নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কী ভাবার কথা কি ভাবছি?

ডি এইচ খান

স্বাধীনতা অর্জনের চে রক্ষা করা কঠিন

ডি এইচ খান › বিস্তারিত পোস্টঃ

'দ্য আর্ট অব ওয়ার' :০৬ : সামর্থ্য এবং সীমাবদ্ধতা

০৭ ই আগস্ট, ২০১৪ বিকাল ৩:১৬



খেলাফায়ে রাশেদীনের মুসলিম আর্মি যখন দামেস্ক দখলের পর এমেসাও দখল করে নিল, তখন বাইজান্টাইন রোমান সম্রাট হেরাক্লিয়াস উপায়ান্তর না দেখে একটা শেষ চেস্টা করে দেখতে চাইলেন। মুসলিম আর্মি তখন প্যালেস্টাইন, জর্ডান, দামেস্ক আর এমেসায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এই সুযোগটা কাজে লাগাতেই হেরাক্লিয়াস পাঁচটা আর্মি রেডি করলেন একের পর এক এই বিচ্ছিন্ন মুসলিম সেনাবাহিনী ধ্বংস করতে। বাইজান্টাইন আর্মিরা যখন এলেপ্পো আর এন্টিওখ থেকে মার্চ করে, তখন এমেসায় মুসলিম কমান্ডার ছিলেন আবু উবাইদা। খলিফা উমরের সাথে খালিদের খুব একটা সদ্ভাব কখনই ছিলনা, কিন্তু এই বিশাল প্রতিপক্ষকে সামলাতে খালিদের কোন বিকল্পও ওমরের নেই।



তাই এই কেম্পেইনে মুসলিম আর্মি কমান্ডার হিসেবে নিয়োগ পেয়েই খালিদ প্রথম যে কাজটা করল, তা হল প্যালেস্টাইন, জর্ডান, দামেস্ক আর এমেসায় ছড়িয়ে ছিটিয়ে থাকা সব মুসলিম ইউনিট গুলোকে ইয়ারমুখ প্রান্তরে জড়ো হতে আদেশ দিল, এই ব্যাপারটাকে যুদ্ধের ভাষায় বলে ফোর্স কন্সেন্ট্রেট বা মাস করা।



এতে বাইজান্টাইন প্ল্যান দুই ভাবে ধাক্কা খেল;

একঃ বিচ্ছিন্নভাবে মুসলিম আর্মিকে একের পর এক ধংশের প্ল্যান বাতিল করতে হল;

দুইঃ খালিদ ইয়ারমুখের প্রান্তরে কন্সেনট্রেট করায় যুদ্ধক্ষত্র এমেসা থেকে সরে গেল, ফলে বাইজান্টাইন আর্মিকে এবার দ্বিগুন দুরত্ব পেরিয়ে ইয়ারমুখে গিয়ে যুদ্ধ করতে হবে, এবং পথে একমাত্র লজিস্টিক বেইজ দামেস্ক (যা সদ্য মুসলিম আর্মি এবান্ডন করে গেছে) পাঁচটা বাইজান্টাইন আর্মির লোড নিতে পারবে কিনা, তা নিশ্চিত না।

খালিদ ইয়ারমুখের যুদ্ধক্ষত্রে পশ্চিমদিকে মুখ করে বাইজান্টাইনদের জন্য অপেক্ষায় থাকল। এই যুদ্ধে বাইজান্টাইন রোমানরা এমন শোচনীয় ভাবে হারল যে কট্টর ইসলাম বিরোধী ইতিহাসবিদও স্বীকার করেন, খালিদ বিন ওয়ালিদ ছিলেন সর্বকালের সেরা ক্যাভেলরি জেনারেল।





