নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অসংখ্য মানুষের ভালবাসা বা ভূয়সী প্রশংসা প্রত্যাশা করি না, প্রচুর গালি আর প্রচুর অসভ্যতা সহ্য করি।

আমি মানব অতএব আমার মধ্যে থাকবে মানবতা

ডানপিঠে নিশাচর

আমি কোন কবি নই, আমি কোন সাহিত্যিক-ও নই। তবুও মাঝে মাঝে এক একটি গভীর রাতের কিছুটা সময় আমার আঙুল প্রসব করে গল্প, ছোট গল্প, অনুগল্প, কবিতা নাম না জানা আমার আরোও অনেক সন্তান। এড়া ছড়িয়ে ছিটিয়ে চতুর্দিকে। যারা যে নামেই ডাকুক না কেন আমি বিরক্ত হই না। আমি সাহিত্য পড়ি না। জন্ম দেই। আমি জীবন থেকে নেই না্, বরং জীবন আমার থেকে নেয়। আমি মোটেও কেউকেটা নই, কীটস্ব-কীট আমি। আমার ধনবল নেই, শিক্ষা গৌরব নেই। আমি প্রকৃতি থেকে শিখি । বই পড়ে শিখি । অন্যের কথা শুনে শিখি । বাস্তব অভিজ্ঞতা থেকে শিখি । বিভিন্ন উৎসে বিচরন করি । জানার চেষ্টা করি । এভাবে লেখার রসদ সংগ্রহ করি । তারপর নিজের ভাবনা, বোধ, বিশ্বাস, অভিব্যক্তি দিয়ে মাঝেমধ্যে লেখার চেষ্টা করি । এক্ষেত্রে কিছু যোগ-বিয়োগ করি ।

ডানপিঠে নিশাচর › বিস্তারিত পোস্টঃ

মিনতি না হুশিয়ারী

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৪২

ঈশ্বর,

অনেক কাঁদিয়েছো আর কাঁদিয়োনা আমায়।

এবার ক্ষান্ত হও।



ঈশ্বর, তোমার কি মনেহয় না

আমার চোখের অশ্রুফোটাও নির্মম প্রতিশোধ নিতে পারে?



ইস্পাতসম অশ্রুফোটার কাঠিন্য

তুমি কখনো দ্যাখোনি তাই বলছি

আমাকে আর কাঁদিয়োনা, ঈশ্বর

ক্ষ্যাপে গিয়ে আমি যদি চাষা হই

ক্রমাগত তোমার বুক ফুড়ে ফালি ফালি করবো লাঙ্গলে

ক্রমাগত তোমার বুকে সেচ দেব লবনাক্ত পনি

ক্রমাগত কেড়ে নেব আমার ক্ষুধার অন্ন।



আমাকে আর কাঁদিয়োনা, ঈশ্বর

ক্ষ্যাপে গিয়ে আমি যদি শ্রমিক হই

তোমার বুকে ঘাঁ দিয়ে যাবো- চালাবো গাইতি-শাবল

তোমার বুকে ভাত রাঁধতে বানাবো উনুন, জ্বালবো অনল।



আমাকে আর কাঁদিয়োনা, ঈশ্বর

ক্ষ্যাপে গিয়ে আমি যদি কামার হই

অবিরত হাতুড়ি পেটাবো তোমার ঐ দূর্বল মেরুদন্ডে

অবিরত নিক্ষেপ করবো তোমায় অগ্নি শিখায়।



আমাকে আর কাঁদিয়োনা, ঈশ্বর

ক্ষ্যাপে গিয়ে আমি যদি কুমোর হই

তোমায় নিজ হাতে আকৃতি দান করবো

তারপর

তোমায় আগুনে পোড়াবো যতক্ষন না কঠিন হও আমার মতো।



আমাকে আর কাঁদিয়োনা, ঈশ্বর

ক্ষ্যাপে গিয়ে আমি যদি কুলি হই

নিমিষেই মাথায় তুলে আছড়ে ফেলবো কংক্রিটে

নিমিষেই ভেঙে দেব তোমার ঐ রুগ্ন কোমড়।



আমাকে আর কাঁদিয়োনা, ঈশ্বর

ক্ষ্যাপে গিয়ে আমি যদি চামার হই

তোমার পিঠের ঐ পুরু চামড়া তুলে নেব

তোমার পিঠের ঐ চামড়া শোভাবে আমার পাদুকা’য়।



মনে রেখ তুমি মাটির তৈরী

তাই বলছি,

আমাকে আর কাঁদিয়োনা, ঈশ্বর

ক্ষ্যাপে গিয়ে আমি যদি দিনমজুর হই

নিমিষেই সৃষ্টি হবে বণ্যা আমার লবনাক্ত ঘামের বৃষ্টিতে

নিমিষেই ভেসে যাবে তুমি সে বানের স্রোতে।



ঈশ্বর,

অনেক কাঁদিয়েছো আর কাঁদিয়োনা আমায়।

এবার ক্ষান্ত হও।

আমার অশ্রুফোটা-ও নির্মম প্রতিশোধ নিতে পারে..



মন্তব্য ০ টি রেটিং +২/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.