নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চাহিদার শেষ আমার কাছে , আমি সুখী, রাজ্য- প্রজাহীন রাজা , ......

অর্ধ চন্দ্র

আমি মানুষ,আমি গর্বিত এবং দৃঢ় চিত্তে ভীষণ উচ্ছ্বাসিত, স্বপ্নীল সোঁনার বাংলার বিশ্বে মাথা উঁচু, আপনা পূর্ণতা নিয়ে।

অর্ধ চন্দ্র › বিস্তারিত পোস্টঃ

শ্রেষ্ট ধর্ম, হিংস্রতা নয়।

২৫ শে জানুয়ারি, ২০২০ রাত ২:২০


ইসলাম ধর্ম কিংবা যে কোনো ধর্ম সর্ম্পকে একজন মানুষের মনে বিভিন্ন প্রশ্ন আসতেই পারে, আর সে উত্তর জানতে তাকে তার মনের ভাব প্রকাশ করতেই হবে।

যারা ধর্ম জ্ঞানী তাদের কাজ এবং তারা অবশ্যই তার ভুল ভাঙিয়ে সঠিক তথ্য দিবেন, যেনো ঐ মানুষটি ইসলাম বা সেই ধর্মের প্রতি আকৃষ্ট হয়। ধর্ম জ্ঞানীগন সেই মানুষদের মন্তব্যের ব্যাখ্যা না দিয়ে, যদি মূর্খের মতো হৈচৈ করেন,তবে কি মুল সমস্যার সমাধান কোনো দিন সম্ভব?

বর্তমানে তথ্য প্রযুক্তি ও বিজ্ঞানের স্বর্ণযুগে, আপনি পরিপূর্ণ ভাবে, যে কোনো ধর্ম পালন করেন, সেই সাথে বিজ্ঞানের সমস্ত সুযোগের সুবিধা গ্রহন করেন। কিন্ত আপনিই আবার কারো প্রশ্নের যুক্তিযুক্ত ও প্রাসঙ্গিক উত্তর না দিয়ে,নিজে কে ৫০/১০০ বছরের পিছনে নিয়ে যান,এবং নিজের হিংস্র ভয়ঙ্কর ভয়াবহ মূর্খতার চরিত্র প্রকাশ করেন! ব্যাপারটা সত্যিই হাস্যকর!!

আবার এক জন একটা কিছু বললেই কি শ্রেষ্ঠ ধর্ম ইসলামের কোনো ক্ষতি হয়? না কি ইসলাম মুখ থুবড়ে পরে? ইসলাম কি এতই দুর্বল !!

বরং সেই মানুষটিকে সঠিক তথ্য দিয়ে ভুল না ভাঙিয়ে,আপনার হিংস্রতার সর্বচ্চ প্রকাশ করে, তাকে নাস্তিক মুরতাদ ঘোষনা করে, হত্যা,প্রহার কিংবা গ্রেপ্তার করলে , কোনো সভ্য সমাধান কোনো দিনই কি সম্ভব !!

অবশ্য একমাত্র এই দেশেই এটা সম্ভব না। যদি হতো, তবে অনেক ভন্ড মূর্খ লেবাসধারীর, ধর্মকে ঢাল হিসাবে ব্যবহার করে, ধর্ম ব্যবসার চিরোতরে বারোটা যে বেজে যেতো!!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০২০ সকাল ৯:১৩

রাজীব নুর বলেছেন: ধর্ম নিয়ে আলাপ আলোচনা করলেই ধর্ম নিয়ে সব সমস্যার সমাধান এমনিতেই হয়ে যায়।

২| ২৫ শে জানুয়ারি, ২০২০ রাত ৮:১৮

নেওয়াজ আলি বলেছেন: ভালোবাসা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.