নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কী ভাবার কথা কি ভাবছি?

ডি এইচ খান

স্বাধীনতা অর্জনের চে রক্ষা করা কঠিন

ডি এইচ খান › বিস্তারিত পোস্টঃ

৯১১ (নাইন-ওয়ান-ওয়ান; নাইন ইলেভেন নহে ;)) প্রসঙ্গেঃ

০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১:৪৫





দৃশ্য-১ (সময়ঃ রাত ১১টা, স্থানঃ উত্তরার কোন এক বাসা।)



৯১১ঃ হ্যালো, ৯১১ বলছি।



ভীত এক শিশুর কান্নাভেজা কন্ঠঃ আমার আম্মু কী মরে গ্যাছে? আমার আম্মু তো ঘুম থেকে উঠছে না, আমাকে ডিনারও খেতে বলছে না।



৯১১ঃ নাম কী তোমার বাবু?



কান্নাভেজা কন্ঠঃ আমার নাম তুলি।



৯১১ঃ তুলি তো খুব সুন্দর একটা নাম। তোমার আম্মু এখন কোথায় তুলি?



তুলিঃ আম্মুতো বিছানায় শুয়ে আছে। আমার অনেক ক্ষুধা পেয়েছে।



৯১১ঃ তুলি তুমি কোন ক্লাশে পড়?



তুলিঃ আমি প্লে-গ্রুপে পড়ি। আমার আম্মু ঘুম থেকে উঠছে না কেন? আম্মু কি মরে গ্যাছে?



৯১১ঃ তুলি, তুমি তো অনেক স্মার্ট আর সাহসী একটা মেয়ে। আমি দেখছি তোমার আম্মুর কি হয়েছে। তার আগে তুমি বল তুমি কি আম্মুকে ডেকেছ?



তুলিঃ হ্যাঁ, কিন্তু আম্মুতো ওঠে না।



৯১১ঃ তোমার আব্বু কোথায়, তুলি?



তুলিঃ আব্বুতো বিদেশে থাকে।



৯১১ঃ তোমার ভাইয়া আপুরা কোথায়?



তুলিঃ আমার তো কোন ভাইয়া আপু নেই।



৯১১ঃ তোমাদের কাজের বুয়া কোথায়?



তুলিঃ বুয়া তো বিকেলে চলে গেছে।



৯১১ঃ তোমাদের বাসায় আর কেউই নেই?



তুলিঃ না।



৯১১ঃ তুলি, তুমি কি পাশের বাসার আন্টিকে ডাকতে পারবে?



তুলিঃ না, আমিতো দরজা খুলতে পারি না।



৯১১ঃ হুম, আরেকটু বড় হলেই তুমি দরজা খুলতে পারবে, তাই না?



তুলিঃ হুম।



৯১১ঃ তোমার আম্মুর কি বুকে ব্যথা হয়েছিল?



তুলিঃ হ্যাঁ, কিন্তু আম্মু তো ওষুধ খেয়েছিল।



৯১১ঃ তোমাদের বাসা কোথায়, তুলি?



তুলিঃ উত্তরায়।



৯১১ঃ কত নম্বর বাসা?



তুলিঃ আমি জানিনা, ভুলে গেসি।



৯১১ঃ নো প্রবলেম তুলি, তুমি আমার সাথে লাইনেই থাক, দেখি আমরা তোমার বাসাটা খুঁজে বের করব। আমরা এখন রফিক আঙ্কেলকে কল করব, রফিক আঙ্কেল আমাদের বলে দেবেন আম্মু ঘুমাবার আগে লাস্ট কার সাথে কথা বলেছেন।



