নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদার শেষ আমার কাছে , আমি সুখী, রাজ্য- প্রজাহীন রাজা , ......

অর্ধ চন্দ্র

আমি মানুষ,আমি গর্বিত এবং দৃঢ় চিত্তে ভীষণ উচ্ছ্বাসিত, স্বপ্নীল সোঁনার বাংলার বিশ্বে মাথা উঁচু, আপনা পূর্ণতা নিয়ে।

অর্ধ চন্দ্র › বিস্তারিত পোস্টঃ

বঙ্গবন্ধু স্যাটেলাইট

১০ ই মে, ২০১৮ রাত ৮:৩৩



সফলতার কোন প্রশংসা করা বাঙালীদের মধ্যে নেই,তা নতুন নয়! আবার কর্ম শেষ হওয়ার পূর্বেই হযবরল সমালোচনা যেন এদের রক্তে মিশে আছে।

বর্তমানে অনেক অনেক যুগান্তকারী অর্জন সরকার করেছে,যাহা করার পূর্বেই দারুন সব হাস্যকর বানী জাতি নিয়মিতভাবে গিলেছে! কিন্তু চমৎকার ভাবে সে সব সফলতার পর, উহারা জাতিকে আর কোন অমৃত বানি উপহার দেন নাই!!
যেমন সমুদ্র বিজয়,সাবমেরিন, নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট,ভুমি বিজয়,পদ্মা সেতু,ইন্টারনেট ইত্যাদি উধারণ!!

সতুরাং সমালোচনা অবশ্যই গঠন মুলক করতে হবে,যা সেই কাজটির গুনগতমান অনেক বাড়িয়ে দিবে,আর ব্লগদিয়ে ইন্টারনেট চালানোর মতো সমালোচনা, আমাদের আদিম যুগে ফিরিয়ে নিয়ে যাবে। যদিও এই সকল কঠোর সমালোচকগন সেই সকল সুবিধা সকলের পূর্বে নিজেরা ভোগ করেন।

অপেক্ষায় রইলাম এবারো ঠিক তেমনটিই..

মন্তব্য ৩৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১৮ রাত ৮:৪৫

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: চিত্রটা তো মনে হয় অরিজিনাল না!

কিছু বিরোধী থাকা ভাল। তাতে লাভ আছে....
ঘুড়িটা আজ ঠিকমত উড়ুক, কালকে নিন্দুকদের আচ্ছামত টাইট দিব।;)

১০ ই মে, ২০১৮ রাত ৮:৫০

অর্ধ চন্দ্র বলেছেন:
ধন্যবাদ,

অবশ্যই সমালোচনা সকল কাজের গতি আনে,তবে তা যদি হয় গঠন মুলক।

২| ১০ ই মে, ২০১৮ রাত ৮:৫৮

চাঁদগাজী বলেছেন:


আপনার পড়ালেখার খরচ কে দিয়েছন?

আপনার সমবয়স্ক ৫/৭ লাখ বাচ্চা পয়সার অভাবে পড়তে পারেনি, এটা আপনি অনুভব করেছেন কোনদিন?

১০ ই মে, ২০১৮ রাত ৯:২৩

অর্ধ চন্দ্র বলেছেন:
যদিও তা আমার পরিবার বহন করেছে,তবে প্রতি বছর পরীক্ষার ফল প্রকাশে দেখা যায়,সেরাদের সেরা অসংখ্য ছাত্রছাত্রী, যারা নিজেরাই নিজেদের খরচ বহন করেন!

৩| ১০ ই মে, ২০১৮ রাত ৯:১৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: বাংলাদেশ কি এই স্যাটেলাইটের কাভারেজ এরিয়ায় আছে???

এর বানিজ্যিক সফলতার হার কি সম্ভাবনাময়?

অনেক প্রশ্ন! উত্তর দেবে কে?

তারপরও নতুন যুগে প্রবেশের শুভক্ষনে শুভকামনাই রইল ;)

১০ ই মে, ২০১৮ রাত ৯:৩৭

অর্ধ চন্দ্র বলেছেন:
ধন্যবাদ,

আবশ্যই বাংলাদেশ ১মত কভার করে বানিজ্যিক প্রয়োজন মেটানো হবে। একটু অপেক্ষা করুন, সকল জবাব মিলবে নিশ্চয়।

