নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অসংখ্য মানুষের ভালবাসা বা ভূয়সী প্রশংসা প্রত্যাশা করি না, প্রচুর গালি আর প্রচুর অসভ্যতা সহ্য করি।

আমি মানব অতএব আমার মধ্যে থাকবে মানবতা

ডানপিঠে নিশাচর

আমি কোন কবি নই, আমি কোন সাহিত্যিক-ও নই। তবুও মাঝে মাঝে এক একটি গভীর রাতের কিছুটা সময় আমার আঙুল প্রসব করে গল্প, ছোট গল্প, অনুগল্প, কবিতা নাম না জানা আমার আরোও অনেক সন্তান। এড়া ছড়িয়ে ছিটিয়ে চতুর্দিকে। যারা যে নামেই ডাকুক না কেন আমি বিরক্ত হই না। আমি সাহিত্য পড়ি না। জন্ম দেই। আমি জীবন থেকে নেই না্, বরং জীবন আমার থেকে নেয়। আমি মোটেও কেউকেটা নই, কীটস্ব-কীট আমি। আমার ধনবল নেই, শিক্ষা গৌরব নেই। আমি প্রকৃতি থেকে শিখি । বই পড়ে শিখি । অন্যের কথা শুনে শিখি । বাস্তব অভিজ্ঞতা থেকে শিখি । বিভিন্ন উৎসে বিচরন করি । জানার চেষ্টা করি । এভাবে লেখার রসদ সংগ্রহ করি । তারপর নিজের ভাবনা, বোধ, বিশ্বাস, অভিব্যক্তি দিয়ে মাঝেমধ্যে লেখার চেষ্টা করি । এক্ষেত্রে কিছু যোগ-বিয়োগ করি ।

ডানপিঠে নিশাচর › বিস্তারিত পোস্টঃ

অন্তমিলহীন কবিতা

২৫ শে জুন, ২০১৪ রাত ১২:১০

প্রশ্ন



তুমি কি আমার মৃত্যু দূত?

আমার পরম শত্রু?



নাহ!

মোটেও তা-নও তুমি।

কিন্তু আমার পরম বন্ধু-ও তো-নও তুমি!



কেন জানি প্রয়াসই মনে হয়

তুমি মরিচীকা আর আমি মরুভূমি!



তুমি কি সাইক্লোন, জলোচ্ছাস,

মৃত্যুর মিছিলে করো-কি উল্লাস?

নাকি জীবনের পথে পুতে রাখা স্থল-মাইন?

একটি মৃত্যু, একটি ভুমিকা,

নাকি শুধু একটি অ-লিখিত আইন?



তুমি কি ওই রাজহংসী,

নাকি তপ্ত দুপুরে ডানা-মেলা গাঙচিল?

তোমার রক্ত হলুদ, নীল

সবুজ, শাদা, মেরুন নাকি অশ্লীল?



কোন প্রশ্নেরই উত্তর পাই না

তবুও, ভালবেসে তোমায়

মুহূর্তের মধ্যে নিস্প্রান দেহ প্রাণ ফিরে পায়,

তোমার-ই প্রতিক্ষায় অকূলে জেগে রয়;

ঘুমন্ত স্বর্গে কিংবা জীবন্ত নরকে

যেখানেই রাখি এ হৃদয়।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০১৪ রাত ১২:৩৯

পরিবেশ বন্ধু বলেছেন: কবিতায় ভাললাগা +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.