নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অসংখ্য মানুষের ভালবাসা বা ভূয়সী প্রশংসা প্রত্যাশা করি না, প্রচুর গালি আর প্রচুর অসভ্যতা সহ্য করি।

আমি মানব অতএব আমার মধ্যে থাকবে মানবতা

ডানপিঠে নিশাচর

আমি কোন কবি নই, আমি কোন সাহিত্যিক-ও নই। তবুও মাঝে মাঝে এক একটি গভীর রাতের কিছুটা সময় আমার আঙুল প্রসব করে গল্প, ছোট গল্প, অনুগল্প, কবিতা নাম না জানা আমার আরোও অনেক সন্তান। এড়া ছড়িয়ে ছিটিয়ে চতুর্দিকে। যারা যে নামেই ডাকুক না কেন আমি বিরক্ত হই না। আমি সাহিত্য পড়ি না। জন্ম দেই। আমি জীবন থেকে নেই না্, বরং জীবন আমার থেকে নেয়। আমি মোটেও কেউকেটা নই, কীটস্ব-কীট আমি। আমার ধনবল নেই, শিক্ষা গৌরব নেই। আমি প্রকৃতি থেকে শিখি । বই পড়ে শিখি । অন্যের কথা শুনে শিখি । বাস্তব অভিজ্ঞতা থেকে শিখি । বিভিন্ন উৎসে বিচরন করি । জানার চেষ্টা করি । এভাবে লেখার রসদ সংগ্রহ করি । তারপর নিজের ভাবনা, বোধ, বিশ্বাস, অভিব্যক্তি দিয়ে মাঝেমধ্যে লেখার চেষ্টা করি । এক্ষেত্রে কিছু যোগ-বিয়োগ করি ।

ডানপিঠে নিশাচর › বিস্তারিত পোস্টঃ

হয়তো একদিন

১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১১





হয়তো একদিন আমারও হবে

নিজস্ব একটা DSLR

থাকবে হাতে দামি ROLAX ঘড়ি

শুধু থাকবেনা হাতে সময়

আর পেরিয়ে যাওয়া মুহুর্তেরা

ঐ DSLRএ বন্দী করার।



হয়তো একদিন আমিও চড়ে বেড়াব

রাস্তায় নিয়ে নিজস্ব অভিজাত TOYOTA CAR

আমার পাশের সিটটা হয়তো খালিই রবে,

তখন থাকবে না কেউ সেখানে বসাবার ।



হয়তো একদিন রাজধাণীর অভিজাত পাড়ায়

বিলাসবহুল সুউচ্চো দালানকোঠা-ও হবে আমার

অনন্তকাল ঐ দালানে

হয়তো সুযোগ হবে না থাকার।



হয়তো একদিন আমারও সামর্থ হবে

বাজারের দামি গীটার কেনার

হয়তোবা তখন করতে পারবো না স্বজোরে চিৎকার

বাজানোর ধৈর্য্য-ও হয়তো থাকবেনা তখন আর।



একদিন হয়তো আমার পথচেয়ে বসে রবে তুমি

হয়তো সেদিন আর ফিরবোনা আমি ।



হয়তো ঐ ‘একদিন’ এর দেখা পাওয়ার আগেই

সময় আসতে পারে আমার

এ পৃথিবীকে বিদায় জানাবার।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.