সানজু বলেন, যুদ্ধক্ষত্রে যারা আগে পৌছায় তারাই ধীরেসুস্থে শত্রুর মোকাবেলা করতে পারে, আর যারা পরে পৌছায় তারা তাড়াহুড়া করতে গিয়ে ভোগে। তাই বিচক্ষন কমান্ডারেরা আগেই যুদ্ধক্ষত্রে পৌছে শত্রুর জন্য অপেক্ষায় থাকেন আর শত্রুকে তার টার্মস এন্ড কন্ডিশনে লড়তে প্রায় বাধ্য করেন। এইটারে বলে ইনিশিয়েটিভ, আর যুদ্ধক্ষত্রে যার ইনিশিয়েটিভ বেশি, সে আগে অ্যাক্ট করে, শত্রু স্রেফ তার অ্যাক্টের এগেইনেস্টে রিয়েক্ট করে যায়। মনে রাখার বিষয় হল, শত্রুর আক্রমনের তোপে আপনার সেনাদল যখন এলোমেলো পিছুহটে, একে বলে পলায়ন। আর শত্রু আপনাকে এনগেজ করার আগেই আপনার সেনাদল যখন পিছুহটে সুবিধাজনক কোন নতুন অবস্থান নেয়, সেইটারে বলে পশ্চাদপসরণ। অবশ্য দিনশেষে ক্যাম্পে ফিরে আসাকে পলায়ন বলে না।



আপনি যদি চান শত্রুকে আপনার সুবিধামত জায়গায় এনে কুপোকাত করতে, সেক্ষেত্রে আপনাকে কিছু ছাড় দিতেই হবে যেন সে এগিয়ে আসার আগ্রহটা পায়। আর যদি চান শত্রুকে দূরে রেখেই মোকাবেলা করতে, তাহলে শুরু থেকেই বিভিন্নভাবে রাস্তায় তাকে হেনস্তা করুন, ক্রিটিকাল পয়েন্টে তাকে পর্যুদস্ত রাখুন।



প্রতিপক্ষ দুই জেনারেলের যুদ্ধ কিন্তু অনেকটাই মনস্তাত্বিক। যেন দাবার বোর্ডে মগ্ন দুই দাবারু, একে অন্যের প্রত্যেকটা চাল দেখছেন, বডি ল্যাঙ্গুয়েজও পড়তে চেস্টা করছেন। আপনার মুল ধান্দাই হল প্রতিপক্ষকে তার প্ল্যানের বাইরে ছিটকে দেয়া। যখন সে বিশ্রাম খুজছে, তাকে ক্রমাগত উৎপাত করুন; যখনই তার রসদ সরবরাহ স্ট্যাবল হয়, তখনি আপনি তার সাপ্লাই লাইনে হানা দিন; যখনই তাবু গেড়ে বসে, তখনি তাকে স্থান বদলাতে বাধ্য করুন। তার অরক্ষিত অংশে আঘাত করুন, যেন সে নিজেকে বাচাতে ত্রস্ত থাকে; এমন দিক দিয়ে আক্রমন করুন, যার কথা সে স্বপ্নেও ভাবেনি।





শত্রুর বাঁধা না থাকলে আপনার আর্মি মাইলের পর মাইল নির্বিঘ্নে মার্চ করে যেতে পারে। কিন্তু যখন আক্রমন করবেন তখন শত্রুর সেইখানটায় আক্রমন করুন যেখানে সে অপেক্ষাকৃত অরক্ষিত। আর যখন প্রতিরক্ষায় থাকবেন তখন এমনভাবে ডিফেন্ড করুন যেন শত্রু সেখানে আক্রমনের কোন সহজ পথ খুজে না পায়। তাই সেই আক্রমনে সেই জেনারেলই সিদ্ধহস্ত, যার শত্রু ভেবে পায় না কোথা দিয়ে থাকে ঠেকাবে; আর প্রতিরক্ষায় সেই জেনারেলই সিদ্ধহস্ত, যার শত্রু খুজে পায় না কোন পথে আক্রমন করবে।



প্যাটনের মত জাদরেল জেনারেলকে ২য় বিশ্বযুদ্ধে ব্যবহার করা হয়েছে ডিসেপশন পারপাসে, যেন জার্মানরা ধরে নেয় নরম্যান্ডি ল্যান্ডিং অপারেশনটা আসলে হবে ক্যালাইসে। জার্মানরা এতোটাই ডিসিভড হইছিল যে, নরম্যান্ডি দিয়ে আক্রমন শুরু হয়ে যাবার অনেকক্ষন পর পর্যন্ত তারা ধরে নিয়েছিল যে এইটা স্রেফ একটা ডাইভার্সনারি এটাক, আসল এটাক ক্যালাইস দিয়েই আস্তে যাচ্ছে। গোপনীয়তা দক্ষ জেনারেলের অন্যতম হতিয়ার, তিনি তার পরিকল্পনা ঘুর্নাক্ষরেও কাউকে টের পেতে দেননা।



