নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কী ভাবার কথা কি ভাবছি?

ডি এইচ খান

স্বাধীনতা অর্জনের চে রক্ষা করা কঠিন

ডি এইচ খান › বিস্তারিত পোস্টঃ

সেন্ট অব আ উইমেন ;) (সিনহাম, জিসম অথবা ইত্যকার দর্শকদের অযথা কষ্ট করে না পড়তে অনুরোধ করছি, নট ইউর কাপ অব টি একচুয়ালি B-)) :D

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:০৬

ফ্র্যাঙ্ক স্লেইড এক অন্ধ রিটায়ার্ড কর্নেল, থাকেন মেয়ের পরিবারের সাথে। মেয়ের পরিবার যখন ছুটি কাটাতে বাইরে যাবার প্ল্যান করল, তখন চার্লি নামের এক হাই স্কুল পড়ুয়া বালক কে রেখে গেল কর্নেলের দেখভাল করতে। ছবিটা শুরু থেকে বেশ ঢিমে তালে শুরু, কাহিনিতে রোমহর্ষক কোন চমক নেই মিনিটে মিনিটে।



কাহিনীর এক পর্যায়ে ঘটনাচক্রে চার্লি তার ফ্রেন্ডদের এক অপকর্ম জেনে ফেলে কিন্তু স্কুল কতৃপক্ষের কাছে তার ফ্রেন্ডদের নাম বলতে রাজী হয়না। সত্যগোপনের অজুহাতে স্কুল কতৃপক্ষ তাকে স্কুল থেকে বের করে দেবার জন্য অভিভাবক সহ ডেকে পাঠায়। ঘটনাচক্রে অন্ধ কর্নেল চার্লির অভিভাবক। আসল অপরাধী তার ধনকুবের বাবা সহ উপস্থিত। কিন্তু প্রমানের অভাবে সে ছাড়া পেয়ে যাচ্ছে। অগত্যা স্কুল কতৃপক্ষ চার্লির সাজা ঘোষনার প্রাক্কালে অন্ধ কর্নেল ফ্র্যাঙ্ক ওরফে এল পেচিনো মুখ খুললেন।



এরপর আপনি স্রেফ জমে যাবেন।অনুভব করতে পারবেন এতক্ষন আসলে আপনি কোন রোলারকোস্টারে বসা ছিলেন। আপনি টের পাবেন এল পেচিনো কী চীজ।মুহুর্তে মুহুর্তে আপনি শিউরে উঠবেন তার ডায়ালগের গভীরতা আর থ্রু দেখে। হল রুমের পিনপতন নিস্তব্ধতা আপনাকেও গ্রাস করে নেবে অনায়েসে। অনেকেই বলেন তাদের জীবনে দেখা সেরা ওকালতির দৃশ্য এটি, অনেকে বলেন এল পাচিনো এট হিজ বেস্ট।

সেই রোলারকোস্টার সিন

যতবার দেখি ততবারই আবেগে আপ্লুত হই। আমি নিশ্চিত আপনিও হবেন। কিছু ইংরেজি ফ্রেইজ অবশ্য আমাদের মত আম দর্শকদের জন্য কিঞ্চিত কঠিন। কিন্তু আমি বাজি ধরে বলতে পারি কাজ চালানোর মত ইংরেজি জানা থাকলে, এই সিনের মোরাল আর মেসেজটা যে কেউ ধরতে পারবে।



http://www.imdb.com/title/tt0105323/

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৬

হাসান মাহবুব বলেছেন: কুপাকুপি সিন :-B

১০ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৯

ডি এইচ খান বলেছেন: হেড মাস্টারের বেল্ট ঢিলা কইরা দিছেন ... হা হা হা

২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:২৬

ডি এইচ খান বলেছেন: Click This Link

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৩৬

মুদ্‌দাকির বলেছেন:
দারুন একটা ছবি, প্রিয় একটা ছবি, আবার দেখার স্টিমুলেশন দিয়ে দিলেন =p~ =p~

১১ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:০০

ডি এইচ খান বলেছেন: সত্যি, বারবার দেখার মত ছবি একটা।

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৪

মহামহোপাধ্যায় বলেছেন: ম্যুভিটা দেখেছিলাম বছর খানেক আগে। ঐ দৃশ্য দেখার পর তব্দা লেগে ছিলাম অনেকক্ষণ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৪১

ডি এইচ খান বলেছেন: আমিও!

৫| ১৩ ই মার্চ, ২০১৬ রাত ১২:১১

কাফি বিডি বলেছেন: ধন্যবাদ, নামাতে দিলাম। আই অ্যাম টু ওল্ড, আই অ্যাম টু টায়ার্ড, আই অ্যাম.........


ভাইয়া, মুভিটার ডাউনলোড লিঙ্ক শেয়ার করবো এইখানে? বা, সাবটাইটেল লিঙ্ক?

১৩ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৪৬

ডি এইচ খান বলেছেন: আমি তো দেখেছি। অন্যদের জন্য করা যায় অবশ্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.