নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কী ভাবার কথা কি ভাবছি?

ডি এইচ খান

স্বাধীনতা অর্জনের চে রক্ষা করা কঠিন

ডি এইচ খান › বিস্তারিত পোস্টঃ

বাটারফ্লাই ইফেক্ট এর গল্প ;)

১০ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৩৬

#বাটারফ্লাই_ইফেক্ট_এর_গল্প

বখতিয়ার খিলজির ছেলে ইখতিয়ারউদ্দিন মুহম্মদ যখন তার অশ্বারোহীদের নিয়ে বংগ সীমান্তে অনুপ্রবেশ করলেন, তখন সীমান্ত ঘাটির আস্তাবলে ছিলনা নাল লাগানোর পেরেক। সেই পেরেকের অভাবে রাজদূতের ঘোড়ার খুরে নাল লাগানো গেলনা, নাল লাগানো হলনা বলে নালবিহীন ঘোড়াও দ্রুত চলতে গিয়ে পথিমধ্যে রাজদূত সমেত বারংবার আছড়ে পড়ল।

পথের প্রতিবন্ধকতায় রাজদূত সময়মত সংবাদ দিতে পারলনা, ইনফর্মেশন গ্যাপের কারনে রাজা লক্ষনসেন আর তার সভাসদেরা শেষ মুহুর্ত পর্যন্ত কনফিউজড থাকলেন। কনফিউশনের কারনেই সম্ভবত তারা ঔর্স্ট কেইস সিনারিটাই আগে কনসিডার করলেন, আর ভাবলেন ইখতিয়ারউদ্দিন মুহম্মদের ঘোড়সওয়াররা নিশ্চয় বিশাল কোন এক এক্সপিডিশনারি ফোর্সের দুর্ধর্ষ ভ্যানগার্ডই হবে।

সতরঞ্জ বা দাবার মতই যেকোন যুদ্ধে রাজা হলেন রাস্ট্রের সার্বভৌমত্বের প্রতীক, আধুনিক সমরবিদ্যায় যাকে বলে সেন্টার অব গ্রাভিটি। রাজার পতন মানেই যুদ্ধ শেষ। তাই সভাসদের পরামর্শে রাজা লক্ষন সেন প্রাসাদ ত্যাগ করলেন, আর ইতিহাসের পাতায় লিখা হল, "...অতঃপর ইখতিয়ারউদ্দিন মুহম্মদ সাকুল্যে ১৭ জন ঘোড়সওয়ার লইয়া বংগ বিজয় করিয়া ফেলিলেন।"

পুনশ্চঃ
সামান্য গাফলতি যখন ভয়াবহ পরিনতির কারন, একেই বলে বাটারফ্লাই ইফেক্ট।

পুনঃপুনশ্চঃ
সাধু সাবধান।

মন্তব্য ৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৪২

হাসান মাহবুব বলেছেন: মজার কাহিনী তো :#)

২| ১১ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:৩৩

প্রোফেসর শঙ্কু বলেছেন: হাহাহা, মজার জিনিস!

৩| ১১ ই জুলাই, ২০১৫ রাত ১১:০৭

বোকা মানুষ বলতে চায় বলেছেন: মজার কিন্তু কৌতূহল উদ্দীপক তথ্য। পোস্টে ++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.