নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদার শেষ আমার কাছে , আমি সুখী, রাজ্য- প্রজাহীন রাজা , ......

অর্ধ চন্দ্র

আমি মানুষ,আমি গর্বিত এবং দৃঢ় চিত্তে ভীষণ উচ্ছ্বাসিত, স্বপ্নীল সোঁনার বাংলার বিশ্বে মাথা উঁচু, আপনা পূর্ণতা নিয়ে।

অর্ধ চন্দ্র › বিস্তারিত পোস্টঃ

হে শুভ জন্ম "

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ২:৫৯

আগামী রেখেছি স্বপ্নিল
পৃথিবী রাখবো তোমার পায়ে,
তুমি হবে আলোকিত
করবে গোটা জগত আলোময়,
আমরা গর্বিত বুকে রবো
সদা উঁচু করে শির ,
আছে যতসব ভীরুতা
বীর দর্পে যাবে মাড়িয়েতা,
ব্যার্থতার জীর্ণতা করে ছিন্ন
ছিনিয়ে আনবে সব সফলতা,
দেখবে অবাক গোটা দুনিয়া
তোমারি সকল অর্জনের ভিন্নতা,
সোনালী মিষ্ট আলোয় জাগবে
সত্যিকার সকল মানুষ মানবতা,
হারিয়ে যাবে সর্ব ব্যার্থতার
নিঃসঙ্গ নগ্ন করুণ পথচলা
শত সহস্র নির্বোধ ঠিক
তখন খুজে পাবে ঐ স্বপ্নশিখা,
ধরণী আর কাঁদবে না
ধ্বংস হবে বলে তাই ধুকে ধুকে,
জন্ম ইতিহাসে হবে তুমি বারংবার
হয়ে চিরো জাগ্রতকারী স্মরণে ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৫১

কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিতা।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৫

অর্ধ চন্দ্র বলেছেন: ও ভাই বলেন কি! তবে যে ভালুকের হাতে অস্ত্র তুলে দেওয়া নয় তো! হাহাহাহা,
অনেক বানান, শব্দ চয়ন ভুল হতেই পারে, ভালোবেসে যদি ধরিয়ে দেন কৃতজ্ঞ থাকবো,

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২৯

প্রামানিক বলেছেন: অনেক সুন্দর কবিতা। ভাল লাগল। ধন্যবাদ

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৯

অর্ধ চন্দ্র বলেছেন: যদি আপনারা সাহস দেন,

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৪

উল্টা দূরবীন বলেছেন: সুন্দর

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪০

অর্ধ চন্দ্র বলেছেন: ধন্যবাদ প্রিয়মুখ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.