নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদার শেষ আমার কাছে , আমি সুখী, রাজ্য- প্রজাহীন রাজা , ......

অর্ধ চন্দ্র

আমি মানুষ,আমি গর্বিত এবং দৃঢ় চিত্তে ভীষণ উচ্ছ্বাসিত, স্বপ্নীল সোঁনার বাংলার বিশ্বে মাথা উঁচু, আপনা পূর্ণতা নিয়ে।

অর্ধ চন্দ্র › বিস্তারিত পোস্টঃ

অন্ধকারে তুমি আলো

৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১২:৫৪



যে সময় তুমি,তোমারে নিয়ে
নতুন আলোর সন্ধান পেতে শুরু করেছি
যখন অনেকটা দূর্গম পথ পাড়ি দিয়ে।
ঠিক সে সময় ভীরু সমাজের সেই
সমাজ কন্ঠ তোমারে গ্রাস করছে !
কোথা হতে এসেছো হে তুমি,
কেন সর্বনাশী আজ তোমায় ধরেছে?

তোমাদের যুগেযুগে সদা জাগ্রত জন্ম!
ক্ষণিকের এক ভ্রান্ত পিছুটানে
কেন আপনা প্রগতি ভুলতে বসেছো ?
বারংবার তুমি ভেবে দেখ
তোমার হঠাৎ মৃত স্বপ্নগুলি,
জীবন্ত উচ্ছ্বল আগামীর কাছে
সদা দূর্বার জাগ্রতচিত্ত, স্বপ্নের পাশে,
নিতান্তই হাস্যকর দাঁড়িয়ে আছে।

তুমি অতন্দ্র প্রহরী,
তুমি অসভ্য সমাজের সভ্য আলোক শিখা,
তুমি গর্বিত স্বপ্নের প্রিয়তর মুখচ্ছবি,
তুমি লক্ষ নিবেদিত তারুণ্যে
আলোক উজ্বল ঝলমলে রবি।
তুমি পূর্বাকাশের উদিত সোঁনালী স্বপ্ন
তুমি গোধূলী লগ্নে প্রিয়দের একমুঠো রত্ন,
তুমি সন্ধাকাশে চোখ জুড়ানো নুতনের আশাআলো।
তুমি মধ্যরাতে আঁধার সরিয়ে জোৎনাস্নানে
আবার নতুন দিনের প্রদীপ শিখা জ্বালো।

তোমার দেখানো রাঙানো রঙিন পথে
ছুটে চলেছি এই আমরা নবীন,
প্রতিজ্ঞা মোদের করেছি দৃঢ়
অবিচল মোরা, গড়তে আপন ভূবণ,
প্রেরণা তোমাদের, সেথায় রেখে যাবো
গড়ে সভ্য সমাজ আর স্বপ্নিল প্রগতির জীবন।

মন্তব্য ১৭ টি রেটিং +২/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:১২

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা ভালো হয়েছে।

৩১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৭

অর্ধ চন্দ্র বলেছেন: ধন্যবাদ ভালো থাকবেন।

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:৩৭

মাইনুল ইসলাম আলিফ বলেছেন: সভ্য সমাজ আর স্বপ্নিল প্রগতির জীবন।
আমিও চাই,আমরা সবাই চাই।


শেষ মূহুর্তের বিজয়ের শুভেচ্ছা আর নতুন বছরের অগ্রিম শুভেচ্ছাসহ ভাল লাগা রইল।

৩১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:১৯

অর্ধ চন্দ্র বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন সব সময়।

৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:১০

কামরুননাহার কলি বলেছেন: সুন্দর লেখেছেন । সভ্য সমাজেই তো বেচে থাকতে চাই। আমরা তো সুন্দর এবং একটি সভ্য সমাজ চাই । ধন্যবাদ।

৩১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১১

অর্ধ চন্দ্র বলেছেন: দায়িত্বের বোঝা আপনি আমি আমাদের বহন করতে হবে,যে যেমনে পারি চেষ্টা অব্যাহত রাখতে হবে।

অনেক ধন্যবাদ আপনাকে।

৪| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:১৭

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

৩১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১৫

অর্ধ চন্দ্র বলেছেন: আপনিও কম সুন্দর নয়।

৫| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:২৩

আটলান্টিক বলেছেন: চমৎকার কাব্য

৩১ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:১৬

অর্ধ চন্দ্র বলেছেন: আমি ধন্য।

৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:১২

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন +।

৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:১৮

অর্ধ চন্দ্র বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে

৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০২

বিজন রয় বলেছেন: বিদায় ২০১৭, স্বাগতম ২০১৮,......... নতুনের শুভেচ্ছা রইল।

০১ লা জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩২

অর্ধ চন্দ্র বলেছেন: অনেক ধন্যবাদ,

৮| ০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ৯:০৮

প্রামানিক বলেছেন: তোমার দেখানো রাঙানো রঙিন পথে
ছুটে চলেছি এই আমরা নবীন,


চমৎকার কবিতা। খুব ভালো লাগল।

০৪ ঠা জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৫৭

অর্ধ চন্দ্র বলেছেন: অবশেষে দেখা পেলাম আপনার! অসংখ্য ধন্যবাদ।

৯| ০৩ রা জানুয়ারি, ২০১৮ রাত ৯:২০

অর্ধ চন্দ্র বলেছেন: অবশেষে দেখা পেলাম আপনার! অসংখ্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.