নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অসংখ্য মানুষের ভালবাসা বা ভূয়সী প্রশংসা প্রত্যাশা করি না, প্রচুর গালি আর প্রচুর অসভ্যতা সহ্য করি।

আমি মানব অতএব আমার মধ্যে থাকবে মানবতা

ডানপিঠে নিশাচর

আমি কোন কবি নই, আমি কোন সাহিত্যিক-ও নই। তবুও মাঝে মাঝে এক একটি গভীর রাতের কিছুটা সময় আমার আঙুল প্রসব করে গল্প, ছোট গল্প, অনুগল্প, কবিতা নাম না জানা আমার আরোও অনেক সন্তান। এড়া ছড়িয়ে ছিটিয়ে চতুর্দিকে। যারা যে নামেই ডাকুক না কেন আমি বিরক্ত হই না। আমি সাহিত্য পড়ি না। জন্ম দেই। আমি জীবন থেকে নেই না্, বরং জীবন আমার থেকে নেয়। আমি মোটেও কেউকেটা নই, কীটস্ব-কীট আমি। আমার ধনবল নেই, শিক্ষা গৌরব নেই। আমি প্রকৃতি থেকে শিখি । বই পড়ে শিখি । অন্যের কথা শুনে শিখি । বাস্তব অভিজ্ঞতা থেকে শিখি । বিভিন্ন উৎসে বিচরন করি । জানার চেষ্টা করি । এভাবে লেখার রসদ সংগ্রহ করি । তারপর নিজের ভাবনা, বোধ, বিশ্বাস, অভিব্যক্তি দিয়ে মাঝেমধ্যে লেখার চেষ্টা করি । এক্ষেত্রে কিছু যোগ-বিয়োগ করি ।

ডানপিঠে নিশাচর › বিস্তারিত পোস্টঃ

অন্তমিলহীন কবিতা

১৫ ই জুন, ২০১৪ রাত ১০:০১

অভিমান

========

হয়তো বা আর কোনদিন দেখবেনা তুমি এই আমায়!

বৃষ্টি ভেজা সন্ধ্যাতে কিংবা তপ্ত দুপুরে বটের ছায়ায়।



হয়তো আমার কাধেঁ হাত রেখে গুটি পায়ে হেঠে হেঠে

অভিদা আর আসবেনা আমার সাথে

শাহবাগ মোড় থেকে অপরাজেয় বাংলায়,

আসবেনা প্রভাতে এসনকি জোছনা রাতে।



তপ্ত দুপুরে প্রখর রোদে যখন তরুনীর মুখখানি হয়ে থাকে ম্লান

কিংবা যখন প্রবল ঝড়ে পথহারা পাখিটাও পাবে নীড়ের সন্ধ্যান

তখনও না।



গোধুলিতেও আসবোনা আমি এই রমনার বটতলাতে।

হয়তোবা সন্ধ্যায় জ্বালতে আলো জোনাকি-রা আসবে সেথা,

আর ঝিঁঝি-পোকারা-ও আসবে, সারারাত তোমার সনে বলতে কথা!



এভাবেই কেটে যাবে রাত, তারপর

ভোরের পাখিরা শুনাবে তোমায় ঘুম ভাঙানোর গান

গাছের শাখা-প্রশাখার পত্র-পল্লবেরা ফিরে পাবে প্রাণ।

ঘুমন্ত পৃথিবী আবার জেগে উঠবে

তার সাথে জেগে রবে

এ বুকের ভেতরে থাকা যত অভিমান।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.