নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অসংখ্য মানুষের ভালবাসা বা ভূয়সী প্রশংসা প্রত্যাশা করি না, প্রচুর গালি আর প্রচুর অসভ্যতা সহ্য করি।

আমি মানব অতএব আমার মধ্যে থাকবে মানবতা

ডানপিঠে নিশাচর

আমি কোন কবি নই, আমি কোন সাহিত্যিক-ও নই। তবুও মাঝে মাঝে এক একটি গভীর রাতের কিছুটা সময় আমার আঙুল প্রসব করে গল্প, ছোট গল্প, অনুগল্প, কবিতা নাম না জানা আমার আরোও অনেক সন্তান। এড়া ছড়িয়ে ছিটিয়ে চতুর্দিকে। যারা যে নামেই ডাকুক না কেন আমি বিরক্ত হই না। আমি সাহিত্য পড়ি না। জন্ম দেই। আমি জীবন থেকে নেই না্, বরং জীবন আমার থেকে নেয়। আমি মোটেও কেউকেটা নই, কীটস্ব-কীট আমি। আমার ধনবল নেই, শিক্ষা গৌরব নেই। আমি প্রকৃতি থেকে শিখি । বই পড়ে শিখি । অন্যের কথা শুনে শিখি । বাস্তব অভিজ্ঞতা থেকে শিখি । বিভিন্ন উৎসে বিচরন করি । জানার চেষ্টা করি । এভাবে লেখার রসদ সংগ্রহ করি । তারপর নিজের ভাবনা, বোধ, বিশ্বাস, অভিব্যক্তি দিয়ে মাঝেমধ্যে লেখার চেষ্টা করি । এক্ষেত্রে কিছু যোগ-বিয়োগ করি ।

ডানপিঠে নিশাচর › বিস্তারিত পোস্টঃ

জ্যামিতিক প্রণয়

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১২:৫৭



তোমাকে ঘিরে আমার আবর্তন

যেমন কেন্দ্রকে ঘিরে বৃত্ত,

তোমার আমার মাঝে আবার,

আছে ব্যাসার্ধ্য সমান দুরত্ব।



দুরত্বের পরোয়া, করেনি কভু

আমার পাগল এ চিত্ত,

তোমার স্বপ্নে বিভোর সদা

করেছে মাতাল নৃত্ত্ব।



সেই দুরত্ব ভেঙে গেলে বহুদূরে

আমাকে করে একা,

বিন্দু হয়ে ছুটেছিলাম বহুদূরে

আবার, পেতে তোমার দেখা।

ছুটতে ছুটতে বুঝিনি কখন

হয়েগেছি সরলরেখা!



ভেবেছিলাম সম্পাদ্য, হবে এ প্রণয়

মোদের চিত্রে হবে তা প্রমান,

এখন তোমায় স্বপ্নে দেখে দেখে,

করি সে স্বপ্নের রোমন্থন।



এখন

বললে কথা হয় পদ্য

লিখলে হয় গদ্য

সম্পাদ্য যা করতে চেয়েছিলাম

হয়েছে তা উপপাদ্য।



আমার এ জ্যা মেলেনি কেন্দ্রে

হয়নি ওঠেনি তা আর ব্যাস,

সম্পাদ্য তা হলো-না তো-আর

শুধু একটা কাল্পনিক উপপাদ্যই রইলো অবশেষ।



কল্পনাতে, তোমাতে আমাতে

মিলে আঁকি এক লম্ব

তোমার অতল অনুভূমিক স্মৃতিতে দাড়িয়ে

আমি চিরকাল শুধু এক উলম্ব।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০২ রা জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩১

মামুন রশিদ বলেছেন: সুন্দর ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.