নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কী ভাবার কথা কি ভাবছি?

ডি এইচ খান

স্বাধীনতা অর্জনের চে রক্ষা করা কঠিন

ডি এইচ খান › বিস্তারিত পোস্টঃ

চুতিয়া পাব্লিক/সাইলেন্ট হেইটার/ব্যাক বাইটার হইতে সাবধান :-P

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৫

একবার এক ইয়াং ব্যাঙ ডিক্লেয়ার করল যে সে বনের সবচে উঁচু গাছটার মগডালে উঠবে। সাথে সাথে তার সাথি ব্যাঙ আর ব্যাঙাচিরা "অসম্ভব! ও ব্যাটা কক্ষনই পারবেনা" ইত্যাদি বলে এমন বেজায় হায় হায় হৈচৈ শুরু করল যে কান পাতা দায়!

তো ব্যাঙ ব্যাটা হাসতে হাসতে নাচতে নাচতে গাছ বেয়ে উঠা শুরু করল, আর উঠতেই থাকল। সে যতই উপরে উঠে নিচের হৈচৈ ততই স্তিমিত হয়ে আসে। একসময় ব্যাঙ ব্যাটা মগডালে পৌছেই গেল, আর অমনি গাছের তলা থেকে তুমুল হর্ষধ্বনি ভেসে এল। ব্যাঙ ব্যাটা একইভাবে হাসতে হাসতে নাচতে নাচতে গাছ থেকে নেমে এল।

নেমে আসতেই ব্যাঙটার মা ব্যাঙটাকে পরম মমতায় জড়িয়ে ধরে ভাবল, ভাগ্যিস তার ছোট্ট ব্যাঙটা জন্ম থেকেই কানে শোনেনা, তাই গাছে চড়ার কথা বলার পর অন্য ব্যাঙ দের "অসম্ভব! ও ব্যাটা কক্ষনই পারবেনা" টাইপের নেতিবাচক কথা গুলো সে শুনতে পায়নি, বরং ভেবেছিল সবাই তাকে উতসাহই দিচ্ছিল... :-P

আরেকবার এক রাজা তার রাজশিকারি কে নিয়ে শিকারে গিয়ে দূর্ঘটনাবশত তার কড়ে আঙুল হারালেন। শিকারি সান্তনা দিতে বলল, "যা ঘটে ভালর জন্যই ঘটে।"
কথা শুনে রাজা তো রেগেমেগে আগুন। তক্ষুনি সেই শিকারিকে কারাগারে নিক্ষেপের নির্দেশ দিলেন।

কিছুদিন পর রাজা ফের একাই শিকারে গিয়ে পথ হারিয়ে এবার জংলিদের হাতে বন্দি হলেন। যথারীতি জংলিরা তাকে তাদের দেবতার উদ্দেশ্যে বলি দিতে গিয়ে যখন দেখল যে রাজার কড়ে আঙুল নাই, তখন তাকে বলিদানে অসম্পুর্ন ডিক্লেয়ার করে মুক্তি দিল। মুক্তি পেয়ে ফিরে এসে রাজাও সেই রাজশিকারিকে মুক্তি দিলেন।

মুক্ত শিকারিকে রাজা প্রশ্ন করলেন, "আঙুল হারানোতে আমি নাহয় বেচে ফিরলাম, কিন্তু কারাভোগ করে তোমার কী ভাল হল তাতে?"

ভৃত্য হেসে বলল, "রাজা মশাই যদি আমাকে কারাগারে না পাঠাতেন তবে আজ আপনার সাথে আমিও জংলিদের হাতে ধরা পরতাম। আঙুল না থাকায় আপনাকে ছেড়ে দিলেও, আমার তো কোন খুত ছিলনা, তাই ওরা আপনার বদলে আমাকে ঠিকই বলি দিয়ে দিত। তাই বলি, যা ঘটে ভালর জন্যই ঘটে।" :-D

তাই কারো সীমাবদ্ধতাকে হেয় করবেন না আর নিজের সীমাবদ্ধতার জন্য কুন্ঠিত বোধ করবেন না। কারন, যা ঘটে ভালর জন্যই ঘটে। :-P

আর আপনার ফ্রেন্ডলিস্ট নিয়ে অপ্রাহ উইনফ্রে বলেন,
সারাউন্ড ইয়োরসেলফ উইথ অনলি পিপল হু আর গোইং টু লিফট ইউ।

