নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অসংখ্য মানুষের ভালবাসা বা ভূয়সী প্রশংসা প্রত্যাশা করি না, প্রচুর গালি আর প্রচুর অসভ্যতা সহ্য করি।

আমি মানব অতএব আমার মধ্যে থাকবে মানবতা

ডানপিঠে নিশাচর

আমি কোন কবি নই, আমি কোন সাহিত্যিক-ও নই। তবুও মাঝে মাঝে এক একটি গভীর রাতের কিছুটা সময় আমার আঙুল প্রসব করে গল্প, ছোট গল্প, অনুগল্প, কবিতা নাম না জানা আমার আরোও অনেক সন্তান। এড়া ছড়িয়ে ছিটিয়ে চতুর্দিকে। যারা যে নামেই ডাকুক না কেন আমি বিরক্ত হই না। আমি সাহিত্য পড়ি না। জন্ম দেই। আমি জীবন থেকে নেই না্, বরং জীবন আমার থেকে নেয়। আমি মোটেও কেউকেটা নই, কীটস্ব-কীট আমি। আমার ধনবল নেই, শিক্ষা গৌরব নেই। আমি প্রকৃতি থেকে শিখি । বই পড়ে শিখি । অন্যের কথা শুনে শিখি । বাস্তব অভিজ্ঞতা থেকে শিখি । বিভিন্ন উৎসে বিচরন করি । জানার চেষ্টা করি । এভাবে লেখার রসদ সংগ্রহ করি । তারপর নিজের ভাবনা, বোধ, বিশ্বাস, অভিব্যক্তি দিয়ে মাঝেমধ্যে লেখার চেষ্টা করি । এক্ষেত্রে কিছু যোগ-বিয়োগ করি ।

ডানপিঠে নিশাচর › বিস্তারিত পোস্টঃ

অন্তমিলহীন কবিতা

২৫ শে জুন, ২০১৪ রাত ১১:১৫

প্রত্যাশা

==========

দু’চোখ বেঁয়ে বেদনার নোনা জল নামে

নোনা জলগুলো অশ্রু হয়ে যায়,

অশ্রুগুলো এ হৃদয়ে বেদনার নীল সাগরে বিলায়।



স্বপ্নগুলো চুড়মার হয়ে

সেই সাগরে ভেসে বেড়ায়,

ভালবাসা তাই আধারে হারিয়ে

পথ খুঁজে বেড়ায় আলোর দিশায়।



স্বর্ণালি রোঁদ, শাদা-শাদা মেঘ,

বসে রেলগাড়ি, ছুটে-চলা বাড়ি,

মশাল মিছিল, বজ্র শ্লোগান

অঝর কবিতা, অবিনাশী গান।



ঘড়ির কাটা থমকে যাক,

ভালবাস আঁধারে হারাক,

অশ্রুতে হৃদয় ভেসে যাক,

ভেসে ভেসে যদি হেসে হেসে, অবশেষে

বুঝতে পারলে এ হৃদয়ের ভাষা,

আবার আসিস ফিরে মেঘ-বালিকার ডানায় চড়ে

দিনের শেষে একা বসে করি যে এই প্রত্যাশা।



ফেরারী মন সবকিছু ভুলে

সাতরে বেড়ায় স্মৃতির সাগরে,

নীল বেদনাগুলো এ হৃদয় সাগরে

আছড়ে পড়া ঢেউ খেলা করে।



ঝিরিঝিরি হাওয়া সাগর ভেলায়

আলতো ঢেউয়ে ভেসে ভেসে চলা,

আকাশের পানে দৃষ্টি রেখে

নিজের সাথেই নিজের কথা বলা।



যদি, মহাকাল থমকে দাড়ায়,

ভালবাস আঁধারে হারায়,

অশ্রুতে হৃদয় ভেসে যায়!

বুঝতে পারলে এ হৃদয়ের ভাষা

এক নিমিসে আসবি ফিরে

মেঘ-বালিকার ডানায় চড়ে

করি সেই প্রত্যাশা।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০১৪ সকাল ১১:২১

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: অসাধারণ লিখেছেন -----মুগ্ধতা রেখে যাচ্ছি কবিতায়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.