নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অসংখ্য মানুষের ভালবাসা বা ভূয়সী প্রশংসা প্রত্যাশা করি না, প্রচুর গালি আর প্রচুর অসভ্যতা সহ্য করি।

আমি মানব অতএব আমার মধ্যে থাকবে মানবতা

ডানপিঠে নিশাচর

আমি কোন কবি নই, আমি কোন সাহিত্যিক-ও নই। তবুও মাঝে মাঝে এক একটি গভীর রাতের কিছুটা সময় আমার আঙুল প্রসব করে গল্প, ছোট গল্প, অনুগল্প, কবিতা নাম না জানা আমার আরোও অনেক সন্তান। এড়া ছড়িয়ে ছিটিয়ে চতুর্দিকে। যারা যে নামেই ডাকুক না কেন আমি বিরক্ত হই না। আমি সাহিত্য পড়ি না। জন্ম দেই। আমি জীবন থেকে নেই না্, বরং জীবন আমার থেকে নেয়। আমি মোটেও কেউকেটা নই, কীটস্ব-কীট আমি। আমার ধনবল নেই, শিক্ষা গৌরব নেই। আমি প্রকৃতি থেকে শিখি । বই পড়ে শিখি । অন্যের কথা শুনে শিখি । বাস্তব অভিজ্ঞতা থেকে শিখি । বিভিন্ন উৎসে বিচরন করি । জানার চেষ্টা করি । এভাবে লেখার রসদ সংগ্রহ করি । তারপর নিজের ভাবনা, বোধ, বিশ্বাস, অভিব্যক্তি দিয়ে মাঝেমধ্যে লেখার চেষ্টা করি । এক্ষেত্রে কিছু যোগ-বিয়োগ করি ।

ডানপিঠে নিশাচর › বিস্তারিত পোস্টঃ

অন্তমিলহীন কবিতা

১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ৩:৫৫

আমি রুদ্র হতে চাই

আমি আর ঘুমোতে চাই না, আমি রুদ্র হতে চাই
জন্ম দিতে চাই এমন কবিতা
যে কবিতার আকাশ ঢেকে দেবে পৃথিবীর সব ক্ষুধাকে
যে কবিতার আকাশের নীচে কুকুর শাবকের চেয়ে মানব শিশুই হবে
অধিকতর মুল্যবান, এমন কবিতার জন্ম দিতে চাই।

এমন কবিতার জন্ম দিতে চাই, যে কবিতা দুরপাল্লার ক্ষেপনাস্ত্রের মতো
নষ্ট করে দেবে সাম্রাজ্যবাদের নীলনক্সাকে
যেন বাজার রক্ষার অজুহাতে ইউরোপ তার উদ্ধৃত্ব গুড়ো দুধ
গরুকে গুলিয়ে না খাওয়ায়,
যেন অস্ট্রেলিয়ায় স্পর্ধা না করে দুই লক্ষ মেষকে হত্যা করার
অসংখ্য শিশুকে অভুক্ত রেখে
যেন ভূমধ্যসাগরে ফেলে না দেওয়া হয় উদ্ধৃত্ব শস্য ও ফলমূল।

জন্ম দিতে চাই এমন কবিতা
যে কবিতার বিমান, সাজোয়া-যান বয়ে নিয়ে যাবে দুধ, মাংস এবং ফলমূল
ইথিওপিয়া এ বাংলার ক্ষুধিত শিশুদের ঠিকানায়,
যে কবিতা চিরতরে বন্ধ করে দেবে খাদ্য নিয়ে রাজনীতির জুয়া
আমি এমন কবিতার জন্ম দিতে চাই।

আমি আর ঘুমোতে চাই না,
আমি রুদ্র হতে চাই …

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই অক্টোবর, ২০১৪ দুপুর ২:৩৯

আমিনুর রহমান বলেছেন:


পাঠে ভালো লাগা। প্রিয় কবিকে নিয়ে লেখায় +

০৬ ই নভেম্বর, ২০১৪ দুপুর ২:১১

ডানপিঠে নিশাচর বলেছেন: রুদ্র আমারও প্রিয়.
ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.