আর ড্যান ব্যুটন্যারের মতে,
আপনাকে চারপাশের মানুষগুলোই ক্রমাগত আপনার আচরনকে প্রভাবিত করে থাকে। তাই চুজ ইয়োর ফ্রেন্ডস হু হ্যাভ হেলদি হেবিটস।

আর আমি বলি...
আতর বিক্রেতার সাথে মিশলে আপনি না চাইলেও দেখবেন আপনার গা থেকে হালকা খুশবু বের হবে। আর কয়লার ডিলারের সাথে মিশলে দেখবেন না চাইলেও আপনার সফেদ কাপড়ের ইতিউতি কালি লেগে যাবে।

সংগ ব্যাপারটা আসলেই ইম্পর্ট্যান্ট। কারন মারফিও বলসেন, "তোমার চে আহাম্মক (মতান্তরে সাহসী) কারো সাথে ট্রেঞ্চ শেয়ার করবা না, কারন এই আহাম্মক নিজেরে জাহির করতে গিয়া হুদাই এনিমির দৃস্টি আকর্ষন করবে আর মুফতে নিজের জান কোরবান করবে, সাথে তুমিও খাল্লাস।"
:-P

পুনশ্চঃ
কারা আপনারে পচাইতে ব্যাকুল তাদের চিনুন আর তাদের প্রতি লক্ষ্য রাখুন; পারলে এদের গন্ডির বাইরে থাকুন। মোরাল বুস্টিং একটা এনভাইরোনমেন্ট আপনার যথাযথ বিকাশের জন্য খুবই ইম্পর্ট্যান্ট।

পুনঃ পুনশ্চঃ
অথবা আপনার ফ্রেন্ডলিস্টের চুতিয়া পাব্লিক/সাইলেন্ট হেইটার/ব্যাক বাইটারদের সামনে রেখে আপনি আপনার কাজে ডেডলি ফোকাসড থাকুন আর সাকসেসফুল হোন। কারন আপনার সাকসেসই বেস্ট রিভেঞ্জ।

কথায় আছে সাকসেস ইজ লাইক শিট, নিজেরটা ওকে, কিন্তু অন্যেরটায় অসহ্য দুর্গন্ধ! :-P

মন্তব্য ৪৪ টি রেটিং +১১/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫০

সামিয়া বলেছেন: খুবিই ভালো পোস্ট

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫০

ডি এইচ খান বলেছেন: আপনাকে ধন্যবাদ

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৩

জনৈক অচম ভুত বলেছেন: কথা মন্দ বলেননি। সাবধান থাকলাম। ;)

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫১

ডি এইচ খান বলেছেন: ভুত
সা ব ধা ন !!!

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০১

প্লাবন২০০৩ বলেছেন: "কথায় আছে সাকসেস ইজ লাইক শিট, নিজেরটা ওকে, কিন্তু অন্যেরটায় অসহ্য দুর্গন্ধ! :-P"
দারুন কথা, আর দারুন লেখা।

শুভেচ্ছা রইল।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫১

ডি এইচ খান বলেছেন: প্লাবন
ধন্যবাদ ভাই।

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৮

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: সংবিধিবন্ধ সতর্কীকরণঃ- চুতিয়া পাব্লিক/সাইলেন্ট হেইটার/ব্যাক বাইটার আপনার জন্য হুমকি সরুপ! সুতরাং এদের থেকে যতটা সম্ভব ৫০০ হাত দূরে থাকুন! আর কাছে আশার চেষ্টা করলে পিটাইয়া ডাইরেক্ট বঙ্গোপসাগরে নিক্ষেপ করুন! ;)

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫২

ডি এইচ খান বলেছেন: টাইগার

গুড আইডিয়া

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩২

মৃদুল শ্রাবন বলেছেন: কথায় আছে সাকসেস ইজ লাইক শিট, নিজেরটা ওকে, কিন্তু অন্যেরটায় অসহ্য দুর্গন্ধ!


অস্থির।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৩

ডি এইচ খান বলেছেন: ধন্যবাদ অস্থির শ্রাবন ভাই
:)

৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৭

গেম চেঞ্জার বলেছেন: সাকসেস ইজ লাইক শিট, নিজেরটা ওকে, কিন্তু অন্যেরটায় অসহ্য দুর্গন্ধ! :-P

৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৪

সাধারন বাঙালী বলেছেন: অসাধারন

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৪

ডি এইচ খান বলেছেন: ধন্যবাদ ভাই

৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৬

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: আপনি মন্তব্যের প্রতিউত্তর এভাবে করছেন কেন?