যখন আপনি শত্রুর দুর্বল আর অরক্ষিত অংশের দিকে এডভান্স করবেন, তখন আপনি হয়ে উঠেন অপ্রতিরোধ্য। কারন শত্রু তার প্ল্যানিং এঁর সময় এ রাস্তায় আপনাকে থামানোর যথেস্ট এলিমেন্ট রাখতে ব্যর্থ হয়েছে, এবং এখন আর তার কেঁচেগণ্ডূষের সময় নেই। আর যখন পিছু হটবেন তখন এতো দ্রুত পিছুহটুন যেন শত্রু আপনার নাগাল পাবার আগেই কেটে পরতে পারেন। কেননা পিছু হটার সময় আপনার যেমন লড়াইয়ের কোন প্ল্যান নেই, তেমনি আপনার সেনাদলও লড়াইয়ের মানসিকতায় থাকেনা, তাই শত্রুর পারসুট বা পশ্চাৎ অনুধাবন থেকে সাবধান!





মধুখেকো ভালুক যখন মৌচাক ভাঙ্গার চেস্টা করে তখন মৌমাছি কিভাবে লড়ে? তারা কিন্তু সবাই মিলে ভাল্লুকের আকার ধারন করে লড়েনা, বরং ভনভন করে ভালুকের সারা গায়ে এমন হুল ফুঁটায় যে বিরক্ত হয়ে ভালুক মধু খাবার প্রোজেক্টে ইস্তফা দেয়। আপনি যদি আপনার শত্রুকে শেষ করার ধনুক ভাঙ্গা পন করে থাকেন, তাহলে শত্রুর সেই সব দুর্বলতাগুলোকে আঘাত করুন যেন সে তার সুরক্ষিত গর্ত থেকে বেরিয়ে এসে আপনার মুখোমুখি হতে বাধ্য হয়। আর যদি আপনি তার সাথে লড়াই এড়াতে চান, তবে তার এগিয়ে আসার রাস্তা বরাবর এমন সব প্রতিবন্ধকতা সৃস্টি করুন যেন সে ফিরে যেতে বাধ্য হয়।



ফ্রান্স-জার্মান সীমান্তে মেজিনো লাইন নামের এক প্রতিরক্ষা দেয়াল দীর্ঘদিন ধরে ফ্রান্সকে জার্মান আক্রমন থেকে রক্ষা করে এসেছে। এই মেজিনো লাইনের একটাই গ্যাপ ছিল যা আর্ডেন ফরেস্ট ঘেরা, আর ধারনা করা হত এই বনের ভেতর দিয়ে কোন সেনাদল মার্চ করানো অসম্ভব। তাই এই অংশটা তেমন হেভিলি গার্ডেড ছিলোনা। ২য় বিশ্বযুদ্ধে জার্মানরা যখন ফ্রান্স আক্রমনের পায়তারা করছিল, তখন মিত্রবাহিনী ভেবেছিল যে জার্মানরা বোধহয় এবারও বেলজিয়াম হয়ে আক্রমন করবে। কিন্তু জার্মানরা প্রায় অগম্য আর্ডেন ফরেস্ট হয়ে ফ্রান্সের ভেতর ঢুকে সবাইকে তাক লাগিয়ে দেয় আর ৬ সপ্তাহে গোটা ফ্রান্স দখল করে ফেলে।



যখন আপনি আপনার সারা ফ্রন্ট জুড়ে সমান ভাবে ফোর্স ভাগ করে শক্তিশালী হবার চেস্টা করবেন, তখন আসলে কোথাওই আপনি তেমন শক্তিশালী হতে পারবেন না। তাই একটা ফ্রন্টের সবটা কখনই একসাথে সুরক্ষিত করা সম্ভব না। বরং প্রতিরক্ষার জন্য একেকটা সেনাদল বা ইউনিট কে ফ্রন্ট জুড়ে একেক এলাকা ভাগ করে দেয়া হয়। এখন আপনি যদি শত্রুর এই ডিসপোজিশনটা জেনে তার যেকোন একটা ইউনিটের বিরুদ্ধে আপনার তিনটা ইউনিট জড়ো করে আক্রমন করতে পাঠান, তাহলে সেই সময়ের জন্য শত্রুর ঐ ইউনিট এলাকায় বেলিজারেন্ট রেশিও দাঁড়ায় ৩:১। সুতরাং আপনার জয়ের সম্ভাবনা অনেক অনেক বেড়ে গেল। আপনার সৈন্য সংখ্যা যখন শত্রুর চে কম, তখন আপনার উচিত শত্রুর মোকাবেলার জন্য প্রস্তুতি নেয়া; আর আপনি যদি শত্রুর চে সংখ্যগরিষ্ঠ হন, তাহলে এইবার আপনার শত্রুর টার্ন আপনাকে মোকাবেলার জন্য প্রস্তুতি নেয়ার।





