নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদার শেষ আমার কাছে , আমি সুখী, রাজ্য- প্রজাহীন রাজা , ......

অর্ধ চন্দ্র

আমি মানুষ,আমি গর্বিত এবং দৃঢ় চিত্তে ভীষণ উচ্ছ্বাসিত, স্বপ্নীল সোঁনার বাংলার বিশ্বে মাথা উঁচু, আপনা পূর্ণতা নিয়ে।

অর্ধ চন্দ্র › বিস্তারিত পোস্টঃ

বিশেষ দিনে, সকল বন্ধুপ্রিয়দের জন্য!

১৯ শে জুলাই, ২০১৫ ভোর ৪:৫৫


###

চন্দ্রিমা আর যাবো না
বোটানিক্যাল আর ভালো -লাগে না,
চল... যায় চলে যায় ঐ যমুনাই
চল... যায় চলে যায় ঐ পদ্মাই।
যমুনাই পানি নেই
ধু ধু বালু চর
চরেতে মানুষ নেই
দু'জনেই দূর্বার,
হালকা হালকা বাতাসে ....
কাশবনের ঐ দোলাতে....
চলো না দু'জনে ' হা - ড়িয়ে যায়।
চল যায় চলে যায় ঐ যমুনাই
চল যায় চলে যায় ঐ পদ্মাই।
পদ্মাই পানি নেই,
মনে হয় ঝিল
দখিনা বাতাসে,
উড়ে যায় চিল,
চিলের ঐ ডানাতে, রোদেলা হাওয়াতে,
চলো না দু'জনে ভেষে বেড়াই ;
চল যায় চলে যায় ঐ যমুনাই ( চলযায় চলযায়)
চল যায় চলে যায় ঐ পদ্মাই ( চলযায় চলযায়)
............................. পদ্মাই
............................. যমুনাই ।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.