নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অসংখ্য মানুষের ভালবাসা বা ভূয়সী প্রশংসা প্রত্যাশা করি না, প্রচুর গালি আর প্রচুর অসভ্যতা সহ্য করি।

আমি মানব অতএব আমার মধ্যে থাকবে মানবতা

ডানপিঠে নিশাচর

আমি কোন কবি নই, আমি কোন সাহিত্যিক-ও নই। তবুও মাঝে মাঝে এক একটি গভীর রাতের কিছুটা সময় আমার আঙুল প্রসব করে গল্প, ছোট গল্প, অনুগল্প, কবিতা নাম না জানা আমার আরোও অনেক সন্তান। এড়া ছড়িয়ে ছিটিয়ে চতুর্দিকে। যারা যে নামেই ডাকুক না কেন আমি বিরক্ত হই না। আমি সাহিত্য পড়ি না। জন্ম দেই। আমি জীবন থেকে নেই না্, বরং জীবন আমার থেকে নেয়। আমি মোটেও কেউকেটা নই, কীটস্ব-কীট আমি। আমার ধনবল নেই, শিক্ষা গৌরব নেই। আমি প্রকৃতি থেকে শিখি । বই পড়ে শিখি । অন্যের কথা শুনে শিখি । বাস্তব অভিজ্ঞতা থেকে শিখি । বিভিন্ন উৎসে বিচরন করি । জানার চেষ্টা করি । এভাবে লেখার রসদ সংগ্রহ করি । তারপর নিজের ভাবনা, বোধ, বিশ্বাস, অভিব্যক্তি দিয়ে মাঝেমধ্যে লেখার চেষ্টা করি । এক্ষেত্রে কিছু যোগ-বিয়োগ করি ।

ডানপিঠে নিশাচর › বিস্তারিত পোস্টঃ

অন্তমিলহীন কবিতা

২৬ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৪৮

পরিচয়!

======

আমার মুসলিম আমি হিন্দু,

আমি বিন্দু আমার সিন্ধু।

আমার শিশু আমি বৃদ্ধ,

আমি শান্তি আমার যুদ্ধ।

আমার খ্রিষ্ট আমি বৌদ্ধ,

আমার হাসিতেই আমি ক্ষুদ্ধ।



অমানুষ আমি মনহীন মানব,

আমি দেবতা আমার দানব।

আমি সুর আমার অসুর,

আমার নিকটে আমি বহুদূর।



আমি ঈশ্বর আমার মন্দির,

আমি বিদ্রোহী আমার সন্ধির।

আমি পার আমার ওপার,

বন্দী আমি আমার কারাগার।



আমি বেহেশত আমার দোজখ,

আমার পূজা’র আমি পূজক,

আমি স্বর্গ আমার নরক,

আমার গন্তব্য আমি সড়ক।



আমি মিথ্যা আমার সত্য

আমি জীবন আমার মৃত্যু।

আমার দিন আমি রাত,

আমি বেজাত আমার জাত।



আমি পূণ্য আমার পাপ,

আমার গল্প আমি প্রলাপ,

আমি আশীর্বাদ আমার শাপ,

আমার কাঁটা আমি গোলাপ।



মেঘ আমি আমার গগন,

অপ্রিয় আমি আমার প্রিয়জন।

মিত্র আমি আমার শত্রু,

স্থির আমি আমার সর্বত্র।



আমার কবিতা আমি কবি,

আমার আকাশ আমি রবি।

আমার শীতে আমি শিশির

আমি শশী আমার নিশি’র।



আমি নাপাক আমার পাক,

আমার নদী আমি বাঁক।

আমার হেথায় আমি সেথায়

আনন্দিত আমি আমার ব্যাথায়।



আমার আপন আমি পর,

আমার নারীর আমি নর,

আমি বাহির আমার ঘর,

আমার ঘরোকোনে আমি যাযাবর।



আমার সাদা আমি কালো,

আমি অন্ধকার আমার আলো,

আমার মন্দ আমি ভালো।

আমি দিবা আমার রাত্রি,

আমার পথ আমি পথের যাত্রী।



আমার শেষ আমি শুরু,

আমার সাহস আমি ভীরু।

আমি আত্মা আমার তনু,

আমি শূন্য আমাতে পূর্ন।



আমার দু:খে আমি উচ্ছাসি,

আমি কান্না আমার হাসি,

আমার ঘৃণা আমি ভালবাসি,

আমার বিশ্বাস আমি অবিশ্বাসী।



আমি পরাজয় আমার জয়,

আমি নির্ভয় আমার ভয়,

আমি প্রাপ্তি আমার ক্ষয়।



এই ছিলো আমার পরিচয়!

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.