৪| ১০ ই মে, ২০১৮ রাত ৯:৪২

জহিরুল ইসলাম সেতু বলেছেন: প্রশংসা আর তোষামোদ এক জিনিস নয়।
বিজ্ঞজনের সমালোচনার চেয়ে শ্রেষ্ঠ প্রশংসা আর হতে পারে না। তা অবশ্য আমাদের মাথা মোটা অনেকেই বুঝেন না, তারা তো তোষামোদেই তুষ্ট এবং অভ্যস্ত।
সমুদ্র বিজয় থেকে শুরু করে এ পর্যন্ত যা করেছেন তার অনেক কিছুই যুগান্তকারী পদক্ষেপ। নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। জনগণ তা করেও। আর এর প্রেক্ষিতে উৎসবের নামে যে উন্মাদনা হয় তাও কিন্তু যুগান্তকারী এবং ঐতিহাসিক। রাজধানীকে প্যারালাইজড করে চলে সে উৎসবের মাতম।
জনাব অর্ধ চন্দ্র, কানে কানে একটা কথা জিজ্ঞেস করি, এই যে ফ্রান্স থেকে এতো কড়ি খরচ করে বিদেশীদের দিয়ে স্যাটেলাইট নির্মাণ করা হলো, বাংলাদেশের প্রযুক্তিবিদদের দিয়ে এটা কি কোন ভাবেই সম্ভব হতো না? ৩০০০কোটি নাহয় খরচ করেছে, এদেশের প্রকৌশলীদের দিয়ে তা করা সম্ভব না হলে তাদের প্রশিক্ষণের জন্য নাহয় আরো ১০০০কোটি টাকা খরচ করা হতো। এদেশের মেধাবীরা যখন নিজেদের মেধা খাটিয়ে কিছু করে দেশের উন্নয়ন করতে পারে, তাদের যখন সেই সুযোগটা দেওয়া হয়, সেটাই হয় দেশপ্রেম এবং দেশের প্রকৃত উন্নয়ন।
দুঃখিত, মনের ভিতর খটকা রেখে স্যাটেলাইট উৎক্ষেপণের উন্নয়নে বাহবা দিতে পারলাম না। তোষামোদ করতে পারি না, বিবেকে বাঁধে।

১০ ই মে, ২০১৮ রাত ১০:০২

অর্ধ চন্দ্র বলেছেন:

কানে মুখে বলছি,এই যে প্রযুক্তির কল্যানে সামু ব্লগে লিখছেন,তা কিন্তু বিদেশীদের কাছ হতে মূল্য বিনিময় করে নেওয়া!!! এবং সকল দেশই তাদের অনেক প্রয়োজন অন্যদেশের সাহায্যে মিটিয়ে থাকে ও একই সাথে নিজেরা গবেষণা চালাতে থাকে ,তা নিশ্চয় আপনার অজানা নয়।

৫| ১০ ই মে, ২০১৮ রাত ৯:৫১

সামু পাগলা০০৭ বলেছেন: আপনার পোষ্টে সহমত প্রকাশ করছি। কিছু কিছু মানুষ সবসময় নেগেটিভ মনোভাব নিয়ে চলে। কোন অর্জনই এদের কাছে আনন্দের নয়। বাংলাদেশকে পৃথিবীর সবচেয়ে উন্নত রাষ্ট্রের সাথে তুলনা করে লজ্জ্বা, বেদনায় পুড়তে থাকবে। আরেহ ভাই, সেসব দেশ ও অনেক সংগ্রাম করেই আজকের জায়গায় দাড়িয়ে। কেউ কেউ বুঝতেই পারেনা যে কোন একটা জায়গা থেকে শুরু করতে হয়! শুরুটা পারফেক্ট হয়না, ভুলে ভরা থাকে, আস্তে আস্তে মানুষ উন্নত হয়। স্যাটেলাইটের কাজে হাত না দিলে কেউ কিছু বলত না, কারো মাথায় আসতই না। কিন্তু যখন হাঁটি হাঁটি পা পা করে একটা জায়গায় যাচ্ছি সবার মাথাব্যাথা শুরু!

যাই হোক, এসব কথা বলে শেষ করতে পারবনা। আপনার পোষ্টে প্লাস।
শুভেচ্ছা।

১০ ই মে, ২০১৮ রাত ১০:০৮

অর্ধ চন্দ্র বলেছেন:
ধন্যবাদ,

দারুন যথাযথ বলেছেন,তবে সমালোচনা অবশ্যই করতে হবে,কিন্তু তা গঠন মুলক। বিভ্রান্ত ও হাস্যকর সমালোচনা আমাদের কাজের প্রধান অন্তরায়।

৬| ১০ ই মে, ২০১৮ রাত ৯:৫৮

চাঁদগাজী বলেছেন:


আপনাদের বোধশক্তি জীবনেও হবে না; আপনার সমবয়স্করা ঝরে গেছে প্রাইমারীতেই, ওরা নিজের খরচ নিজে যোগানোর যায়গায় যায়নি ; আপনারা গাছে মত মানুষ হচ্ছেন, গাছ শান্তির প্রতীক, কিন্তু অন্য গাছকে সাহায্য করে না।

১০ ই মে, ২০১৮ রাত ১০:১৩

অর্ধ চন্দ্র বলেছেন: হাহাহাহা..