উপরের ছবিটা লক্ষ করুন?
ঐখানে ক্লিক করার পরে যে ফাঁকা ঘরটি আসবে সেখানে ক্লিক করে তারপর আপনার কাঙ্খিত মন্তব্যটি লিখে নিচে 'মন্তব্য প্রকাশ করুন' এ ক্লিক করলেই যার মন্তব্য তার প্রতিউত্তর হয়ে যাবে!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৫

ডি এইচ খান বলেছেন: ভাই, আমি আমার মোবাইল (নোট ৩) থেকে কমেন্টের উত্তর দিচ্ছিলাম। ওখানে এই অপশনটা নেই।
ধন্যবাদ ভাই

৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১০

হাসান মাহবুব বলেছেন: ভালা লিখসেন।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৮

ডি এইচ খান বলেছেন: মাহবুব ভাই
আছেন ক্যামন?

১০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৮

কল্লোল পথিক বলেছেন: কথা মন্দ নয়।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৯

ডি এইচ খান বলেছেন: ধন্যবাদ ভাই।

১১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৩

রানার ব্লগ বলেছেন: হুম ভালো বলেছেন ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৯

ডি এইচ খান বলেছেন: ধন্যবাদ ভাই

১২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৭

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

অনেক ঝাঁঝ!..... ভালো লাগলো বক্তব্য।


কিন্তু পরিস্থিতি এমন যে... চারপাশের প্রায় সকলেই নেতিবাচক মানসিকতার। তাই এদের মধ্যে নিজের ইতিবাচকতাকে টিকিয়ে রাখাটা একটু কঠিনই।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১১

ডি এইচ খান বলেছেন: আপনি খুব সুন্দর করে বলেন ভাই।

আমার হেইটার বন্ধুরা পড়ে নিশ্চয় বলতেছে
বুলশিট, এই শিটের আরো বেশি দূর্গন্ধ যদিও

অবশ্য
হু কেয়ারস ভাই।

১৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪১

ফেরদৌসা রুহী বলেছেন: খুব ভাল বলেছেন।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১১

ডি এইচ খান বলেছেন: ধন্যবাদ আপু

১৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:০৮

সাকিল আল মামুন বলেছেন: :D

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১২

ডি এইচ খান বলেছেন: :)

১৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১৩

ইমরাজ কবির মুন বলেছেন:
good post.

১৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৩

উল্টা দূরবীন বলেছেন: সাকসেস ইজ লাইক শিট, নিজেরটা ওকে, কিন্তু অন্যেরটায় অসহ্য দুর্গন্ধ! ওজনদার কথা।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৩

ডি এইচ খান বলেছেন: ভাই, কথাটা কিন্তু নেট থেকে পাওয়া, আমার না।

১৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৮

বিজন রয় বলেছেন: সচেতন।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৭

ডি এইচ খান বলেছেন: ধন্যবাদ ভাই

১৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৭

অগ্নি সারথি বলেছেন: সহমত। ভাল লিখেছেন।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৭

ডি এইচ খান বলেছেন: ধন্যবাদ ভাই

১৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪০

প্রামানিক বলেছেন: ঘটনাগুলো খুবই মজা লাগল। নিচের বাক্যটিও মূল্যবান।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৮

ডি এইচ খান বলেছেন: ধন্যবাদ ভাই

২০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০০

মাঘের নীল আকাশ বলেছেন: ভাল বলেছেন!

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৮

ডি এইচ খান বলেছেন: ধন্যবাদ ভাই

২১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
খুব ঝাঝালো পোস্ট।

তবে কথাগুলো ১০০% সত্য।

ধন্যবাদ আপনাকে।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৯

ডি এইচ খান বলেছেন: অনেক ধন্যবাদ ভাই আপনাকে

২২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৪

বাংলার জামিনদার বলেছেন: দারুন লিখছেন। শেষের কথা তো গুল্লি।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৮

ডি এইচ খান বলেছেন: আপনাকে ধন্যবাদ ভাই

২৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৩

দেওয়ান কামরুল হাসান রথি বলেছেন: অনেক ঝাঝালো পোস্ট ভ্রাতা। এখনও জ্বলছে। :D

পোস্টে ++++

২৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২৫

ডি এইচ খান বলেছেন: ধন্যবাদ, ভাই রথি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.