নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অসংখ্য মানুষের ভালবাসা বা ভূয়সী প্রশংসা প্রত্যাশা করি না, প্রচুর গালি আর প্রচুর অসভ্যতা সহ্য করি।

আমি মানব অতএব আমার মধ্যে থাকবে মানবতা

ডানপিঠে নিশাচর

আমি কোন কবি নই, আমি কোন সাহিত্যিক-ও নই। তবুও মাঝে মাঝে এক একটি গভীর রাতের কিছুটা সময় আমার আঙুল প্রসব করে গল্প, ছোট গল্প, অনুগল্প, কবিতা নাম না জানা আমার আরোও অনেক সন্তান। এড়া ছড়িয়ে ছিটিয়ে চতুর্দিকে। যারা যে নামেই ডাকুক না কেন আমি বিরক্ত হই না। আমি সাহিত্য পড়ি না। জন্ম দেই। আমি জীবন থেকে নেই না্, বরং জীবন আমার থেকে নেয়। আমি মোটেও কেউকেটা নই, কীটস্ব-কীট আমি। আমার ধনবল নেই, শিক্ষা গৌরব নেই। আমি প্রকৃতি থেকে শিখি । বই পড়ে শিখি । অন্যের কথা শুনে শিখি । বাস্তব অভিজ্ঞতা থেকে শিখি । বিভিন্ন উৎসে বিচরন করি । জানার চেষ্টা করি । এভাবে লেখার রসদ সংগ্রহ করি । তারপর নিজের ভাবনা, বোধ, বিশ্বাস, অভিব্যক্তি দিয়ে মাঝেমধ্যে লেখার চেষ্টা করি । এক্ষেত্রে কিছু যোগ-বিয়োগ করি ।

ডানপিঠে নিশাচর › বিস্তারিত পোস্টঃ

একদিন তাই হবো আমি

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৭

যা হতে চাই--- একদিন সেটাই আমি হবো ,

একদিন আমি একটা পাখি হয়ে যাবো

আর আমার না-হয়ে ওঠা থেকে ছিনিয়ে আনবো ওঠা

যত বেশি দিন পুড়তে থাকবে আমার ডানা দু’টা,

ভষ্মস্তুপ থেকে জেগে উঠে—

ততই সত্যের কাছাকাছি হবো ।



আমার দেহ আর আমিত্বকে পরিহার করেছি আমি

অর্থময়োতার দিকে আমার প্রথম অভিযাত্রা সম্পন্ন করবো বলে;

যা দগ্ধ করেছিল আমাকে, আর করে তুলেছিল বিষন্ন ।

যা হতে চাই-- একদিন তাই হবো আমি



আমিই স্বপ্নবানদের কথোপকথন ।

আমিই অনুপস্থিত ।

আমিই স্বর্গীয় বিধর্মী ।

একদিন তাই হবো আমি--- যা হতে চাই



একদিন আমি কবি হবো

আমার কাব্যভাষা হবে রুপক প্রকাশের রুপক,

অনুগত হবো যেভাবে হয় অন্তর্দৃষ্টির ভেতরের জল ।

অতএব কোনও স্থানের প্রতি বিষোদগারও করবো না

কোনও স্থানে স্থিরও থাকবো না;

স্থানই আমার পাপ আর আমার ছল ।



ওখান থেকে এসেছি আমি ,

এখানে বলতে আমার যা কিছু

তারা আমার পদক্ষেপন থেকে লাফ মেরে ঢুকে পড়ছে আমার কল্পনায়...

আমি সেই জন যে ছিলাম আমি কিংবা একদিন যে আমি হয়ে উঠবো,

তৈরী হবো আর অন্তহীনের আঘাতে

পবর্ধনীয় ফাঁকা পরিসরের ভেতরে টুকরো টুকরো হয়ে ভেঙ্গে পড়বো ।



একদিন সেটাই হবো--- যা হতে চাই ।

একদিন দ্রাক্ষালতা হবো ।

এমনকী, এখনই গ্রীষ্ম আমাকে পরিশ্রুত করুক,

আর ঝাড়বাতির আলোকসজ্জায় সজ্জিত করে অমৃত এই ভূখন্ডে

পথচারীদের পান করতে দাও আমার দ্রক্ষাসুধা !

আমি সেই বার্তা আর বার্তাবাহকও আমিই ।

আমি সেই ছোট্ট ঠিকানা আর আমিই ডাকে আসা সেই চিঠি ।



একদিন তা-ই হবো আমি--- যা হতে চাই ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৪৩

মামুন রশিদ বলেছেন: সুন্দর লিখেছেন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.