ধন্যবাদ,এখন প্রাইমারীতে ঝরে পড়া অতি নগন্য! তবে গাছ কিন্তু অন্য গাছদের সাহায্য না করলেও বাঁকীদের প্রাণ রক্ষাকবচ :-D

৭| ১০ ই মে, ২০১৮ রাত ১০:২১

কলাবাগান১ বলেছেন: একটা স্যাটেলাইট বানাতে পুরা জাতিকে লাগে না... Alexander Fleming একজনই ছিলেন যে এন্টিবায়োটিক আবিস্কার করে পুরা পৃথিবীর সবাইকে বেশী বছর বাচার উপায় করে দিয়েছেন.......।বেসিক এডুকেশন সবার থাকা উচিত..অনলি স্বল্প সংখ্যক লোকজনের স্পেশিয়ালাইজড শিক্ষা থাকা দরকার

১০ ই মে, ২০১৮ রাত ১০:২৮

অর্ধ চন্দ্র বলেছেন:
ধন্যবাদ,

আবিষ্কার এক/কয়েকজন মিলেই করে,আর সকলে তার সুবিধা গ্রহন করে।

৮| ১০ ই মে, ২০১৮ রাত ১০:৪৭

জহিরুল ইসলাম সেতু বলেছেন: "সকল দেশই তাদের অনেক প্রয়োজন অন্যদেশের সাহায্যে মিটিয়ে থাকে ও একই সাথে নিজেরা গবেষণা চালাতে থাকে" বুঝি বলেই প্রশিক্ষণের কথা বলেছি। আপনি কি তা বুঝেন? বুঝে থাকলে এবার বলেন, আমাদের দেশ বিজ্ঞান গবেষণায় এগোচ্ছে না কেন? যে টুকু গবেষণার কথা বলবেন তা কি আসলেই পর্যাপ্ত? এদেশে ফতোয়ার পেছনে যে গবেষণা চলে তার কিয়দংশও বিজ্ঞান গবেষণায় যদি চালানোর উদ্যোগ নিতো!
অন্যসব সরকারের আমলের কথা বাদ দিলাম। বর্তমান সরকার তো মুক্তিযুদ্ধের চেতনাকে ধারন করে। দেশপ্রেম কতোটা ধারন করে সে প্রশ্ন কিন্তু রয়েই যায়। দেশপ্রেম থাকলে, দেশকে এগিয়ে নিতে হলে সবার আগে এদেশের সত্যিকারের শিক্ষাব্যবস্থা চালু করতে হবে, প্রশ্ন ফাঁস করে পরীক্ষায় পাশ করানোর শিক্ষাব্যবস্থা না। শিক্ষিত যুবসমাজের কাজের সুযোগ তৈরি করতে হবে, এতো বছরে যা করেছে তা মোটেই পর্যাপ্ত নয়। আর জনসংখ্যা নিয়ন্ত্রণের অবস্থা তো মাশআল্লাহ ! হুজুররা যদি কিছু বলে, বেশরিয়তী কাজ কারবার, এই ভয়ে "মুখ দিয়েছেন যিনি ..........." র উপর ছেড়ে দিয়েছে।
মালয়েশিয়ার দিকে তাকান। এতো বছর পর মাহাথির নিজের মনোনীত উত্তরসূরীকে পরাস্ত করে আবার কেন এসেছেন ৯২ বছর বয়সে? ক্ষমতার লোভে? ..... একেই বলে দেশপ্রেম।

১০ ই মে, ২০১৮ রাত ১১:২১

অর্ধ চন্দ্র বলেছেন:
ধন্যবাদ,যথাযথ বলেছেন।

তবে মনে রাখতে হবে,মুক্তিযুদ্ধের চেতনার সরকার ক্ষমতায় কতোদিন ছিলো/আছে? বাঁকিটা সময় অন্যরা দেশকে নিয়ে কি করেছে,কোথায় নিয়ে গেছে! আন্তর্জাতিক যা কিছু গর্বিত অর্জন তা কিন্তু এ সরকারের হাত ধরেই।

এ দেশের মানুষ ধর্মভীরু,যার বিকৃত/অপ্রচার চালিয়ে বহু সহিংসতার সৃষ্টি হয়েছে,হচ্ছে। যা এই সাম্প্রদায়িক শক্তির প্রধান অস্ত্র! এখান থেকে বেড়িয়ে আসতে একটু সময়তো লাগবেই বৈকি!

৯| ১০ ই মে, ২০১৮ রাত ১০:৫৮

কেএসরথি বলেছেন: দেশের সবকিছুই কেমন যেন মেইনটেইনন্সের অভাবে নস্ট হয়। এগুলোর অবস্থাও একই রকম হবে!

