নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অসংখ্য মানুষের ভালবাসা বা ভূয়সী প্রশংসা প্রত্যাশা করি না, প্রচুর গালি আর প্রচুর অসভ্যতা সহ্য করি।

আমি মানব অতএব আমার মধ্যে থাকবে মানবতা

ডানপিঠে নিশাচর

আমি কোন কবি নই, আমি কোন সাহিত্যিক-ও নই। তবুও মাঝে মাঝে এক একটি গভীর রাতের কিছুটা সময় আমার আঙুল প্রসব করে গল্প, ছোট গল্প, অনুগল্প, কবিতা নাম না জানা আমার আরোও অনেক সন্তান। এড়া ছড়িয়ে ছিটিয়ে চতুর্দিকে। যারা যে নামেই ডাকুক না কেন আমি বিরক্ত হই না। আমি সাহিত্য পড়ি না। জন্ম দেই। আমি জীবন থেকে নেই না্, বরং জীবন আমার থেকে নেয়। আমি মোটেও কেউকেটা নই, কীটস্ব-কীট আমি। আমার ধনবল নেই, শিক্ষা গৌরব নেই। আমি প্রকৃতি থেকে শিখি । বই পড়ে শিখি । অন্যের কথা শুনে শিখি । বাস্তব অভিজ্ঞতা থেকে শিখি । বিভিন্ন উৎসে বিচরন করি । জানার চেষ্টা করি । এভাবে লেখার রসদ সংগ্রহ করি । তারপর নিজের ভাবনা, বোধ, বিশ্বাস, অভিব্যক্তি দিয়ে মাঝেমধ্যে লেখার চেষ্টা করি । এক্ষেত্রে কিছু যোগ-বিয়োগ করি ।

ডানপিঠে নিশাচর › বিস্তারিত পোস্টঃ

কোথায় তুমি মানবতা ?

২৮ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

কোথায় তুমি মানবতা ?





তাকাও আমার আমার দিকে,

আমি প্রেমের কবিতা লিখতেই পছন্দ করতাম ।



রঙধনু আর নানারঙ প্রজাপতি আঁকতাম,

ঘ্রান নিতাম টাটকা গোলাপ-কুড়ির,

আর মনানন্দে নাচতাম ।



পছন্দ করতাম অনুভব করতে,

চোখ বন্ধ করতেই জেগে উঠবো আবার

শিশুর নিষ্পাপ হাসিতে ।



তাদের হাতে থাকবেনা

কোন ককটেল আর হাতবোমা ।



বাসনা ছিল-- শোনাবো তাদের

বহু দূর দেশের স্হলপদ্মের মতো সব

পরীদের গল্প,

কোনও লালন ভাষ্কর্য বা শহীদ মিনার ভাঙার কাহিনী নয়



অথচ্

কী ভাবে তা পারতাম আমি ?



আমার হৃৎপিন্ডে গেথেঁ আছে এক খঞ্জর

নুয়ে পড়ছি, কাঁদছি আমি

আর কষ্ট পাচ্ছি,

যন্ত্রনায় কুঁকড়ে যাচ্ছি,

রক্ত ঝরছে রক্ত ঝরছে।



'মানবতা, কোথায় তুমি ?'



কেন ঘুরিয়ে নিয়েছো মুখ ?

কেন তাকিয়ে আছো অন্যদিকে?

এখানে আমি

এই বাংলার পথে পথে

হতাশায় মুষড়ে পড়ছি ।



কোথায় তুমি মানবতা ?

তাকাও এদিকে

দ্যাখো আমাকে

আমি এখানে

এই বাংলার পথে পথে

হা-হুতাশ করছি

যন্ত্রনায় কুঁকড়ে যাচ্ছি

আর কাঁদছি



মানবতা, অনেক হলো---

মুখ ঘুড়িয়ে আছো অন্যদিকে !

ফিরিয়ে নিয়েছো

শ্রবনরোহিত কান

অন্ধ চোখ

যখন বিপন্ন আমি

বেচারী হৃদয় আমার

ক্রমশ ঢলে পড়ছে মৃত্যুর কোলে..

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২১

েফরারী এই মনটা আমার বলেছেন: বাংলাদেশ সহ সারা বিশ্বের সকল মুসলমানের জন্য জরুরী....
Click This Link

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৪

ডানপিঠে নিশাচর বলেছেন: আমার লেখা সব মানুষদের জন্য । হিন্দু-মুসলমান নির্বিশেষে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.