নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয়ে বাংলাদেশ

ঢাবিয়ান

ঢাবিয়ান › বিস্তারিত পোস্টঃ

অনলাইন সেলিব্রিটি লুবাবা !!

১৩ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:০৭

বেশ কয়েক মাস ধরে লুবাবা নামের এক মেয়ের বিভিন্ন ভাইরাল হওয়া ভিডিও আমার ফেসবুক ফীডে আসে। ফেসবুক রীল বা ভিডিও আমি বেশিরভাগ সময়েই ইগনর করি। তবে বাচ্চা এই মেয়েটিকে নিয়ে অনলাইনে বেশ মাতামাতি হবার পরে তার কিছু ভিডিও দেখলাম। বাচ্চা একটা স্কুলের মেয়ে বলিউডি নায়িকাদের অনুকরন করে নাচ গান করছে! এমনকি স্কুল ড্রেস পড়েও সে পারফর্ম করছে!! ফেসবুক , ইউটিউবে ভাইরাল হবার সুবাদে সে এখন বেশ পরিচিত এক অনলাইন সেলিব্রিটি।

বাচ্চাদের সঠিক মনোবিকাশে পড়াশোনার পাশাপাশি গানবাজনা , খেলাধুলার প্রতি উৎসাহ দেয়া উচিত। আমাদের ছেলেবেলায় বিটিভির ''নতুন কুড়ির '' কথা মনে পড়ে। '' এখনও কানের কাছে বাজে '' আমরা নতুন আমরা কুঁড়ি নিখিল বন নন্দনে, ওষ্ঠে রাঙা হাসির রেখা জীবন জাগে স্পন্দনে''। লক্ষ আশা অন্তরে ঘুমিয়ে আছে মন্তরে ঘুমিয়ে আছে বুকের ভাষা পাঁপড়ি পাতার বন্ধনে।" ।নতুন কুঁড়িতে বিষয় ছিল গল্প বলা, ছবি আঁকা, দেশাত্মবোধক গান, পল্লীগীতি, একক অভিনয়, সাধারণ নৃত্য, লোক নৃত্য, উচ্চাঙ্গ সঙ্গীত ও নৃত্য, ক্বেরাত, দলীয় নৃত্য ও অভিনয়সহ মোট ২০টি বিভাগে ৩৫টি শাখায়।প্রথম রাউন্ড পার হবার পর দ্বিতীয় রাউন্ডে যারা আসতো, তাদের পারফর্মই টিভিতে দেখানো হতো। নতুন কুরির মাধ্যমে আমরা পেয়েছি সঙ্গীত জগতের জনপ্রিয় গায়িকা কনকচাঁপা, সামিনা চৌধুরী , অভিনেত্রী তারানা হালিম, তারিন, ঈসিতা , মডেল মৌ, রিয়া ইত্যাদি আরো অসংখ্য তারকা।

ট্যলেন্ট হান্টের জনপ্রিয় অনুষ্ঠান নতুন কুড়ি এখন আর নাই। মানুষ এখন নিজেরাই সামাজিক মাধ্যমে পারফর্ম করে ভাইরাল হয়ে জনপ্রিয় হতে চেষ্টা করছে। ভাইরাল এসব অধিকাংশ শিল্পীরই কোন ট্যলেন্টই মুলত নাই। স্রেফ লাইক , কমেন্টের ভিত্তিতে ভাইরাল হয়ে যাচ্ছে। সবসময় যে লাইক পড়ে তাও নয় , হাহা রিএক্ট , নেগেটিভ কমেন্টও ভাইরাল হতে সাহায্য করে। লুবাবার বিভিন্ন ভিডিওতে দেখলাম নোংরা আজেবাজে কমেন্টের আধিক্য । এসব কারনে সে একবার নাকি ডিপ্রেশনে পড়ে নিজেকে অনলাইন থেকে সরিয়ে নেয়ার কথা ভেবেছিল। পরে এসব অগ্রাহ্য করে এগিয়ে যাওয়ার ঘোষনা দেয়!!! এসব দেখে আমি ভাবছি এই বাচ্চা মেয়েটার পরিবারের কথা। কেমন পিতামাতা এরা ? বাচ্চা একটা মেয়ে দুনিয়ার ভাল মন্দ কতটা বোঝে ? তারা কিভাবে তাদের বাচ্চা মেয়েকে প্রাপ্তবয়স্ক নায়িকাদের মত নাচ গান করতে উৎসাহ দিচ্ছে ? মেয়ে ডিপ্রেসনে পড়ার পরও তারা কিভাবে মেয়েকে এগিয়ে যেতে উৎসাহ দেয় ? যারা তার ভিডিওতে আজেবাজে কমেন্ট করছে , তারাতো বোঝাই যাচ্ছে আজেবাজে প্রকৃ্তির লোক। আর এরাইতো লুবাবার ভিডিওর দর্শক। সুস্থ মন মানসিকতার কোন মানুষতো আর লুবাবার ভিডিও দেখবে না। তাহলে আর লুবাবার দর্শকদের গালমন্দ করে লাভ কি ? নোংরা মন মানসিকতার এইসব দর্শকেরাইতো লুবাবাকে ভাইরাল হতে সাহায্য করছে।

