নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদার শেষ আমার কাছে , আমি সুখী, রাজ্য- প্রজাহীন রাজা , ......

অর্ধ চন্দ্র

আমি মানুষ,আমি গর্বিত এবং দৃঢ় চিত্তে ভীষণ উচ্ছ্বাসিত, স্বপ্নীল সোঁনার বাংলার বিশ্বে মাথা উঁচু, আপনা পূর্ণতা নিয়ে।

অর্ধ চন্দ্র › বিস্তারিত পোস্টঃ

ষোল সতেরো বছরের এমন বালাই!

০৪ ঠা মে, ২০১৮ রাত ৯:৩২


ছবিঃ গুগল।

সময় এসেছে,আমার আপনার আমাদের টিনএজ সন্তানদের নিয়ে জরুরী সিদ্ধান্ত পালনের ।
আমরা যদি আমাদের স্বপ্ন নিজ সন্তানদের মধ্যদিয়ে পূরণ করতে চাই এবং দেশেরতরে আগামীদিনের উন্নত জাতি গড়তে চাই,তবে অবশ্যই বর্তমান সময়ের প্রয়োজনে,সমসাময়িক কয়েকটি বিষয় কঠোর নজরদারিতে আনতে হবে, ১৮ বছর বয়সের পূর্বের সন্তানদের জন্য।

প্রথমতঃ মোবাইল ব্যবহার নিষিদ্ধ,
দ্বিতীয়তঃ সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজস্ব কোন একাউন্ট থাকবে না।
তৃতীয়তঃ সন্তানের পড়াশুনা,বন্ধু,বিনোদন,থাকা,খাওয়া,বাড়িতে আসা যাওয়া সহ সকল বিষয়ে কঠোর জবাবদিহিতা এবং নিয়মিত নজরদারিতে রাখা।

পৃথিবীর সকল উন্নত দেশে ১৮ বছর পূর্বের ছেলে মেয়েদের জন্য অনেক বিষয়সূমহ নিষিদ্ধ, কারণ এই সময়টি প্রজন্মদের শক্তভিতে তৈরি হওয়ার,যদি তা না হতো তবে আগামীর জন্য উত্তম প্রজন্ম সম্ভব নয়! প্রজন্ম হয়ে যেত এলোমেল,দিকভ্রান্ত,নিন্মশ্রেণীর,যা নিয়ে সেই দেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারতো না।

আর তাই আসুন প্রজন্মদের পূর্বে শক্তভিতে তৈরি করি, পরে জীবন গড়ার সিদ্ধান্ত তাদের নিজ হাতে ছেড়ে দিই। সে কারণে ঘরে বাহিরে নিজ এবং যে কোন ১৮ কম ছেলেমেয়েদের নীতিবাচক ব্যস্ততা দেখলেই,আপনা সামাজিক দায়বদ্ধতা হতে সরাসরিভাবে তাদের বোঝায় বিরতরাখি , এবং ঐ পরিবারের কর্তাব্যক্তি কে অবগত করি অথবা সম্ভব না হলে প্রশাসনের সহযোগিতা গ্রহন করি।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০১৮ রাত ৯:৪২

নায়লা রহমান বলেছেন: উদাহরণস্বরুপ যেমন ফেসবুকের বন্ধুত্বই কাল হল তাসফিয়ার !

০৪ ঠা মে, ২০১৮ রাত ১০:১৭

অর্ধ চন্দ্র বলেছেন: ধন্যবাদ,এমন উধারণ অনেক...

২| ০৪ ঠা মে, ২০১৮ রাত ১০:১১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: অনেক উন্নত ও উদার দেশেই ১৮-এর আগে সন্তানদের অনেক কিছু নিয়ন্ত্রণ করা হয়। বারে গেলে বয়সের আই ডি চাওয়া হয়, সিগারেট বিক্রি করা হয় না। আর আমরা তাদের চেয়ে এত উদার হয়ে গিয়েছি যে, একটা ভালো রেজাল্ট হলেই মোবাইল গিফট করি, বন্ধুদের সাথে একা বাইরে যেতে দেই...

০৪ ঠা মে, ২০১৮ রাত ১০:১৯

অর্ধ চন্দ্র বলেছেন: যথাযথ বলেছেন। সমাধান আমাদের করতে হবে। ধন্যবাদ,

৩| ০৪ ঠা মে, ২০১৮ রাত ১০:৩৫

ব্লগার_প্রান্ত বলেছেন: আমি একজন টিনএজার।

০৪ ঠা মে, ২০১৮ রাত ১১:১৯

অর্ধ চন্দ্র বলেছেন: ধন্যবাদ, আপনি নিজ ভবিষ্যত পরিপূর্ণ ভাবে তৈরি হওয়ার সুযোগ দিন,অনুগ্রহ করে সব মনযোগ পড়াশুনাতে লাগান।

৪| ০৪ ঠা মে, ২০১৮ রাত ১০:৪১

মোছাব্বিরুল হক বলেছেন: অনলাইনের কোন একাউন্ট খুলতে গেলে যদি জাতীয় পরিচয় পত্রের নম্বর চাওয়া হত তবে হয়ত কিছুটা নিস্তার পাওয়া যেত।

০৪ ঠা মে, ২০১৮ রাত ১১:২০

অর্ধ চন্দ্র বলেছেন: যে কারণে পারিবারিক নজরদারি খুবই জরুরী।

৫| ০৪ ঠা মে, ২০১৮ রাত ১১:৫৭

নূর-ই-হাফসা বলেছেন: সত্যি ভালো বলেছেন ।
আসলেই বন্ধ রাখা উচিত ।
নিজেই বুঝতে পারছি কতটা সময় অযথা নষ্ট করছি । কেবল মিথ্যে মোহ ।

০৫ ই মে, ২০১৮ রাত ১২:২০

অর্ধ চন্দ্র বলেছেন: পূর্বে নিজেকে তৈরি করতে হবে,তবেই তো পরে বিকশিত!

৬| ০৫ ই মে, ২০১৮ সকাল ১১:১৮

রাজীব নুর বলেছেন: সহমত।

০৫ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:১০

অর্ধ চন্দ্র বলেছেন: ধন্যবাদ

৭| ০৫ ই মে, ২০১৮ রাত ৯:২১

হাঙ্গামা বলেছেন: সঠিক বচন। ১০০ ভাগ সমর্থন।

০৬ ই মে, ২০১৮ দুপুর ২:৪৩

অর্ধ চন্দ্র বলেছেন: ধন্যবাদ ভাই,


আসুন আমরা সবাই মিলে সামাজিক ভাবে সচেতনতার জন্য কাজ করি।

৮| ০৭ ই মে, ২০১৮ রাত ৮:০৬

চাঁদগাজী বলেছেন:


একমাত্র বাচ্চার সিকিউরিটির জন্য সীমিত "সময়" দিয়ে, বাচ্চার হাতে ফোন দিয়া যায়।
কম্প্যুটার দিলে তাকে সফটওয়ার দ্বারা কন্ট্রোল করতে হবে।

০৮ ই মে, ২০১৮ রাত ১:২৭

অর্ধ চন্দ্র বলেছেন:
এই বয়স পর্যন্ত, কন্ট্রোল এ কোন প্রকার ছাড় দেওয়ার সুযোগ নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.