভালো লাগে তাই মনযোগ দিয়ে করার চেষ্টা করি।সত্যের সন্ধানী।

দেব জ্যোতি কুন্ডু

সাঁঝবাতি

দেব জ্যোতি কুন্ডু › বিস্তারিত পোস্টঃ

জংগিবাদ ও সন্ত্রাসবাদ

০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

আজ দেশ ব্যাপি শিক্ষা প্রতিষ্ঠানে জংগি ও সন্ত্রাসবাদ সমাবেশ অনুষ্ঠিত হলো।এতে দেশের বর্তমান শিক্ষার্থী ও শিক্ষক অবিভাবকদের মধ্যে বেশ সচেতনতা সৃষ্টি হবে বলে আমার ধারনা।শিক্ষক,অবিভাবক,মুফতি ও ছাত্রছাত্রিদের বক্তব্যের মাধ্যমে বিষয়টি নিয়ে যে আলোচনা হয়েছে তাতে সবার মধ্যে স্পষ্ট ধারনা হয়েছে জংগি,সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা কি? কোনো ধর্ম যে এটা সাপোর্ট করেনা তা স্পষ্ট।
এখন সরকারের উচিৎ হবে কিশোর ও যুবসমাজের মধ্যে সুস্থ বিনোদন,খেলাধুলার ব্যবস্থা করা এবং বিনোদেনের জন্য ভালো সিনেমা হল,নাট্যকেন্দ্র,যাত্রা শিল্পের উন্নয়ন করা।সাথে সাথে অসাম্প্রদায়িক রাজনীতি, সুবিধাবঞ্চিতদের শিক্ষা ও কাজের সংস্থান,অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ও তারা যে বইগুলো পড়ায় তার দেখভাল করা।
দীর্ঘ পরিচর্যার ফলে দেশ অসাম্প্রদায়িক, জংগিবাদ বিরোধী ও সমৃদ্ধশালী হবে বলে আমার বিশ্বাস।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২০

চাঁদগাজী বলেছেন:


"এখন সরকারের উচিৎ হবে কিশোর ও যুবসমাজের মধ্যে সুস্থ বিনোদন,খেলাধুলার ব্যবস্থা করা এবং বিনোদেনের জন্য ভালো সিনেমা হল,নাট্যকেন্দ্র,যাত্রা শিল্পের উন্নয়ন করা।সাথে সাথে অসাম্প্রদায়িক রাজনীতি, সুবিধাবঞ্চিতদের শিক্ষা ও কাজের সংস্থান,অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ও তারা যে বইগুলো পড়ায় তার দেখভাল করা। "

-সরকার এগুলো পারলে, সন্তরাস নিয়ে ভাবতে হতো না।

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৬

মো: সাকিব আহমদ মুছা বলেছেন: ফ্রান্সে জঙ্গী হামলার শিকার হলেন ব্লগার সাংবাদিক সাকিব আহমদ মুছা কিন্তু আদো তার কোন বিচার নেই।