‘ডি-ডে’ মানে যেদিন যুদ্ধ শুরু হবে, আর এইচ-আওয়ার মানে যখন শুরু হবে। এখন এই ডি-ডে আর যুদ্ধক্ষত্র সম্পর্কে যদি আপনার কোন ধারনাই না থাকে তাহলে আপনার আর্মি যুদ্ধ শুরুর পর খেই হারিয়ে ফেলবে। এ অবস্থায় আর্মির এক অংশ আরেক অংশকে প্রয়োজনীয় মুহুর্তে কাঙ্ক্ষিত সাপোর্ট দিতে পারেনা। তাই বিচক্ষন কমান্ডার মাত্রই জানেন কবে কোথায় তার সেনাদল লড়বে, বেইজ থেকে ব্যাটেল ফিল্ডের দুরত্ব কত। এবার তিনি তার সেনাদলকে ম্যানেজেবল সাইজে ভাগ করে আলাদা আলাদা কলামে যুদ্ধক্ষেত্রের দিকে এগিয়ে যান। যুদ্ধক্ষত্র থেকে যারা দূরে তাদের তিনি আগে মুভ করান, আর যারা কাছে তাদের পরে; যেন প্রায় একই সময়ে সবাই যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে।





সানজুর দাবী আপনি চাইলেই বিজয়ী হতে পারবেন, এমনকি শত্রু আপনার চে শক্তিশালী হলেও পারবেন। আপনার বিরুদ্ধে আপনার শত্রুর প্ল্যানটা আপনাকে জানতে হবে, আর সেই অনুযায়ী নিজেকে প্রস্তুত রাখতে হবে, স্ট্র্যাটেজি ঠিক করতে হবে। শত্রুকে ক্রমাগত উত্যাক্ত করে তার প্রতিক্রিয়ার প্যাটার্নটা বের করতে হবে। শত্রুর মোতায়েন জেনে কাঙ্ঘিত ব্যাটেলফিল্ড খুজে বের করতে হবে। খুঁচিয়ে খুঁচিয়ে তার স্ট্রেন্থ আর উইকনেসগুলো জেনে নিতে হবে। তারপর তুলনামুলক বিচারে ঠিক করতে হবে আক্রমন করবেন, নাকি ডিফেন্সে যাবেন। ডিফেন্সে গেলে আপনার মোতায়েনকে যথাসম্ভব গোপন রাখুন, যেন চতুরতম গুপ্তচরও সেগুলো খুজে না পায়। আর এইসব যদি নিশ্চিত করতে পারেন, কেউ আপনাকে হারাবার পরিকল্পনা করতে পারবে না।





সবাই যুদ্ধজয়ে আপনার ট্যাকটিকসটা দেখতে পাবে, কিন্তু কেউ যেন আপনার স্ট্র্যাটেজি সম্পর্কে কোন ধারনা না পায়। একই ট্যাকটিকসের পুনরাবৃতি করবেন না, প্রত্যেক পরিবর্তিত পরিস্থিতির সাথে আপনার ট্যাকটিকসেও নতুনত্ব আনুন। মিলিটারি ট্যাকটিকস বহমান স্রোতধারার মত। স্রোতধারা যেমন পাথরের চাই এড়িয়ে এগিয়ে যায়, আপনিও তেমনি শত্রুর স্ট্রেন্থ এড়িয়ে তার দুর্বলতা আর সীমাবদ্ধতাতে আঘাত করুন। পানি যেমন পাত্র অনুযায়ী আকার নেয়, তেমনি পরিস্থিতি অনুযায়ী যুদ্ধ করতে শিখুন। পানির যেমন নির্দিস্ট কোন আকার নেই, আপনিও যুদ্ধক্ষেত্রে কোন নির্দিস্ট প্যাটার্ন নিতে যাবেন না। তাই, যুদ্ধের পরিস্থিতি ভেদে আপনি যদি আপনার রনকৌশল সমন্বয় করতে জানেন, আপনিও হয়ে উঠতে পারেন অজেয় এক সেনাপতি। মনে রাখবেন, পানি-আগুন-কাঠ-ধাতু-মাটি এই সবই রূপান্তরিত হয়; কোন ঋতুই আজীবন থেমে থাকে না; দিনও বাড়ে কমে; চাদেরও অমাবশ্যা-পুর্নিমা আছে।