লুবাবা দেখতে খুবই মিষ্টি। নাচ গানে যেহেতু তার আগ্রহ আছে , তার পিতামাতার উচিত মেয়েটিকে সঠিকভাবে গাইড করা। তাকে সঠিকভাবে নাচ , গান বা অভিনয়ের তালিম দিলে সে ভবিষ্যতে ভাল তারকা হতে পাবে। তারা পিতামাতার শুভ বুদ্ধির উদয় হোক এই কামনাই করি।

তথ্য সুত্র ঃ উইকিপিডিয়া





মন্তব্য ৫৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫৩) মন্তব্য লিখুন

১| ১৩ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:১৬

নতুন বলেছেন: বর্তমানে অনলাইনে মানুষ কেন জানি সমালোচনাই বেশি করে।

সবাই নেগেটিভ মনভাব নিয়েই কমেন্ট করে।

মানুষের কেন্দে দিয়েছি নিয়ে বাড়াবাড়ীর কারনে সব কিছু ছেড়ে দিতে হবে সেটা ঠিক না।



১৩ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:১৭

ঢাবিয়ান বলেছেন: এত অল্প বয়সী মেয়েটার বলিউড নায়িকাদের অনুকরনে নাচ গান করাকে আপনি সমর্থন করেন ?

২| ১৩ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:২৯

শাওন আহমাদ বলেছেন: সহমত প্রকাশ করছি।

১৩ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:১৮

ঢাবিয়ান বলেছেন: ধন্যবাদ

৩| ১৩ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৩০

মিরোরডডল বলেছেন:




সামুর বাইরে অনলাইনে সেইভাবে না থাকায় অনেক কিছুই জানিনা।
লুবাবা নামও শুনিনি কখনও।

তবে এটা বলবো, অনলাইনের কমেন্ট অ্যাকশান এগুলো খুব সিরিয়াসলি নেয়ার কিছু নেই।
কিছু মানুষ সময়ই কাটায় অনলাইনে অন্যদের বিরক্ত করতে। এটা করে তারা একধরণের মজা পায়।
এসবে রিয়েক্ট করা মানে তাদের মিশন সাকসেস করতে হেল্প করা।
তাই সিমপ্লি ইগনোর করাই বেটার।

১৩ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:২৬

ঢাবিয়ান বলেছেন: আপু , নেগেটিভ কমেন্টকে হ্যন্ডেল করার মত বয়সে পৌছুতেতো হবে আগে। প্রাপ্তবয়স্করাইবা কতটুকু নেগেটিভ কমেন্ট হ্যন্ডেল করতে পারে বলুন? এই ব্লগের কথাই ধরুন। ব্লগার সোনাগাজীর বিরক্তিকর ,আপত্তিকর কমেন্ট কি আমরা অগ্রাহ্য করতে পারছি ? আমরাকি বারবার উনাকে জেনারেল/ ব্যান করার জন্য মডুকে ডাকাডাকি করছি না ? আর সেখানে লুবাবাতো বাচ্চা একটা মেয়ে। আমার মনে হয় মেয়েটাকে বাধ্য করা হয় অনলাইনে পারর্ফর্ম করার জন্য।

৪| ১৩ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৫৬

শায়মা বলেছেন: আমার তাকে খুবই সুন্দর লাগে।

যেমনই দেখতে গুল্লুগাল্লু তেমনই ইনটেলিজেন্ট গার্ল।

ছোট একটা মেয়ে বলে বলে আর ছোটদেরকে আটকে রাখা যাবে না।

সে কিছু ভুলভাল বলে ফেলতে পারে কিন্তু এতে কোনো সন্দেহো নেই সি ইজ ইনটেলিজেন্ট!

আমি সব সময় তার পোস্টে লাইক দেই কোথাও দেখেলই।

খুবই সুন্দর কথা বলতে পারে আর গান গায়।

আমি চাই এই মেয়ে কিছু একটা হোক। অনেক বড় হোক!

