নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদার শেষ আমার কাছে , আমি সুখী, রাজ্য- প্রজাহীন রাজা , ......

অর্ধ চন্দ্র

আমি মানুষ,আমি গর্বিত এবং দৃঢ় চিত্তে ভীষণ উচ্ছ্বাসিত, স্বপ্নীল সোঁনার বাংলার বিশ্বে মাথা উঁচু, আপনা পূর্ণতা নিয়ে।

অর্ধ চন্দ্র › বিস্তারিত পোস্টঃ

ভুতের বাচ্চার নাম লক্ষন, সে খারাপ মানুষদের শাস্তি দেয়,ভালো মানুষকে ভালোবেসে

০৬ ই মার্চ, ২০১৮ রাত ১১:১৫


জাতিকে চিরতরে ধ্বংস করতে হলে মেধা শুন্য করতে হবে! যে কারণে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে ঘৃণ্যতম হত্যযজ্ঞ, ২৫শে মার্চ কালো রাতে পূর্ব পরিকল্পনা অনুযায়ী, পাকিস্তানি নরপিশাচের দল চালিয়েছিলো। সেই সে হারানোর নীল বেদনার্ত দগদগে ক্ষত, আজো বাঙালী জাতিসত্তা বয়ে বেড়াচ্ছে!

সেই ধারা অব্যাহত রাখতে,রক্তে লালনকারি এদেশীয় হিংস্র পাকি অশুভ প্রেতাত্মারা, একেরপর এক আজ অবধি জঘণ্যতম হত্যাকান্ড চালিয়ে যাচ্ছে!!

যার সর্বশেষ শিকার,মহান চেতনার দেশ সেরা লেখক, শিক্ষাবিদ,আলোকিত মানুষ,মানবতার ধারক ড. জাফর ইকবাল স্যার। অথচ ভাবতে অবাক লাগে, এই জাফর স্যারই মাদ্রাসা শিক্ষা কে সময়োপযোগী এবং সাধারণ শিক্ষার সাথে সমতা আনতে আধুনিক মাদ্রসা শিক্ষানীতি প্রনয়ন করেছেন!!!

আমরা এই জঘণ্য হামলায় হতবাক, ব্যথিত, ক্ষুব্ধ। প্রতিবাদের ভাষা হারিয়ে ফেলেছি। শুধু বলতে চাই,সৃষ্টিকর্তা যেন সেই সকল ধর্মান্ধ,বিপথগামী জ্ঞানপাপীদের হৃদয়চিত্ত হতে কালো পর্দা সরিয়ে, স্বদেশপ্রেম ও শুভ বুদ্ধি জাগ্রত করে দেন।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৮ রাত ১১:৫৪

আবু তালেব শেখ বলেছেন: সমর্থন

০৬ ই মার্চ, ২০১৮ রাত ১১:৫৫

অর্ধ চন্দ্র বলেছেন: ধন্যবাদ

২| ০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৩৫

রাজীব নুর বলেছেন: সহমত।

০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৩৮

অর্ধ চন্দ্র বলেছেন: ধন্যবাদ

৩| ০৭ ই মার্চ, ২০১৮ দুপুর ২:৩৮

বারিধারা ২ বলেছেন: মার খেয়ে একটা আধ পাগলা স্বীকার করেছে যে ভুতের বাচ্চা সোলায়মান লেখার জন্য সে নিজের জীবন, পরিবারের সদস্যদের নিরুপদ্রব জীবনকে বিপন্ন করেছে আর আপনাদের মত 'মহা মহা বুদ্ধিমান' রা তা নির্দ্বিধায় বিশ্বাস করে বসে আছেন! আশ্চর্য!

০৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

অর্ধ চন্দ্র বলেছেন: কি বিশ্বাস করেছি! কারো কথায় বিশ্বাস নয়, জেনে বুঝে বাস্তবতার আলোকে কথা বলি। ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.