লেখক: মো: সাকিব আহমদ মুছা

বিগত 16 জুলাই , ২016 ইং তারিখে ফ্রান্সের (সৈকত Boulogne) স্থানে , জঙ্গী হামলার শিকার হন মুক্তচিন্তার লেখক ব্লগার সাংবাদিক সাকিব আহমদ মুছা. এছাড়া ২011 সাল থেকে বাংলাদেশে জঙ্গীগোষ্ঠির চাপাতি দ্বারা হত্যা করা হয় বেশ কিছু মুক্তচিন্তার লেখক ও ব্লগার. ফ্রান্সের স্বরলিপি সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠীর অনুষ্ঠানে 16 জুলাই , আউলাকেশের অপরিচিত পাঁচজন যুবক এসে ফটোনিউজবিডি ডটকম ' র প্যারিস প্রতিবেদক ব্লগার সাংবাদিক করেছেন মো : সাকিব আহমদ মুছা - কে ডেকে নিয়ে ইসলাম বিরুধী লেখার বেশ কিছু অভিযোগ এনে ও ছবি তুলার বাহানা করে কিছু কথা কাটাকাটির মাধ্যমে অঘ্যাত একস্থানে নিয়ে তাকে হত্যার উদ্যোশ্যে বেশ কিছু কিল , গুশি ও লাতি মারে মারতে শুরু করে এমনকি একপর্যায় আহত হয়ে মাঠিতে লুটিয়ে পড়েন ব্লগার সাংবাদিক সাকিব আহমদ মুছা এমনকি বলতে থাকেন আমাকে বাঁচও আমাকে বাঁচও এই বলে চিৎকার করলে এক পর্যায় জুড়ো হতে থাকেন আশপাশরে বেশ কিছু স্থানীয় জনতা . জঙ্গীদের ইচ্ছা ছিল ব্লগার সাংবাদিক সাকিব আহমদ মুছা - কে হত্য করা. কিন্তু ভাগ্যক্রমে স্থানীয় ফরাসী নাগরিকগণরা ব্লগার সাংবাদিক সাকিব আহমদ মুছা " র চিৎকার শুনে উক্ত ঘটনার স্থানে এলে একপর্যায় ঘটনার দৃশ্য দেখে স্থানীয় ফরাসী নাগরিকগণ আকোলাবদ্ধ হয়ে কান্নায় ভেঙ্গে পড়েন. স্থানীয় ফরাসীদের সহযোগীতায় জঙ্গীদের হাত থেকে প্রানে বাঁচলেন ব্লগার সাংবাদিক করেছেন মো : সাকিব আহমদ . মুছা ঘটনার অনুসন্ধ্যানে বুঝাযায় ওরা আসলে বাংলাদেশী জঙ্গী নাগরিক ও আন্তর্জাতিক অপরাধ চক্রের ঘনিষ্টজন. তাদের ইচ্ছাছিলো ফটোনিউজবিডি ডটকম ' র প্যারিস প্রতিবেদক ব্লগার সাংবাদিক সাংবাদিক করেছেন মো : সাকিব আহমদ মুছা - কে হত্যা করা ও ফ্রান্সে অস্তিতিশীল পরিবেশ সৃষ্টি করা.

হত্যা করতে ব্যার্থ হয়ে পকেটের বেশ কিছু টাকা ও মোবাইল ফোন চিনিয়ে নেয়। এমনকি হাতের পঞ্চাশ হাজার টাকা দামের নিকন ক্যামের চিনিয়ে নেবার জন্য বেশ কিছু চেষ্টা করে ও ব্যার্ত হয়ে দুখণ্ড করে।

ঘটনার একপর্যায় ব্লগার সাংবাদিক মো: সাকিব আহমদ মুছা’র কান্নার চিৎকারে দু:খে দুখী হয়ে আতংকে কাঁদতে শুরু করেন ফরাসি নাগরিকগন ও আশপাশের লোকজন। এসময় স্থানীয় কর্তব্যরত পুলিশ বাহিনী এসে পুরো ঘটনার স্থান ও আশপাশের লোকজনের মনে শান্তি ফিরিয়ে আনেন। এমনকি উক্ত ঘটনার স্থল থেকে দুইজন বাংলাদেশী জঙ্গীকে ফ্রান্সের স্থানীয় পুলিশ বাহিনী গ্রেফতারও করেন।

শুধু তাই নয় উক্ত ঘটনার পর আমি যখন আমার খবরের কাগজে অর্থাৎ পুরো ঘটনার বিষয়ের নিউজ পত্র-পত্রিকায় পাব্লিস্ট করি তার পর থেকে আমাকে তারা ও অন্যান্যরা নাম পরিচয় না দিয়ে জঙ্গীরা ফেইসবুক এ বিভিন্ন আইডি থেকে তাদের সাথে দেখা করারা কথা বার বার বলে। কিন্তু আমি তাদের পরিচয় জানতে চাইলে পরিচয় দিতে না রাজ। এমন কি আমাকে আক্রমন কারি পাঁচ জনের মধ্যে কে আমাকে বেশি মারছে সেটাও জঙ্গীরা ফেইসবুকে উল্লেখ করছে তাদের ফেইসবুক এর স্ট্যাটাসেও প্রমান করে তারা যে আমাকে হত্যা করতে চেয়েছিল।

কিন্তু দু:খের বিষয় আজও পর্যন্ত আমার উপরোক্ত জঙ্গী হামলার বিষয়ের কোন বিচার পেলাম না। তাই আমি সব সময় আতংক নিয়ে চলা ফেরা করি। আমার ধারনা ওদের পিছনে বড় ধরনের কোন না কোন জঙ্গী সংগঠন আছে।