অনেক দোয়া আমার তার জন্য!

১৩ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:২৮

ঢাবিয়ান বলেছেন: যে পথে সে এগুচ্ছে তাতে ভবিষ্যতে বড় কিছু হতে পারবে না । কর্দমাক্ত রাস্তায় পড়ার সম্ভাবনাই বেশি।

৫| ১৩ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৩:৫৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: লুবাবার বাবা মাও লোভী। মিডিয়াতে জায়গা নেয়ার জন্য মেয়েকে এগিয়ে দিয়েছে যেখানে সেখানে। আর আছে আমাদের সাংঘাতিক ভাইয়েরা। এনারা হিরো আলম থেকে শুরু করে লুবাবা পর্যন্ত যারেই পায় তার কাছেই হ্যাংলার মত মাইক ধরে থাকে। লুবাবার বিরোধীতা যারা করছে তার লুবাবার ভালর জন্যই করছে, যাতে সময় থাকতে সচেতন হয়। অকালে ঝরে পড়া, ডিভোর্স, আত্মহত্যার মত ঘটনা না ঘটে...

১৩ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:২৯

ঢাবিয়ান বলেছেন: পুরোপুরি একমত আপনার সাথে।

৬| ১৩ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:০৩

ডার্ক ম্যান বলেছেন: এক ভিডিওতে দেখলাম লুবাবা নাকি তাহাজ্জুদ নামাজ পড়ে। আমি বুঝলাম না, এই কথা বলার মানে কি।
মেয়েটাকে বিপথগামী করার জন্য তার বাবা-মা'র লোভ দায়ী।

১৩ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৬

ঢাবিয়ান বলেছেন: বাচ্চা মেয়ে ট্রলের মুখে নিজেকে বাচাঁঁনোর জন্য বলেছে। তাকে কোনভাবেই দোষ দেয়া যায় না তার কর্মকান্ডের জন্য। পিতামাতা জঘন্য টাইপ লোভী তাতে কোন সন্দেহ নাই ।

৭| ১৩ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৫

নতুন বলেছেন: লেখক বলেছেন: এত অল্প বয়সী মেয়েটার বলিউড নায়িকাদের অনুকরনে নাচ গান করাকে আপনি সমর্থন করেন ?

অবশ্যই না।

আর বলিউডি ছিনেমাতে এই ভাবে কেন নাচানাচি করতে হয় সেটা আমি বুঝতে পারিনা। /:)

ছবি দেখতে বসলে প্রায়ই গানের অংশ টেনে টুনেই দেখি আমি আর শারমিন... অযাথা লাফালাফি দেখতে ভালো লাগে না..

১৩ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৯

ঢাবিয়ান বলেছেন: আমার আবার ঐশ্বরিয়া , মাধুরির নাচনা গানা মন্দ লাগে না :)

৮| ১৩ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৩

ফ্রেটবোর্ড বলেছেন: “লুবাবা কার নাতি” লিখে একটা সার্স দেন

১৩ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৬

ঢাবিয়ান বলেছেন: ওহহ সার্চ দিয়েতো পুরাই তাজ্জব। গুনী অভিনেতা প্রয়াত আব্দুল কাদেরের নাতনী !! শিশু শিল্পী হিসেবে সে তার বয়সের উপযুক্ত কাজ করলেতো তার অনেক সুনাম হত। সে কোণ দুঃখে টিকটক, ফেসবুক, ইউটিউবে হিন্দি নাচ গানের অনুকরনে এ ধরনের সস্তা পারফর্ম করে ?

৯| ১৩ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৫

মিরোরডডল বলেছেন:




ঢাবি, পাঁচ মিনিটের একটা ক্লিপ দেখে আসলাম।
হ্যাঁ, এটা একদমই একটা বাচ্চা মেয়ে।

এতো সুইট, রসে ভরপুর।
অনেকই কিউট!!

১৩ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৬

ঢাবিয়ান বলেছেন: আপু , কিছু সুন্দর পারফর্মেন্স আছে যা তার বয়সের সাথে মানানসই ও রুচিশীল। তবে হিন্দি গানের সাথে যেগুলো করেছে সেগুলো নয়। আর তার কথাবার্তাতো খুবই বিরক্তিকর। এই বয়সের একটা বাচ্চা মেয়ে এভাবে কেন কথা বলবে ?

১০| ১৩ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৪৯

শূন্য সারমর্ম বলেছেন:


বয়স আর কত কম হলে বাঙালী ট্রল থেকে নিরাপদ হবে?

