নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদার শেষ আমার কাছে , আমি সুখী, রাজ্য- প্রজাহীন রাজা , ......

অর্ধ চন্দ্র

আমি মানুষ,আমি গর্বিত এবং দৃঢ় চিত্তে ভীষণ উচ্ছ্বাসিত, স্বপ্নীল সোঁনার বাংলার বিশ্বে মাথা উঁচু, আপনা পূর্ণতা নিয়ে।

অর্ধ চন্দ্র › বিস্তারিত পোস্টঃ

আলোয় কালো

০৬ ই মার্চ, ২০১৮ রাত ১১:৩৮




সে আলোতে এই
তুমি তুমি সেই
হয় না কভু শেষ,
আলো তবুও নিরুদ্দেশ!

কালোয় অপয়া প্রহর
চাপাপড়া আপনা দ্রোহর,
নিভুনিভু এই বুঝি,
কালোতে আলো খুজি
টিপটিপ গুটিসুটি
সাথে মোর সেই জুটি,
হা হা ভরসা চমকানো
তবে সে ভাঙ্গা খুঁটি।

সাবাড় সারা বেলা
চোখ বাধা মজা খেলা,
চিৎকার ধরি ধরি
শব্দ দূষণে মেলা করি।
মাথা পেতে জল ফোঁটা
নিই এক তাবিজ মোটা,
জয় জয় হবে গোটা
প্রগতি চাই যেটা
কিন্তু হবেই এই সেটা।

ঢাক ঢোল অবশেষ
হলো বলো দারুন বেশ,
শরগোল পিছু হটা
চুকে গেল এই লেটা।

এইতুমি কই তুমি
আমার আমার এই আমি,
জানো নাকি প্রিয়তুমি।
আবার এক পাগলামী
করছে মেধাহীন আগামী।
মুখ বাধা চোখ খুলে
আলোতে কালো ফুলে,

আঘাত আজ শুধুমূলে
দাঁড়াও তব হাত তুলে,
হবে কি চেতনাগুলে
যদি যায় কালো ফুলে,
তুমি যাবে কোন কূলে
ইতিহাস যাবে ভূলে
যানি পাকি-টায় নিবে তুলে!

জয় জয় হবেই জয়
মহান চেতনা চিরঅক্ষয়,
মাড়িয়ে পায়ে পিছুভয়
পৃথিবী করবে আলোময়,
সাবাস হে বাঙালী
অবাক পৃথিবী চেয়েরয়।

প্রানখুলে বলি তব
দূর্বার ঐ আগামী নব,
যতঘাত চেতনায় কর
কালো হতে আলো বড়।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৮ রাত ১১:৪৭

নূর-ই-হাফসা বলেছেন: দারুন লাগলো । বেশ সুন্দর

০৬ ই মার্চ, ২০১৮ রাত ১১:৫৪

অর্ধ চন্দ্র বলেছেন: অনেক ধন্যবাদ,তবে আরো ভালো লাগবে যদি অর্থবহ ভূল হলে তা ধরিয়ে দেন।

২| ০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১০:২৭

রাজীব নুর বলেছেন: সুন্দর।

০৭ ই মার্চ, ২০১৮ সকাল ১১:৩৯

অর্ধ চন্দ্র বলেছেন: ধন্যবাদ

৩| ০৭ ই মার্চ, ২০১৮ দুপুর ১২:২০

আকিব হাসান জাভেদ বলেছেন: জয় জয় হবেই জয়। সুন্দর।

০৭ ই মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

অর্ধ চন্দ্র বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.