নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদার শেষ আমার কাছে , আমি সুখী, রাজ্য- প্রজাহীন রাজা , ......

অর্ধ চন্দ্র

আমি মানুষ,আমি গর্বিত এবং দৃঢ় চিত্তে ভীষণ উচ্ছ্বাসিত, স্বপ্নীল সোঁনার বাংলার বিশ্বে মাথা উঁচু, আপনা পূর্ণতা নিয়ে।

অর্ধ চন্দ্র › বিস্তারিত পোস্টঃ

নিজের ঈমানের কোন বালায় নেই !

০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫২


আপন কর্মে আল্লাহ রাসুলের কোন ছিটেফোঁটা নেই!
নিজে এবং সন্তানদের নারী সুদ ঘুস ধর্ম ব্যবসা নিয়ে ২৪ ঘন্টা সময় পার করছেন !
জন্মদাতা পিতামাতা অনাহারে দিনের পর দিন, একবার ফিরে তাকানো প্রয়োজন মনে করেন না !!!
নিজ শরীকদের ঠকিয়ে সকল সম্পদ নিজ নামে করেছেন !!!
মসজিদ মাদ্রসার নামে বেনামে দানের লক্ষ লক্ষ টাকা তসরুফ করে যাচ্ছেন প্রতিদিন !!!
বাড়িতে টিভি চ্যানেলে আপনি আপনার পরিবার নড়ে চড়ে নগ্ন নৃত্য দেখছেন সকাল দুপুর রাতে !!
আর আপনিই ধর্মের লেবাস পড়ে, আতর মেখে রাস্তাই এসে বলছেন আমার ধর্ম বুঝি গেলো !
আরে ভাই আপনা ধর্ম যদি দৃঢ়তর হয়, তবে দুনিয়াবি কারো সাধ্য আছে তার ব্যত্যয় ঘটানো?

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৬

বিপরীত বাক বলেছেন: বাঙালির ভন্ডামির চুড়ান্ত রুপ হচ্ছে ধর্ম আর দেশপ্রেম।
মুখের কথায় ধরলে এতটা দেশপ্রেমিক আর ধার্মিক জাতি মনে হয় এই পৃথিবীতে আর দ্বিতীয় টি নেই।

০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩০

অর্ধ চন্দ্র বলেছেন: মন্দ বলেন নি ভাই, ধন্যবাদ,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.