১৩ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৮

ঢাবিয়ান বলেছেন: ট্রুল থেকে কেউই মুক্ত নয়। যারা বুদ্ধিমান তারকা , তারা ফেসবুকে একাউন্টই খোলে না। আর খুললেও সেটা ভেরিফাইড হতে দেয় না এবং প্রোফাইল লক করে রাখে।

১১| ১৩ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৯

শেরজা তপন বলেছেন: সমস্যা হইল এই মেয়ে আব্দুল কাদিরের নাতনি। কাদির ভাই (মামা) সুদীর্ঘ সময় ধরে অপেক্ষা করে অবশেষে অন্যের ঘরনী হয়ে যাওয়া প্রথম যৌবনের যেই প্রেমিকাকে বিয়ে করেছিলেন তিনি ছিলেন মিরপুরের প্রথম দিককার এক নাম করা বিউটিপার্লারের অধিকর্তী। এই মহিলা সুন্দরী হলেও চরম তেজস্বী -তার দাপট ও তেজে এলাকায় না কাক ছিল বসতে পারে না। কাদির সাহেব জীবিতকালে এই মহিলার সুর্যের আলোয় সারাজীবন চাঁদ হয়ে ছিলেন। ইনি তার মেয়েকে যে কেতায় মানুষ করেছেন নাতনীকেও সেই একই ধারায় মানুষ করছেন।
আপনি যে উপদেশ দিলেন সেটা খুবই চমৎকার কিন্তু একবার যদি তার দাদী বা মাকে যদি সে কথা সশরীরে কষ্ট করে গিয়ে বলে আসতে পারেন তো ভাল হয়! :)
( আমার মন্তব্য সিরিয়াসলি নিবেন না)

১৩ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩১

ঢাবিয়ান বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনার তথ্যসমৃদ্ধ কমেন্ট এর জন্য। লুবাবার পরিবার সম্পর্কে আমার কিছুই জানা ছিল না। আপনার মন্তব্যে সব খোলাশা হল। দাদী আম্মার কাহানী শুনে পুরাই টাসকি খাওয়ার অবস্থা :)

১২| ১৩ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০০

শেরজা তপন বলেছেন: কাক-চিল*

১৩| ১৩ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০৬

মিরোরডডল বলেছেন:




মেয়েটার কোন পারফর্মেন্স দেখিনি, এক বছর আগের একটা পাঁচ মিনিটের ইন্টার্ভিউ দেখলাম।
কোন কাদের, হুমায়ূন আহমেদের নাটকে অভিনয় করে বদি? যিনি মারা গেছেন?

১৩ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৯

ঢাবিয়ান বলেছেন: হ্যা আপু , হুমায়ুন আহমেদের নাটকের বাকের ভাই এর সঙ্গী বদিই আব্দুল কাদের। কি যে ভাল অভিনয় করতেন আব্দুল কাদের। তার পারিবারিক কাহিনী শুনেতো পুরাই টাশকি খাবার অবস্থা হল। শেরজা ভাই এর মুখে কাহানী শুনে ইউটিউবে গিয়ে দেখে আসলাম লুবাবার দাদীকে :)

১৪| ১৩ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০৮

বাকপ্রবাস বলেছেন: লুবাবা আর শিশু থাকছেনা, ইচড়ে পাকা বলতে যা বুঝায় সেটা হয়ে যাচ্ছে, সবাইকে জ্ঞান দেয়া শুরু করছে, প্রথম দিকে ভাল লাগলেও এখন বিরক্ত ও অরুচিকর মনে হচ্ছে

১৩ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪১

ঢাবিয়ান বলেছেন: আসলে বাচ্চা মেয়েটাকে দোষ দিয়ে লাভ নাই। পারিবারিক পরিবেশই দায়ী ।

১৫| ১৩ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩১

নতুন বলেছেন: লেখক বলেছেন: আমার আবার ঐশ্বরিয়া , মাধুরির নাচনা গানা মন্দ লাগে না :)


ঐশ্বরিয়া তাল সে তাল মিলা....

ঐশ্বরিয়া , মাধুরির -- দিল দোলা রে ....

সেই গুলি অন্য লেভেলের জিনিস.... বর্তমানে যা হয় সেটা স্রেফ জিমনাস্টিস ছাড়া কিছু না...