রফিকঃ হ্যালো কাস্টমার কেয়ার বলছি, বলুন আপনাকে কীভাবে সাহায্য করতে পারি।



৯১১ঃ এই নাম্বারে লাস্ট কলটি সম্পর্কে জানান, প্লীজ।



রফিকঃ লাস্ট কল সন্ধ্যে সাড়ে সাতটায়, কল এসেছিল দুবাই থেকে।



৯১১ঃ ঐ নাম্বারে একটু মিলান, প্লীজ।



রফিকঃ জ্বী, লাইনে থাকুন, প্লীজ।



দুবাই থেকেঃ হ্যালো।



৯১১ঃ হ্যালো, ৯১১ থেকে বলছি, দয়া করে শান্ত থাকুন। আমি আপনাকে কিছু প্রশ্ন করব, দয়া করে সঠিক উত্তর দিন।



দুবাই থেকেঃ জ্বী, বলুন।



৯১১ঃ আপনি তুলির কে হন?



দুবাই থেকেঃ আমি তুলির বাবা, কেন ওর কী হয়েছে?



৯১১ঃ দয়া করে শান্ত থাকুন, তুলি ভাল আছে, সে এখনি আপনার সাথে কথা বলবে। তার আগে আপনার বাসার ঠিকানাটা বলুন, আপনার স্ত্রী সম্ভবত গুরুতর অসুস্থ, আপনার বাসায় এম্বুলেন্স পাঠাতে হবে। আপনার বাসার ঠিকানাটা প্লীজ।



তুলির বাবাঃ .।.।.।.।.।



৯১১ঃ এবার আপনি তুলির সাথে কথা বলবেন। দ্রুত কথা শেষ করবেন এবং আপনার বাড়ীওয়ালাকে ফোন করে বলবেন যেন বাসার মাস্টার কী সহ রেডি থাকেন, কম্যুনিটি পুলিশ এবং নিকটস্থ হাসপাতালে ইতোমধ্যে আমি আপনার বাসার ঠিকানা পাঠানো হয়েছে। এবার তুলির সাথে কথা বলুন।







দৃশ্য-২ (সময় রাত সাড়ে বারটা, স্থানঃ বান্দরবনের কোন এক স্থানে)



৯১১ঃ হ্যালো, ৯১১ বলছি।



আহত নারী কন্ঠঃ ভাই আমাদের বাঁচান, প্লীজ।



৯১১ঃ আপনার পরিচয় বলুন এবং কী সমস্যা খুলে বলুন।



আহত নারী কন্ঠঃ ভাই আমি নীরা। আমার স্বামী আসিফ .।.।.। ব্যাংকে চাকরী করেন। আমরা নীলগিরি যাচ্ছিলাম। রাস্তায় আমাদের কার নষ্ট হয়েছিল তাই বান্দরবন ঢুকতে রাত হয়ে গেল। কিছুক্ষন আগে একটা ট্রাক আমাদের গাড়ীটাকে ধাক্কা দিয়ে চলে যায়। এখন আমাদের গাড়ীটা রাস্তার পাশে একটা ঢালে ঝুলে আছে। আমার হাসবেন্ডের মাথা ফেটে রক্ত পড়ছে, জ্ঞান নেই। প্লীজ হেল্প।



৯১১ঃ ওকে নীরা, প্রথমেই আপনাকে যে কাজটা করতে হবে, তা হল, আপনি ফোনের লাইনটি কাটবেন না, কারন আপনার লোকেশনটা জানার জন্য এটা জরুরী। এবার দেখুন আপনার সাইডের দরজাটা খুলতে পারেন কিনা।



নীরাঃ না, দরজা খুলতে পারছি না।



৯১১ঃ ঠিক আছে। তাহলে এবার দেখুন গাড়ির ভেতরের কম্পার্টমেন্টের লাইটটা জ্বালাতে পারেন কিনা।



নীরাঃ জ্বি, জ্বলেছে।



৯১১ঃ গুড। এবার ওড়না অথবা অন্য কিছু দিয়ে আপনার হাসবেন্ডের ব্লিডিংটা বন্ধের চেষ্টা করুন। এরপর পানি ছিটিয়ে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করুন। ফোনটা লাউড স্পীকারে দিয়ে ড্যাস বোর্ডে রাখুন, আমি আপনার সাথে লাইনেই থাকব। এই ফোনের চার্জ শেষ হয়ে গেলে আপনার হাসবেন্ডের ফোন দিয়ে কল করবেন।



নীরাঃ আচ্ছা।



(কিছুক্ষন পর)



৯১১ঃ নীরা আপনি কি শুনতে পাচ্ছেন?



