নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অসংখ্য মানুষের ভালবাসা বা ভূয়সী প্রশংসা প্রত্যাশা করি না, প্রচুর গালি আর প্রচুর অসভ্যতা সহ্য করি।

আমি মানব অতএব আমার মধ্যে থাকবে মানবতা

ডানপিঠে নিশাচর

আমি কোন কবি নই, আমি কোন সাহিত্যিক-ও নই। তবুও মাঝে মাঝে এক একটি গভীর রাতের কিছুটা সময় আমার আঙুল প্রসব করে গল্প, ছোট গল্প, অনুগল্প, কবিতা নাম না জানা আমার আরোও অনেক সন্তান। এড়া ছড়িয়ে ছিটিয়ে চতুর্দিকে। যারা যে নামেই ডাকুক না কেন আমি বিরক্ত হই না। আমি সাহিত্য পড়ি না। জন্ম দেই। আমি জীবন থেকে নেই না্, বরং জীবন আমার থেকে নেয়। আমি মোটেও কেউকেটা নই, কীটস্ব-কীট আমি। আমার ধনবল নেই, শিক্ষা গৌরব নেই। আমি প্রকৃতি থেকে শিখি । বই পড়ে শিখি । অন্যের কথা শুনে শিখি । বাস্তব অভিজ্ঞতা থেকে শিখি । বিভিন্ন উৎসে বিচরন করি । জানার চেষ্টা করি । এভাবে লেখার রসদ সংগ্রহ করি । তারপর নিজের ভাবনা, বোধ, বিশ্বাস, অভিব্যক্তি দিয়ে মাঝেমধ্যে লেখার চেষ্টা করি । এক্ষেত্রে কিছু যোগ-বিয়োগ করি ।

ডানপিঠে নিশাচর › বিস্তারিত পোস্টঃ

যৌথ সমস্যা

০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:০৭

প্রবাদে আছে-

“দুষ্ট গরুর চেয়ে শুন্য গোয়াল শ্রেয়”

এখানে গরু উপমাটি রুপক অর্থে ধরলে যা দাড়ায় তা হল জীবনের প্রতিটি ক্ষেত্রে যখন দুষ্টদের সাখ্যতা প্রপ্তি হবে সেক্ষেত্রে এদের যতটা সম্ভব এড়িয়ে চলা-ই শ্রেয় আর না হলে তারা আপনাকে তাদের দুষ্টতা দ্বারা আপনাকে দুষ্ট-এর কাতারে নামাবে এবং তাদের দুষ্টতা দিয়ে আপনাকেও দুষ্ট প্রমাণিত করবে ।



কোন এক মনীষী বলেছেন

“এমন কারো সাথে ভ্রমন করো যে-কি-না তোমার চেয়ে ভাল অথবা তোমার সমকক্ষ আর তা যদি সম্ভব না হয় তবে একা একা ভ্রমন করো”

এখন এখানে ভ্রমন উপমাটিকে রুপক আর্থে ধরলে যে বিষয়টা দাড়ায় তা হলো,

যদি যৌথ কোন কিছু করার প্রয়োজন হয় সেক্ষেত্রে যার সাথে কাজটি করছেন সে আপনার চেয়ে ভাল অথবা আপনার মতো করে চিন্তা করে সে বিষয়টা নিশ্চিত হওয়া ভাল ।

আর না হলে যতক্ষন ঐ যৌথ বন্ধনে আছেন ততক্ষন ছাড়, sacrifice, compromise এর নামে অসহ্য যন্ত্রনা ভোগ করার ধৈর্য থাকতে হবে ।

অনেকটা বমি (Vomit) করার অনুভূতি যেন বমি (Vomit) করলেই শান্তি কিন্তু বমি (Vomit) তো এমন অবস্থায় আছে যে না উদ্গীরন হচ্ছে না গলধকরন হচ্ছে ।

আমি আমার জীবনে একটা তত্বের চর্চা করি তা হলো

“যার সাথে সংসার করা সম্ভব না তার সাথে পিরিতি বাড়াইবার প্রয়োজন বোধ করি না” ।

কথাটি একটু তিক্ত হলেও সত্যি ।

আমার বন্ধু-বান্ধব-ঘনিষ্ট জনদের পরিসর ক্ষুদ্র এবং আমি তাদের প্রত্যেকের দর্শনের ব্যাপারে নিশ্চিত ।

এক কথায় আমার আশে-পাশের মানুষ গুলো সম্পর্কে আমি অভিহিত ।

আমি বাছাই করে আমার পথের সহযাত্রী নির্বাচন করি, তা তার সাথে যে পথে যতটুকু পথ-ই পাড়ি দিতে হয় ।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর-ও এ বিষয়টি হয়তো বুঝতে পেরেছিলেন !

আর তাইতো উনার লেখা অসাধারন গানগুলোর মাঝে এ নিয়ে ২টি গান স্থান পেয়ছে ।

এক্ষেত্রে যারা আমার সাথে একমত হবেন তাদের জন্য

“যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে”

আর যারা হবে না তাদের জন্য

“আমি জেনে শুনে বিষ করেছি পান” ।



ইংরেজী দুটি শব্দ Confidence এবং Over Confidence এর মধ্যে আমি প্রথমটিকেই প্রধান্য দিই ।

কারন আমি মনে করি,

আমি কিছু জানি সে আত্মবিশ্বাস আমার আছে এবং স্বাভাবিকভাবে এটি-ও বিশ্বাস করি যে অন্য কেউ আমার চেয়ে বেশি কিছু জানতে পারে।

সে ক্ষেত্রে যারা নিজেকে Over Confidence মনে করে তাদের সাথে পথচলার মতো জ্ঞানী হবার স্পর্ধা আমি দেখাই না ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১৩ রাত ২:১৫

পাঠক১৯৭১ বলেছেন: আপনি অতি জ্ঞানী মানুষ; আপনার জ্ঞান কি RAM এ থাকে, নাকি Hard Drive এ থাকে?

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৮

ডানপিঠে নিশাচর বলেছেন: আপনার জ্ঞান RAM এবং Hard Drive এর বাহিরে নিয়ে আসুন তাহলে আশা করি বুঝে যাবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.