আমি সমস্থ সোসাল মিডিয়ার সাংবাদিক ব্লগার ও মানবাধিকারে ভাইদের প্রতি বিশ্বাসী। তাই আমি মনে করি আপনারা যদি আমার এই অভিযোগ খানা কোন সোসাল মিডিয়ার সাংবাদিক, ব্লগার ও মানবাধিকার সংগঠনের কর্মী, সদস্য বা বিশিষ্ট জন পান তাহলে আমি আশা করি আপনারা আমার এই উপরোক্ত বিষয়গুলির ন্যায় বিচার পাওয়ার লক্ষ্যে আমাকে একটু হলেও আপনারা যে যে ভাবে পারেন একটু হলেও সহ-যোগীতা করবেন।









৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:২৩

দেব জ্যোতি কুন্ডু বলেছেন: আপনি আইনের আশ্রয় নিলে ভালো হবে।

৪| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫

মো: সাকিব আহমদ মুছা বলেছেন: ফ্রান্সের রাজধানী প্যারিসের অভারভিলা'র থানায় পুলিশের কাছে একটি মাত্র সাধারণ ডাইরী।

লেখক: মো: সাকিব আহমদ মুছা

আমার নিরাপত্তার জন্য শুধু মাত্র ফ্রান্সের রাজধানী প্যারিসের অভারভিলা'র থানায় পুলিশের কাছে একটি মাত্র সাধারণ ডাইরী করছি । সমস্যা হলো আমাকে হামলা কারি জঙ্গীরা ছিলো অপরিচিত ও হামলাটা হয় ১৬ জুলাই ২০১৬ইং স্বরলিপি সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠীর অনুষ্ঠানে স্থান plage boulogne sur mer) নামক সমুদ্র সৈকতে রাতের অন্ধকারে তবে ওদের ছবি মাত্র প্রকাশ করছি। ঘটনার স্থলে ফ্রান্সের স্থানীয় পুলিশ দুইজন জঙ্গীকে গ্রেফতারও করে। কিন্তু দু:খের বিষয় কিছু প্রবাবশালী বাংলাদেশি লোকজন পুলিশের কাছ থেকে আমার বিষয়টা ওরা খতিয়ে দেখবে বলে আমাকে আক্রমন কারি অপরাধী ইসলামী জঙ্গীদের ছাড়িয়ে আনে। পুলিশ আমাকে বলছিল মামলা করার জন্য মামলা না করার কারন হলো উক্ত ঘটনার স্থান ফ্রান্সের বড়ার এলাকা অর্থাৎ আউট প্যারিস আর আমি থাকি প্যারিস। তাছাড়া আমি ফ্রান্সের ভাষা ও জানিনা পুলিশের অনেক প্রশ্নের জবাবদিহিও করতে পারি না। তাই আমি ন্যায় বিচার থেকে বঞ্চিত হলাম। তাদের টার্গেট ছিলো আমাকে হত্যা করা ভাগ্য ক্রমে আহত অবস্থায় প্রানে বাঁচলাম।

উক্ত ঘটনার পরের দিন সারাদিন আমি অপেক্ষা করি প্রভাবাশালী বাংলাদেশীদের, যারা ফ্রান্স পুলিশের কাছ থেকে আমাকে আক্রমন কারি দুই জঙ্গীদের ছাড়িয়ে আনে। প্রভাবশালী কিছু সংখ্যাক বাংলাদেশীরা পুলিশকে বলছিল আমার পুরো ঘটনার বিষয়টা খতিয়ে দেখবে। কিন্তু না ঘটনা খতিয়ে দেখা তো দূরের কথা আমার কোন খোঁজ খবরও নেয়নি তারা। পরে আমি যখন পুরো ঘটনার নিউজ পাবলিষ্ট করি তখন আমাকে জঙ্গীরা একের পর এক ফেইসবুকএ কমেন্ট করে হুমকি দিতে থাকে ও নাম পরিচয় ছাড়া আরোও অন্যান্যরা ফেইসবুকএ কমেন্ট করে দেখা করার কথা বলে, এমনকি আমার মোবাইল নাম্বার চায় ও তারা। কিন্তু আমি তাদের পরিচয় জানতে চাইলে তারা তাদের পরিচয় দিতে অন ইচ্ছুক। এমনকি শেষ পর্যায় ফেইসবুক থেকে তারা তাদের কমেন্ট গুলি মুছে ফেলে।

কিন্তু দু:খের বিষয় আজও পর্যন্ত আমি আমাকে হামলাকারীরার ছবি ছাড়া নাম পরিচয় আদো বলতে পারনী এমনকি এখন পর্যন্ত তার কোন ন্যায় বিচারও পাইনি।








৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৫:৩১

মো: সাকিব আহমদ মুছা বলেছেন: অশেষ ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.