নীরাঃ জ্বী।



৯১১ঃ আপনার হাসবেন্ডের কি জ্ঞান ফিরেছে?



নীরাঃ জ্বি, কিন্তু ও তো নড়তেই পারছে না।



৯১১ঃ আপনার লোকেশনটা আমরা খুঁজে পেয়েছি এবং নিকটস্থ থানা থেকে এম্বুলেন্স সহ একটি টিম ইতোমধ্যে আপনার লোকেশনের দিকে রওনা দিয়েছে।আপনার গাড়ির হেডলাইট অন রাখুন আর দুই মিনিট পর পর দশ সেকেন্ড করে হর্ন বাজাতে থাকুন। আপনার হাসবেন্ডের সাথে অনবরত কথা বলতে থাকুন, আর তাকে জাগিয়ে রাখার চেষ্টা করুন।





উপরের ঘটনা দুইটাই কাল্পনিক। তবে ৯১১ এর ব্যবহার সম্পর্কে আমরা সবাই কিন্তু কমবেশি জানি। হলিউডি সিনেমার কল্যানে আমরা সবাই জানি যে, ঐসব দেশে লোকে বিপদে পড়লেই ৯১১ কল দিয়ে থাকেন। ১৯৩৭ সালে ইংল্যান্ডে প্রথম 'জাতীয় জরুরী নম্বর' হিসেবে ৯৯৯ চালু হয়। পরে মার্কিনিরা ৯১১ চালু করে। সেখানে কোথাও আগুন লাগলে, ক্রাইম হলে, এক্সিডেন্ট হলে বা কেঊ গুরুতর অসুস্থ হলে এই নাম্বারে কল দেয়।



এইরকম একটা জরুরী নাম্বার আমাদের জন্যও থাকা উচিত, সে ব্যাপারে কোন সন্দেহ নাই। কিন্তু প্রশ্ন হল ৯১১ এর মত ইমারজেন্সি নম্বর চালু করা আমাদের পক্ষে আদৌ সম্ভব কিনা।



সম্ভব।



ইমারজেন্সি কল রেস্পন্স করার জন্য যে টিম দরকার সেটা মোবাইল ফোন কোম্পানিরাই পুলিশের সাথে কোওর্ডিনেট করে চালু করে নিতে পারে। প্রত্যেক কোম্পানি দিনে একজন করে অপারেটর ধার দিলেই শুধু ঢাকার জন্য এখনি এইটা চালু করা যায়।



এবার দরকার ফায়ার সার্ভিস, পুলিশ আর হাসপাতালে কোওর্ডিনেট করার জন্য ন্যুনতম তিনজন সমন্বায়ক যারা যার যার অফিসে বসেই প্রয়োজনীয় সমন্বয় করে দিতে পারেন।



লাগবে ফালতু কল করে ডিস্টার্বারদের ফিক্স করার জন্য কিছু লোক। আর মিডিয়া তো আছেই সচেতনতা সৃস্টির জন্য আর বিভিন্ন সংস্থার রেসপন্স তদারকির পরোক্ষ মনিটর হিসেবে।



যথাযথ কর্তৃপক্ষের দৃস্টি আকর্ষন করছি।

মন্তব্য ৪৫ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪৫) মন্তব্য লিখুন

১| ০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ১:৪৯

নতুন বলেছেন: আমাদেও এইরকমের একটা নম্বর দরকার... যাতে যে কোন সময়ে মানুষ বিপদে পড়লে এখানে কল করতে পারে...

