নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নচারী পথিক।যখন যা ভালো লাগে তাই মনযোগ দিয়ে করার চেষ্টা করি।সত্যের সন্ধানী।

দেব জ্যোতি কুন্ডু

সাঁঝবাতি

দেব জ্যোতি কুন্ডু › বিস্তারিত পোস্টঃ

ভুল

০৯ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৪২

ভুল কাউকে ক্ষমা করেনা।সে ইচ্ছায় আর অনিচ্ছায়।জীবন এক চলমান নদী।ভাঙ্গা গড়া তার প্রতিনিয়ত খেলা।সমন্তরাল ধারায় তা চলেনা।ভালো-মন্দ,সুখ-দুঃখ,আনন্দ-বেদনা,হাসি-কান্না পর্যায়ক্রমে আসতেই থাকে।অনেক ভালোকাজ করতে থাকলেও,সামান্য অনিচ্ছাকৃত ত্রুটি বা ভুলে কাছের লোক ক্ষমা করতে চায়না।যে একসময় খুব কাছে ছিলো ভুল বোঝাবুঝিতে দূরে সরে যায়।আবার দূরের লোক কাছে চলে আসে।গিভ এন্ড টেক ঠিক থাকলে দূরত্ব কেটে নিকট হয়।বিপদে যে মাথা ঠান্ডা করে কথা বলতে পারে,ধৈর্য্য ধরে কাজ করতে পারে,সে প্রকৃত জয়ী হয়।কিন্তু না চাইলেও অনেক সময় ক্রোধান্বিত হয়ে যায় মানুষ,আর তখনি ঘটে যায় অনর্থক।নেমে আসে ঝড়-ঝঞ্ঝা।পাড় ভাঙ্গে ,বিলিন হয় চলার পথ।প্রতিনিয়ত সব ঠিক কথা,ঠিক কাজ কতজন লোক করতে পারে!একবার পথ চলায় ভুল করলে,তা বুঝে উঠে ঠিক করতে যেমন অনেক সময় লাগে এবং ক্ষতচিহ্ন যে সহজে মুছে যায় তাওনা।আস্থা,বিশ্বাস গড়ে উঠতে জীবনের নদী থেমে যায়।মানুষ জন্মিবার আগে যদি শিক্ষা নিতে পারতো!শিক্ষা পেতে পেতে জীবনও পথ হারিয়ে ফেলে।এর মধ্যে যে সফল হয় তার ভুল মানুষ আর বৃহৎ অর্থে খোঁজেনা।সে বেঁচে থাকে তার কর্মের মধ্যে যুগ যুগ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:১৯

সাড়ে চুয়াত্তর বলেছেন: পরামর্শ করে সিদ্ধান্ত নিলে ভুল কম হয়। কিন্তু আমরা অনেক সময় রাগের মাথায় সিদ্ধান্ত নেই।

১০ ই জুলাই, ২০২০ বিকাল ৫:২০

দেব জ্যোতি কুন্ডু বলেছেন: অনেক মুহুর্তে পরামর্শ করার সুযোগও থাকেনা।

২| ০৯ ই জুলাই, ২০২০ রাত ১০:৫৫

রাজীব নুর বলেছেন: মানুষ জীবনে অসংখ্যবার ভুল করে। করবেই। এটাই নিয়তি।

১০ ই জুলাই, ২০২০ বিকাল ৫:২১

দেব জ্যোতি কুন্ডু বলেছেন: হ্যাঁ,ঠিক বলেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.