নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অসংখ্য মানুষের ভালবাসা বা ভূয়সী প্রশংসা প্রত্যাশা করি না, প্রচুর গালি আর প্রচুর অসভ্যতা সহ্য করি।

আমি মানব অতএব আমার মধ্যে থাকবে মানবতা

ডানপিঠে নিশাচর

আমি কোন কবি নই, আমি কোন সাহিত্যিক-ও নই। তবুও মাঝে মাঝে এক একটি গভীর রাতের কিছুটা সময় আমার আঙুল প্রসব করে গল্প, ছোট গল্প, অনুগল্প, কবিতা নাম না জানা আমার আরোও অনেক সন্তান। এড়া ছড়িয়ে ছিটিয়ে চতুর্দিকে। যারা যে নামেই ডাকুক না কেন আমি বিরক্ত হই না। আমি সাহিত্য পড়ি না। জন্ম দেই। আমি জীবন থেকে নেই না্, বরং জীবন আমার থেকে নেয়। আমি মোটেও কেউকেটা নই, কীটস্ব-কীট আমি। আমার ধনবল নেই, শিক্ষা গৌরব নেই। আমি প্রকৃতি থেকে শিখি । বই পড়ে শিখি । অন্যের কথা শুনে শিখি । বাস্তব অভিজ্ঞতা থেকে শিখি । বিভিন্ন উৎসে বিচরন করি । জানার চেষ্টা করি । এভাবে লেখার রসদ সংগ্রহ করি । তারপর নিজের ভাবনা, বোধ, বিশ্বাস, অভিব্যক্তি দিয়ে মাঝেমধ্যে লেখার চেষ্টা করি । এক্ষেত্রে কিছু যোগ-বিয়োগ করি ।

ডানপিঠে নিশাচর › বিস্তারিত পোস্টঃ

চলতে পথে

২৯ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৮

চলতে পথে.



যখন আমি হারিয়েছি পথ

জীবনের গলি পথে,

তখন আমায় নাওনি তো খোঁজে

দিন পেরিয়েও রাতে।



সরিয়ে নিয়েছিলে হাতখানি তোমার

যখন ধরেছি তোমার কোমল হাতে,

দাওনি পাড়ি এতটুকুও পথ

আমার সাথে একই সাথে।





আমি কত-শতবার হরিয়েছি পথে

কেটেছে- অজস্র দিন রাত,

তখন- কেউ করেনি খোঁজ আমার

কেউ ধরেনিতো এই হাত।



পৃথিবী আমায় দিয়েছিলো আঘাত

আঘাতে-আঘাতে কেটেছে দিন-রাত,

একাকীত্ব যখন ঘিরেছিলো আমায়

আপন ছায়া-ই শুধু দিয়েছে যে সাথ।





এখন আমি হারাই-না-কো আর

জীবনের গলি পথে,

জানতে চাইনা কে রাখে খোঁজ মোর

দিনে কিংবা রাতে।



খুঁজিনা আর হাতখানি তোমার

হাত রাখতে ঐ কোমল হাতে,

চলতে পথে এমন কাউকে

আর আশা করি না-কো সাথে ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২২

পেন্সিল চোর বলেছেন: ++++++ দিলাম। যদিও অপশন ডা কাজ করতেছে না!!

২| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:২৮

মামুন রশিদ বলেছেন: সুন্দর কবিতা, ভালো লেগেছে ।

৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৩

ডানপিঠে নিশাচর বলেছেন: ধন্যবাদ মামুন ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.