১০ ই মে, ২০১৮ রাত ১১:৪৯

অর্ধ চন্দ্র বলেছেন:
হাহাহাহা ধন্যবাদ,

এটা দেশের একটা পুরাতন খুঁড়া রোগের মতন!

১০| ১০ ই মে, ২০১৮ রাত ১১:০০

সেলিম আনোয়ার বলেছেন: দারুন তো। দেশের আরো উন্নতি হোক।

১০ ই মে, ২০১৮ রাত ১১:৫১

অর্ধ চন্দ্র বলেছেন:
ধন্যবাদ,
আমাদের দেশ,আমাদের প্রাণ।

১১| ১০ ই মে, ২০১৮ রাত ১১:১২

নায়লা রহমান বলেছেন: সব বিষয়ে না জেনে কারোই মন্তব্য করা উচিৎ নয়। আগে জানেন স্যাটেলাইট কি ,এটি দিয়ে কি হয়।এতে বাংলাদেশের কি লাভ হবে।কতটুকু প্রয়োজন এটির । তারপর এর সমালোচনার প্রশ্ন আসবে।যদি স্যাটেলাইট সম্পর্কে না জানেন তাহলে এখন থেকে আগে কিছুটা হলেও ধারণা নিয়ে আসুন

১১ ই মে, ২০১৮ রাত ১২:০৮

অর্ধ চন্দ্র বলেছেন:
ধন্যবাদ,
একমাত্র যাহারা ব্লগদিয়া ইন্টারনেট চালাইতে শিখিয়াছে,তাহারা ব্যতীত বাঁকীদের স্যাটেলাইট সম্পর্কে সাধারণ জ্ঞান রহিয়াছে!
উহার বেশি জানিতে হইলে গুগুল সার্চ ই কি যথেষ্ঠ নয়!!

১২| ১০ ই মে, ২০১৮ রাত ১১:১৯

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @ বিদ্রোহী ভৃগু,

বঙ্গবন্ধু স্যাটেলাইটের অবস্থান ১১৯.১ ডিগ্রী পূর্ব দ্রাঘিমার কক্ষপথে। এর ফুটপ্রিন্ট বা কভারেজ হবে ইন্দোনেশিয়া থেকে তাজিকিস্তান পর্যন্ত বিস্তৃত। শক্তিশালী কেইউ ও সি ব্যান্ডের মাধ্যমে এটি সবচেয়ে ভালো কাভার করবে পুরো বাংলাদেশ, সার্কভুক্ত দেশসমূহ, ফিলিপাইন এবং ইন্দোনেশিয়া।(বিবিসি)

১১ ই মে, ২০১৮ রাত ১২:১০

অর্ধ চন্দ্র বলেছেন:
ধন্যবাদ,তথ্যসূমহের জন্য।

১৩| ১০ ই মে, ২০১৮ রাত ১১:২২

মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @"নায়লা রহমান,

মেট্রোনিউজ২৪ কে ব্লক করা হয়েছে। আপনিও ঐ পথে হাঁটছেন......


আপনাদের নিউজতো সব বিবিসি বাংলা থেকে কপি করা।(ঢাকা টাইমসও ঐ কাজ করেছে). X(

১১ ই মে, ২০১৮ রাত ১২:১৫

অর্ধ চন্দ্র বলেছেন:
সমালোচকদের আপনা পরিচয়ের সুযোগ দিতে হবে,যদি তা না হয়,তবে সঠিক স্থানে ভুলেরা জায়গা করে নিবে। ধন্যবাদ

১৪| ১১ ই মে, ২০১৮ রাত ১২:১২

সাইন বোর্ড বলেছেন: জনগণের পয়সা খরচ করে চলছে ঢাকঢোলের অায়োজন...

১১ ই মে, ২০১৮ রাত ১২:২১

অর্ধ চন্দ্র বলেছেন:
যে ডেটা প্রযুক্তির কল্যানে আজ আপনি সামু ব্লগে দাপিয়ে বেড়াচ্ছেন,তা কিন্তু জনগনের টাকায় ঢাকঢোল পিটিয়েই শুরু হয়েছিলো!!

১৫| ১১ ই মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩৮

অর্ধ চন্দ্র বলেছেন: @নায়লা রহমান

আপনির লিংঙ্ক ওপেন হয় না

১৬| ১১ ই মে, ২০১৮ রাত ৮:৫৩

রাজীব নুর বলেছেন: একটূ একটূ করে আপনাদের কাছ থেকে জানছি।

১১ ই মে, ২০১৮ রাত ১০:৪৯

অর্ধ চন্দ্র বলেছেন: বলেন কি ভাই!

আমরা তো আপনাদের অনুজকল্প,

১৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩

সনেট কবি বলেছেন: সহমত

১১ ই অক্টোবর, ২০১৮ ভোর ৪:১০

অর্ধ চন্দ্র বলেছেন: ধন্যবাদ প্রিয় ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.