নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদার শেষ আমার কাছে , আমি সুখী, রাজ্য- প্রজাহীন রাজা , ......

অর্ধ চন্দ্র

আমি মানুষ,আমি গর্বিত এবং দৃঢ় চিত্তে ভীষণ উচ্ছ্বাসিত, স্বপ্নীল সোঁনার বাংলার বিশ্বে মাথা উঁচু, আপনা পূর্ণতা নিয়ে।

অর্ধ চন্দ্র › বিস্তারিত পোস্টঃ

তোমার কি ! আমি কে ?

৩১ শে মার্চ, ২০১৫ রাত ৯:২৩

হ্যাঁ আমার মানব নামক অতিপ্রিয় প্রানী .. আমি কে? কোথা হতে কেমন করে শরীয়ত মারিফতে বর্তমান আমি ?? এমন প্রশ্ন আমার মনে জাগতেই পারে..আপনার মনকে আপনি আপনার মতোকরে করুন না!! তাতে আমার কনোই আসে যায় না,,,আমি আমাকে বলছি মাত্র,,,* আমি এ ও জানি সত্যকে কখনও চাপায়ে রাখা আর ডাহা মিথ্যেকে সত্যরুপে মোটাতাজা করণ,নিচক বলদ বৈ আর কিছুই নয়। দুনিয়াবী যত মানব পৃথিবীতে মহান সৃষ্টিকর্তা পাঠিয়েছেন,সকলেরই আপন প্রশ্ন আপনা মাঝে সকাল সাঝে হতেই পারে ,, সে তার মনকে নানান প্রশ্ন করতেই পারে,,,, আকাশ কি ভাবে মাথার উপর,ভেঙ্গে পড়বে নাতো!!চন্দ্র,তারা, সমগ্র মহাবিশ্ব এবং আমি ,কে কেনো,এখানে ??? আদম হাওয়া কেনো এলো দুনিয়াতে,কেনো হাওয়া ধোঁকা দিয়ে আদমকে গন্ধম খাওয়ালো,আর কেনই বা "ধোঁকা" নামক শব্দ সৃষ্টি হলো... .....।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.