প্রথম প্রথম কিছু মানুষ ফালতু কল করবে... কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে..

০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ২:২১

ডি এইচ খান বলেছেন: আপনার সাথে সম্পুর্ন একমত।

২| ০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ২:১০

শ্রাবণধারা বলেছেন: অতি প্রয়োজনীয় একটা বিষয় সম্পর্কে অনেক চমৎকার একটা লেখা। কাল্পনিক ঘটনা দুটোর বর্ননা দূর্দান্ত।

কবে যে আমরা এই সুবিধাগুলো পাব? কবে যে আমাদের নাগরিক জীবনের অজস্র দুর্দশা থেকে মুক্তি পাব????

০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ২:২৪

ডি এইচ খান বলেছেন: আশা করতে ক্ষতি কী বলুন?

৩| ০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ২:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহ..প্রথম তো ভাবছিলাম দেশটা সত্যি এত্ত এগিয়ে গেছে!!! আমি খবরই রাখি না :P =p~ =p~ =p~

এইরকম একটা জরুরী নাম্বার আমাদের জন্যও থাকা উচিত, সে ব্যাপারে কোন সন্দেহ নাই। কিন্তু প্রশ্ন হল ৯১১ এর মত ইমারজেন্সি নম্বর চালু করা আমাদের পক্ষে আদৌ সম্ভব কিনা।

++

০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ২:২৫

ডি এইচ খান বলেছেন: হ্যালুইন আনতে পারি, ৯১১ পারুমনা ক্যান ;)

৪| ০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ২:২৮

xp বলেছেন: সুন্দর

০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩৮

ডি এইচ খান বলেছেন: আপনাকে ধন্যবাদ ভাই।

৫| ০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ২:২৯

নতুন বলেছেন: লেখক বলেছেন: হ্যালুইন আনতে পারি, ৯১১ পারুমনা ক্যান ;)


আনা দরকার ৯১১ কিন্তু আসে হ্যালুইন.. :(

০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ২:৩৮

ডি এইচ খান বলেছেন: ;)

৬| ০২ রা নভেম্বর, ২০১৪ দুপুর ২:৪৯

ইছামতির তী্রে বলেছেন: দারুণ লেখা! আমাদের দেশেও এমন একটি জরুরী নম্বর অবশ্যই দরকার। তবে আমেরিকাতে ৯১১ নম্বরটি অনেককেই বিব্রতকর অবস্থায় ফেলে দেয়। যেমন, আমার ফুফু, যিনি আমেরিকাতেই থাকেন, কথা প্রসঙ্গে তিনি বলেছিলেন যে, ছেলেমেয়েদের শাসন করাও রিস্ক। কারণ ওরা ৯১১-এ ফোন করে দেয়। হাহাহা।

জনগুরত্বসম্পন্ন একটি বিষয় অবতারণা করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি আমাদের একদিন হবে..।

০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৩:০৩

ডি এইচ খান বলেছেন: আশা করি আমাদেরো একদিন হবে.. ইনশাল্লাহ।

৭| ০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৩:১৮

মোঃ মামুনুর রশিদ বলেছেন: প্রথমে আমি তো অবাক!!!
পরে বুঝতে পারলাম। আসলেই খুব সুন্দর একটা পোষ্ট দিলেন।

০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৪:০১

ডি এইচ খান বলেছেন: আপনাকে ধন্যবাদ ভাই।

৮| ০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩১

হাসান মাহবুব বলেছেন: চমৎকার পোস্ট।

০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৪:০২

ডি এইচ খান বলেছেন: আপনাকে ধন্যবাদ ভাই।

৯| ০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৩৩

আর্টিফিসিয়াল বলেছেন: এটা বাংলাদেশ।।তাই সপ্ন দ্যাখতা ভয় লাগে। তবে একদিন না একদিন হবে, ইনশা-আল্লাহ।

০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৪:০২

ডি এইচ খান বলেছেন: ইনশা-আল্লাহ।

১০| ০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৪:০৪

আমিনুর রহমান বলেছেন:



