নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অসংখ্য মানুষের ভালবাসা বা ভূয়সী প্রশংসা প্রত্যাশা করি না, প্রচুর গালি আর প্রচুর অসভ্যতা সহ্য করি।

আমি মানব অতএব আমার মধ্যে থাকবে মানবতা

ডানপিঠে নিশাচর

আমি কোন কবি নই, আমি কোন সাহিত্যিক-ও নই। তবুও মাঝে মাঝে এক একটি গভীর রাতের কিছুটা সময় আমার আঙুল প্রসব করে গল্প, ছোট গল্প, অনুগল্প, কবিতা নাম না জানা আমার আরোও অনেক সন্তান। এড়া ছড়িয়ে ছিটিয়ে চতুর্দিকে। যারা যে নামেই ডাকুক না কেন আমি বিরক্ত হই না। আমি সাহিত্য পড়ি না। জন্ম দেই। আমি জীবন থেকে নেই না্, বরং জীবন আমার থেকে নেয়। আমি মোটেও কেউকেটা নই, কীটস্ব-কীট আমি। আমার ধনবল নেই, শিক্ষা গৌরব নেই। আমি প্রকৃতি থেকে শিখি । বই পড়ে শিখি । অন্যের কথা শুনে শিখি । বাস্তব অভিজ্ঞতা থেকে শিখি । বিভিন্ন উৎসে বিচরন করি । জানার চেষ্টা করি । এভাবে লেখার রসদ সংগ্রহ করি । তারপর নিজের ভাবনা, বোধ, বিশ্বাস, অভিব্যক্তি দিয়ে মাঝেমধ্যে লেখার চেষ্টা করি । এক্ষেত্রে কিছু যোগ-বিয়োগ করি ।

ডানপিঠে নিশাচর › বিস্তারিত পোস্টঃ

অন্তমিলহীন কবিতা

০২ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:৩৪

তল্লাশি



দ্রুত উজার হতে থাকা একটা গ্রাম—

ম্যাড়মেড়ে সন্ধ্যায় চোখে আধো আধো ঘুম নিয়ে

আমি কিছু স্মৃতি স্মরন করছিলাম।



দিব্যি করে বলছি, ভবিষ্যতের দিকে পেতে রাখা

আমার ঝুমকোলতার মতো কানে,

গুঞ্জরিত হচ্ছিলো এক গায়কের গুন গুন গানে।



অনল আর দাবানল বিষয়ে গান গাইছিলো সেই আগন্তুক,

আর সেই সন্ধ্যাটি-ও ছিলো অন্যরকম

যেই সন্ধ্যায় গুন গুন সুরে গাইছিলো সেই গায়ক।



আর ওরা তাকে জিজ্ঞেস করেছিলো:

তুমি কেন গাইছো এমন গান?

এবং তার জবাব ছিলো—

গাইছি –কারন আমি গাইছি! গান-ই যে আমার প্রাণ. . .



তখন ওরা তার বক্ষদেশ তল্লাশি করলো

কিন্তু ক্ষত-বিক্ষত হৃদয় ছাড়া আর কিছুই নাহি পেল!

ওরা তার হৃদয়ে তল্লাশি চালালো,

কিন্তু এইবারও শুধুই হাহাকার খুঁজে পেল!



আর ওরা যে তার কন্ঠস্বরের তল্লাশি নিলো,

তাতে যন্ত্রনা ছাড়া আর কিছুই খুজে নাহি পেল!



তখন ওরা তার যন্ত্রনার তল্লাশি নিলো,

কিন্তু ওখানেও কেবলই এক বন্দীশালা দেখতে পেল

এবং

ওরা তার বন্দীশালাতেও তল্লাশি চালালো

কিন্তু ওরা নিজেদেরকেই সেখানে বন্দী অবস্থায় পেল...

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:০০

আহসানের ব্লগ বলেছেন: বাহ

২| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৫

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।

৩| ০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:১৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: কঠিণ একটি কবিতা । কবিতায় ভাল লাগা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.