নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লগ

দেবু কুমার

দেবু কুমার › বিস্তারিত পোস্টঃ

আঞ্চ‌লিক পাস‌পোর্ট অফি‌সে ঘুষ নৈরাজ্য অবিল‌ম্বে বন্ধ করুন

০৪ ঠা জুন, ২০১৮ রাত ৮:১৫



সোনার বাংলায় আমরা ঘুষমুক্ত অফিস আশা কর‌তেই পা‌রি।আঞ্চ‌লিক পাস‌পোর্ট অফি‌সে ঘুষ নৈরাজ্য ও হয়রা‌নি এখন ও আছে। দয়াক‌রে আঞ্চ‌লিক পাস‌পোর্ট অফি‌সে ঘুষ নৈরাজ্য বন্ধ করুন। ঘুষ না দি‌লে সাধারন মানুষ‌কে হয়রা‌নি করা হয়। অফি‌সের পিয়নের হা‌তে অপমা‌নিত ও হয়রা‌নি হ‌তে হয়। অফিসাররা পিয়‌নের মাধ্য‌মে আঞ্চ‌লিক পাস‌পোর্ট অফি‌সে মানুষ‌কে হয়রা‌নি ক‌রে থা‌কে। প‌রি‌শে‌ষে বল‌তে চাই বঙ্গবন্ধুর সোনার বাংলা নষ্ট হ‌তে দেব না।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ৯:০২

অর্থনীতিবিদ বলেছেন: আঞ্চলিক পাসপোর্ট অফিসগুলোতে ঘুষের জন্য মানুষকে যে কী পরিমাণ হয়রানি করা হয় তা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। ভুল না হলেও তারা নানান ভুল ধরে বসে থাকে। উদ্দেশ্য একটাই ঘুষ দাও। অফিস স্টাফ, পিয়ন, কর্মকর্তা কেউই ঘুষ ছাড়া কোনো কাজ করে না। প্রশাসনের নাকের ডগায় বসে নিশ্চিন্তে তারা ঘুষ বাণিজ্য করে যাচ্ছে।

২| ০৪ ঠা জুন, ২০১৮ রাত ১০:৪৪

তারেক ফাহিম বলেছেন: শুধু পাসপোর্ট অফিস কেন? অফিসের আশ পাশের দোকান কিংবা ঘুরাঘুরি দালাল সম্পর্কে কিছু লিখুন।

ফিঙ্গার-ট্রেনিং অফিসের আশে পাশের লোক (দালল)দেরও একই অবস্থা।
অপ্রয়োজনে মানুষের হয়রানী করে :(

৩| ০৫ ই জুন, ২০১৮ রাত ১২:১৬

কেএসরথি বলেছেন: আর হইছে!

৪| ০৫ ই জুন, ২০১৮ ভোর ৬:০৩

স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: যে লোকগুলো বিদেশে গিয়ে হাড়ভাঙা পরিশ্রম করে রেমিটেশনে পাঠাবে তাদের এই মহৎ উদ্যোগের শুরুতেই এমন উটকো চাঁদাবাজির খপ্পরে পড়তে হচ্ছে | এর থেকে রেহাই দিতে কি কোনো সরকারই কখনো আন্তরিক হবে না ????

৫| ০৫ ই জুন, ২০১৮ সকাল ১০:৩২

রাজীব নুর বলেছেন: সম্ভত ক্রসফায়ার সম্ভব। ঘুষ বন্ধ করা সম্ভব না।

৬| ০৫ ই জুন, ২০১৮ সকাল ১১:৫৪

ঢাকাবাসী বলেছেন: দেশের একটা অপিস দেখান যেখানে অপরাধ ঘুষ হয় না!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.