পোষ্টে +


যথাযথ কর্তৃপক্ষের দৃস্টি আকর্ষন করছি।

০৩ রা নভেম্বর, ২০১৪ সকাল ১০:২৬

ডি এইচ খান বলেছেন: ধন্যবাদ ভাই।

১১| ০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১১

সালমান মাহফুজ বলেছেন: লেখার বিষয়বস্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ ।

০৩ রা নভেম্বর, ২০১৪ সকাল ১০:২৭

ডি এইচ খান বলেছেন: ধন্যবাদ ভাই।

১২| ০২ রা নভেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৯

মেহেদী_বিএনসিসি বলেছেন: চমৎকার পোষ্ট........নিঃসন্দেহে ব্যাপারটা আসলেই চমৎকার হতো সরকার যদি এই উদ্দোগটা নিতো। নিউইয়র্কে থেকে ৯১১ এর প্রয়োজনীয়তা আর সুবিধাগুলো দেখে দেখে মনে মনে শুধু আফসোসই করি.....কেন দেশে সরকারের মাথায় এই আইডিয়াগুলো আসেনা। এমন একটা কার্যকর রেসপন্স টিম পারে দেশের আইন শৃঙ্খলা, বিপদ-আপদ থেকে রক্ষা করতে......।

০৩ রা নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩০

ডি এইচ খান বলেছেন: সঠিক বলেছেন ভাই। আইন শৃংখলারক্ষা বাহিনীও এভাবেই অনেক ক্রাইম সম্পর্কে আগাম তথ্য পেতে পারে।

১৩| ০২ রা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:০১

কলমের কালি শেষ বলেছেন: ঠিক বলেছেন । আসলেই দরকার ।

০৩ রা নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩১

ডি এইচ খান বলেছেন: ধন্যবাদ ভাই।

১৪| ০২ রা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫১

পড়শী বলেছেন: পোস্ট টা কি স্টিকি করা যায় না? কর্তাব্যক্তিদের অন্ততঃ চোখে পড়তে পারত।

০৩ রা নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩২

ডি এইচ খান বলেছেন: যথারীতি ;)
ব্যাপার না।

১৫| ০২ রা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৫৪

সুমন কর বলেছেন: চমৎকার এবং নতুন একটি অাইডিয়া নিয়ে লেখার জন্য ধন্যবাদ। সরকার ইচ্ছে করলেই চালু করতে পারে। কিন্তু এটা বাংলাদেশ যেখানে এ্যামবুলেসে রোগী নিয়ে গাড়ি যেতে পারে না। পথেই শেষ!

তবে খুব জরুরী একটি বিষয় সবার সামনে তুলে অানার জন্য অাবারো ধন্যবাদ।

যথাযথ কর্তৃপক্ষের দৃস্টি আকর্ষন করছি।

০৩ রা নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩৩

ডি এইচ খান বলেছেন: অন্তত ঢাকার জন্য চালু হোক। কি বলেন?

১৬| ০২ রা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩২

বোকামানুষ বলেছেন: পোস্টের ভাবনায় ++++++

একদিন আমাদের দেশেও হবে ইনশা-আল্লাহ

০৩ রা নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩৪

ডি এইচ খান বলেছেন: ইনশা আল্লাহ।

১৭| ০২ রা নভেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৪৬

এ কে এম রেজাউল করিম বলেছেন:
শ্রাবণধারা বলেছেন: অতি প্রয়োজনীয় একটা বিষয় সম্পর্কে অনেক চমৎকার একটা লেখা। কাল্পনিক ঘটনা দুটোর বর্ননা দূর্দান্ত।

কবে যে আমরা এই সুবিধাগুলো পাব? কবে যে আমাদের নাগরিক জীবনের অজস্র দুর্দশা থেকে মুক্তি পাব????


সহমত!!!

