নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদার শেষ আমার কাছে , আমি সুখী, রাজ্য- প্রজাহীন রাজা , ......

অর্ধ চন্দ্র

আমি মানুষ,আমি গর্বিত এবং দৃঢ় চিত্তে ভীষণ উচ্ছ্বাসিত, স্বপ্নীল সোঁনার বাংলার বিশ্বে মাথা উঁচু, আপনা পূর্ণতা নিয়ে।

অর্ধ চন্দ্র › বিস্তারিত পোস্টঃ

এ এক ৪৫ বছরের বিষাক্ত বেদনা!!!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:১২

,,,,, তবুও আমরা বাংলার বাঙ্গালী!!!
মায়ের বুকে দাঁড়িয়ে, আমরাই র্নিলজ্জ বগল তলায় রেখেছি লুকিয়ে ঐ সকল পাকি বেজন্মাদের অতি নিরাপদে!! ছিঃ এরা কি সত্যিই মানুষ, নাকি এরা ভিন্ন কোন গ্রহের ! যে মানুষ নিজের জন্মদাতা কে ধর্ষণ করে, যে মানুষ নিজের খাদ্যের উপর মল ত্যাগ করে আবার সেই খাবার দিয়েই নিজ ক্ষুধা নিবারণ করে, সে নিশ্চয় সুস্থ মানুষ নয় এবং সমাজ তাকে সভ্যতা হতে দুরে রাখবে,রাখে,রাখতে বাধ্য নিজের বেঁচে থাকার প্রয়োজনে, এ কথা বিনা তর্কে এক বাক্যে সবাই সুর মেলাবে!
আর যদি কিছু মানুষ অন্তরালে থেকে তরুনদের মিথ্যারঝুড়ি মাথায় চাপিয়ে পবিত্র ধর্মগ্রন্থের অপব্যাখ্যা করে একটি বিশেষ দেশ / গোষ্ঠী / মতবাদের পক্ষে কাজ করতে, এ সকল দুর্গন্ধময় নোংড়া কাজের সমর্থন করে এবং তা জায়েজ দেখাতে বিভ্রান্ত মুলোক ভিন্ন ভিন্ন যুক্তি দাড় করাতে থাকে। তবে তারা আবার কতবড় জঘন্য জংলী মানুষ হতে পারে?

মনে রাখতে হবে যারা বাংলার মহান অর্জন কে ম্লান করতে চাই, যারা ইতিহাসের গর্বিত স্মৃতি চিহ্ন কে - পুজা করা হিসাবে বিভ্রান্ত করতে চাই,
তাদের মতো নিকৃষ্টতম জানোয়ার এ মানব সভ্যতায় থাকার কোন অধীকার নেই।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:১৯

বিজন রয় বলেছেন: বেদনাবোধ একদিন কেটে যাবে।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৩

অর্ধ চন্দ্র বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.