নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদার শেষ আমার কাছে , আমি সুখী, রাজ্য- প্রজাহীন রাজা , ......

অর্ধ চন্দ্র

আমি মানুষ,আমি গর্বিত এবং দৃঢ় চিত্তে ভীষণ উচ্ছ্বাসিত, স্বপ্নীল সোঁনার বাংলার বিশ্বে মাথা উঁচু, আপনা পূর্ণতা নিয়ে।

অর্ধ চন্দ্র › বিস্তারিত পোস্টঃ

রাষ্ট্র এবার ধর্মকর্ম করুক, জনগন একটু রেষ্ট থাকুক !!

৩০ শে মার্চ, ২০১৬ রাত ১২:৩৯

"আমি মুসলমান। কিন্তু এই রাষ্ট্রতো আমার একার নয়; সকলের"
আচ্ছা রাষ্ট্র কি মানুষ? এটি নামাজ পড়ে, রোজা রাখে নাকি যাকাত দেয়? রাষ্ট্রতো শুধু মুসলমানের নয় এটি তো সকল ধর্ম আর বর্ণের মানুষের হওয়ার কথা। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের ক্ষেত্রে এটি আরও বড়ভাবে প্রযোজ্য। রাষ্ট্রধর্ম ইসলাম থাকলে কি ইসলামী আকিদা পালনকারীর সংখা বেড়ে যাবে আর না থাকলে কি ইসলাম কেউ পালন করবে না? এই এক অদ্ভুত উন্মাদের দেশ। আর বেশি উন্মাদ অশিক্ষিত-অর্ধশিক্ষিত কিছু মানুষ, এমনকি কিছু শিক্ষিত পরিচয় দানকারী লোকও যারা নিজেদের ব্যতিত অন্যদের ধর্মহীন নাস্তিক ট্যাগ দেয়। এরশাদের মত একটা দুশ্চরিত্র লম্পটের করা রাষ্ট্রধর্ম ইসলাম অন্য ধর্ম আর বর্ণের মানুষকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করা ছাড়া আর কি উপকারে এসেছে আমাদের?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে মার্চ, ২০১৬ রাত ১:৫৭

প্রবাসী ভাবুক বলেছেন: আপনি বলেছেন, "এই রাষ্ট্রতো আমার একার নয়; সকলের
আচ্ছা রাষ্ট্র কি মানুষ? এটি নামাজ পড়ে, রোজা রাখে নাকি যাকাত দেয়? রাষ্ট্রতো শুধু মুসলমানের নয় এটি তো সকল ধর্ম আর বর্ণের মানুষের হওয়ার কথা।"

একইভাবে চিন্তা করুন, "এই রাষ্ট্রতো আমার একার নয়; সকলের
আচ্ছা রাষ্ট্র কি মানুষ? এটি কি কথা বলে, লেখাপড়া করে নাকি বাংলায় চিৎকার দেয়? রাষ্ট্রতো শুধু বাঙ্গালীর নয় এটি তো সকল বাঙালি, পাহাড়ি অবাঙ্গালী আর বর্ণের মানুষের হওয়ার কথা।"

তাহলে কেন একটি রাষ্ট্রের রাষ্ট্রভাষা থাকা উচিত। এবার বলি ঠিক যে কারণে সংখ্যাগরিষ্ঠ জনগণের মুখের ভাষা রাষ্ট্রভাষা হয় ঠিক একই কারণে কারণে সংখ্যাগরিষ্ঠ জনগণের পালিত ধর্ম রাষ্ট্রধর্ম হয়। তবে অন্যান্য ভাষায় কথা বলাতে যেমন কোন নিষেধাজ্ঞা থাকে না তেমনি অন্য কোন ধর্মপালনেও নিষেধাজ্ঞা থাকার কথা নয়।

৩০ শে মার্চ, ২০১৬ সকাল ৯:৪১

অর্ধ চন্দ্র বলেছেন: ধন্যবাদ

২| ৩০ শে মার্চ, ২০১৬ সকাল ১১:০০

মোঃ তালেব বলেছেন: রাষ্ট্রধর্ম ইসলাম থাকলে আপনার সমস্যা কি??
আর নাথাকলে লাভ কি ডিটেল্স বলুন

০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ২:০৯

অর্ধ চন্দ্র বলেছেন: নিজের ঈমানের কোন বালায় নেই!
আপন কর্মে আল্লাহ রাসুলের কোন ছিটেফোঁটা নেই!
নিজে এবং সন্তানদের নারী সুদ ঘুস ধর্ম ব্যবসা নিয়ে ২৪ ঘন্টা সময় পার করছেন !
আর ধর্মের লেবাস পড়ে আতর মেখে রাস্তাই এসে বলছেন আমার ধর্ম বুঝি গেলো! আরে ভাই আপনা ধর্ম যদি দৃঢ়তর হয়, তবে দুনিয়াবি কারো সাধ্য আছে তার ব্যত্যয় ঘটানো?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.