লেখক-এর প্রতি অভিন্দন র'ল।

০৩ রা নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩৫

ডি এইচ খান বলেছেন: ধন্যবাদ ভাই।

১৮| ০২ রা নভেম্বর, ২০১৪ রাত ৯:৩৪

রিফাত হোসেন বলেছেন: পুলিশ ১৩৩
১২২ ফায়ারব্রিগেড
১৪৪ এম্বুলেন্স

অস্ট্রিয়াতে ভাগ করা । ১৩৩ আর ১৪৪ মনে রাখলেই চলে সাধারণত, শীতের দেশ আগুন আর কতই বা দাপট দেখাবে ।

০৩ রা নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩৬

ডি এইচ খান বলেছেন: বাংলাদেশেও আছে বিচ্ছিন্ন কলেবরে, স্বাস্থ্যসেবায় ৭৮৯ ;)

১৯| ০২ রা নভেম্বর, ২০১৪ রাত ১০:৩৯

একলা ফড়িং বলেছেন: দৃশ্য দুটোর বর্ণনা দারুণ হয়েছে, বিশেষ করে প্রথমটা।

৯১১ এর মত কিছু একটা আমাদেরও খুব দরকার আসলে। তবে ফোন করে অহেতুক ফাজলামি করার মত লোকেরও অভাব হবে না!

০৩ রা নভেম্বর, ২০১৪ সকাল ১০:৩৯

ডি এইচ খান বলেছেন: সব সিস্টেমেই প্রথমে কিছু এলেবেলে ইস্যু থাকে। পরে ঠিক হয়ে যায়। এখনো অনেক গুরুজনেরা নিষিদ্ধ সাইটের দোহাই দিয়ে ইন্টারনেট ব্যবহারের বিরোধিতা করেন। কিন্তু বাস্তবতা হল প্রাথমিক উচ্ছাস শেষে সবাই যার যার প্রয়োজনীয় ক্ষেত্রেই ব্যস্ত হয়ে যান।

২০| ০২ রা নভেম্বর, ২০১৪ রাত ১১:৫৯

এম্বিগ্রামিষ্ট জুলিয়ান বলেছেন: কাহিনী দুটো পড়ার সময় মনে হচ্ছিল, "ইশশ, সত্যি যদি এমন হত!!!! "

০৩ রা নভেম্বর, ২০১৪ সকাল ১০:৪৩

ডি এইচ খান বলেছেন: ভাই রে, এইগুলা সবই অন্যান্য দেশে পরীক্ষিত পদ্ধতি। আমাদের দেশ নুতন, তাই আলরেডি টেস্টেড সিস্টেম অনুকরন করে স্বাবলম্বী হতে হবে। এরপর আসবে মৌলিক ধারনা আর প্রস্তাবনা। আশাকরি একদিন সত্যি এমন হবেই, ইনশা আল্লাহ।

২১| ০৪ ঠা নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৪০

বোকা মানুষ বলতে চায় বলেছেন: তি সুন্দর এবং অতি জরুরী পোস্ট। সুপার লাইক প্রস্তাবনায়... পোস্টে +++

০৪ ঠা নভেম্বর, ২০১৪ বিকাল ৪:১১

ডি এইচ খান বলেছেন: Thank u my friend

২২| ০৫ ই নভেম্বর, ২০১৪ রাত ১:১৩

জেরিফ বলেছেন: যথাযথ কর্তৃপক্ষের দৃস্টি আকর্ষন করছি।

০৫ ই নভেম্বর, ২০১৪ সকাল ৯:৩৫

ডি এইচ খান বলেছেন: আপনাকে ধন্যবাদ ভাই।

২৩| ১২ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৫১

নাজমুস বলেছেন: খুবই জরুরি একটা বিষয় নিয়ে পোস্ট করেছেন। আমরা কি কিছু করতে পারিনা এই বিষয়ে???

এফবিতে শেয়ার দিলাম আপাতত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.