মন্তব্য ১১ টি রেটিং +৩/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৪ রাত ১১:৫৫

মহামহোপাধ্যায় বলেছেন: অনবদ্য একটা বই। অনেক কিছু শিখছি। আপনার অনুবাদও দারুণ হচ্ছে।


পরের পর্বের অপেক্ষায় রইলাম।

০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১২:০৩

ডি এইচ খান বলেছেন: অসংখ্য ধন্যবাদ ভাই।

২| ০৯ ই আগস্ট, ২০১৪ রাত ২:৫৪

ইয়ার শরীফ বলেছেন: superb......
shuvo kamona apnar jonno.

sathei achi

০৯ ই আগস্ট, ২০১৪ ভোর ৪:৩৫

ডি এইচ খান বলেছেন: আবারো ধন্যবাদ ভাই।

৩| ০৯ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:১০

অরণ্যতা বলেছেন: পড়ে ফেললাম

০৯ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১৯

ডি এইচ খান বলেছেন: ভাই কি অস্টম কিস্তিটা মিস করলেন? ঐটা মেনুভারের ওপর লেখা। আরো মজার!

৪| ০৯ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪

অরণ্যতা বলেছেন: ওটাও পড়ে ফেলেছি কিন্তু কমেন্ট করা হয় নাই

০৯ ই আগস্ট, ২০১৪ রাত ৮:৫২

ডি এইচ খান বলেছেন: :)

৫| ১০ ই আগস্ট, ২০১৪ সকাল ১১:২০

গোয়েন্দাপ্রধান বলেছেন: ভাই ১৪৫৩ তে কন্সটান্টিনপল জয়ে ওটোমান সুলতান মেহমুদ -২ এর বাইঞ্জান্টাইন অবোরোধ ভাংার জন্য মাটির উপর দিয়ে জাহাজ চালিয়ে নেয়ার ঘটনা টা অন্যতম সেরা স্ট্রাটেজি।
দীর্ঘদিনেও অবরোধ ভাংছিল না। আবার কন্সটান্টিনোপলের সরু প্রণালিতে আড়া আড়ি ভাবে একটা বিশাল শিকল দিয়ে বন্দরে জাহাজ প্রবেশ বন্ধ করে দেয়া যেত।
কিন্তু শহরের পিছনে র পাহাড় ছিল অরক্ষিত।কিন্তু সেপাশে যে জাহাজ আসবে তা ভাবেও নি বাইজান্টাইন রা।

এভাবে অবরোধে কাজ হচ্ছে না দেখে মেহমুদ -২ রাতের আধারে পাহাড়ি পথ তৈরি করলেন।সেই এবড়খেবড় পথে চর্বি ঢেলে ঘোড়া মোষ দিয়ে জাহাজ টেনে নিয়ে গেলেন।এবং রাতের আধারে সেই মহা শিকলের বিপরীতে শহরের পিছনের অরক্ষিত অংশে জাহাজ ভাসালেন।

১০ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:২৩

ডি এইচ খান বলেছেন: ওয়াও! সত্যি অসাধারন। অবশ্য অটোমান এম্পায়ারের ফিয়াট গুলো এখনও পড়া হয়নি। ইতিহাসবিদেরা খুব যত্ন করে মুসলিম হিস্ট্রি করে। এই প্রবনতাটা লক্ষ্য করেছিলেন নিশ্চয়।

৬| ৩০ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৬

ভ্রমরের ডানা বলেছেন: অসাধারণ লেখনশৈলী। খুব ভাল লেগেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.