১৩ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৭

ঢাবিয়ান বলেছেন: একমত আপনার সাথে ।আগের নায়িকাদের নাচ ,অভিনয় ছিল সেই লেভেল এর । এখনকার নতুন নায়ক নায়িকাদের মুভি আমার দেখা হয় না। তাই জানিনা কেমন তারা।

১৬| ১৩ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৩৬

নতুন বলেছেন:

ওর অভিনয়ে ভাল করতে পারবে

১৩ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৯

ঢাবিয়ান বলেছেন: সঠিকভাবে গাইড করলে মেয়েটি অভিনয়ে ভাল করতে পারবে। কিন্ত মেয়েটি সঠিকভাবে চালিত হচ্ছে না , সেখানেই সমস্যা।

১৭| ১৩ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৫

মিরোরডডল বলেছেন:




আব্দুল কাদের প্রিয় অভিনেতাদের একজন।
খুবই মজার ছিলো। কোন সিরিয়াস রোলে দেখিনি, সবসময় ফানি।

নতুনের দেয়া লিংকটা দেখলাম।
এখনই যদি এমন অভিনয় করে, এই পিচ্চিতো সামনে আরও ভালো করবে।


১৩ ই নভেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫১

ঢাবিয়ান বলেছেন: হুমায়ুন আহমেদ এর প্রায় বেশিরভাগ নাটকেই থাকতেন এবং কমেডি চরিত্রে অভিনয় করতেন। সিরিয়াস চরিত্রে কখনো দেখেছি বলে আমারো মনে পড়ে না।

১৮| ১৩ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:৩০

শেরজা তপন বলেছেন: পল্লবীতে আসলেই যে কাউকে জিজ্ঞেস করবেন 'এক্স্ট্রা কেয়ারে'র গল্লি কোনটা। সব্বাই চেনে। ওই গল্লির আশে পাশের আদি কাউরে পাইলে জিগাইয়েন কাহিনী। বদি ভাইয়ের প্রেমটা কিন্তু সলিড ছিল।
তার প্রেম কাহিনী শুনলে আপনি তাজ্জব হয়ে যাবেন! স্কুল প্রেমিকার জন্য তিনি আজীবন চিরকুমার থাকার শপথ নেন। এই মহিলার জন্য প্রায় পয়ত্রিশ বছর অপেক্ষা করেছিলেন। ইনার স্বামী ছিলেন বাংলাদেশ বিমানের অফিসার। সেই ভদ্রলকের মৃত্যর পর তার বিবাহযোগ্য তিন সন্তান্সহ এই মহিলাকে তিনি বিয়ে করেন। তখন কাদের সাহেবের বয়স সম্ভবত ৫০ এর অধিক ছিল!
তবে সবার ধারনা তিনি বিয়ে করে ফেঁসে যান। বাটা বাংলাদেশের জেনারেন ম্যানেজার পদে কর্মরত দারুন ভদ্রলোক শিক্ষিত একজন মানুষ এমন তেজস্বী এক মহিলাকে বিয়ে করে না জানি কিভাবে দগ্ধ হয়েছিলেন।
বাকি গল্প পরে হবে। জনাব কাদেরের কোন সন্তান নেই।

১৩ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:৩০

ঢাবিয়ান বলেছেন: অনেক অজানা কাহিনী জানা হল। ভাল অভিনেতা ও শিক্ষিত হলেও বিড়াট আহাম্মক ছিলেন তাতে কোন সন্দেহ নাই। তানাহলে কি আর বিবাহযোগ্য তিন সন্তানসহ কোন বয়স্ক মহিলাকে কেউ বিয়ে করে!

১৯| ১৩ ই নভেম্বর, ২০২৩ রাত ৮:৪৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: ভিডিও লিঙ্ক দিলে ভালো হত। তাহলে বোঝা যেত কতটা ইঁচড়ে পাকা নাচ সে নেচেছে। মাধুরী লেংটি পড়ে সেক্সি নাচ নাচতেই পারে। কিন্তু একটা ৮/১০ বছরের ফুটফুটে মেয়ে সেই ধরণের নাচ দিলে বুঝতে হবে কোন একটা সমস্যা আছে। সেই বাচ্চার চেয়ে বেশী দায়ী তার বাবা মা। মায়ের চেহারা দেখে পছন্দ হল না। বর্তমান যুগে প্রযুক্তির কারণে সবাই নিজের কাজ কারবার দেখিয়ে সেলিব্রেটি হতে চায়। হিন্দি কিছু চ্যানেলে দেখা যায় ৫/৬ বছরের মেয়ে বলিউড নায়িকাদের মত অশ্লীল নাচ নাচছে আর সেই অনুষ্ঠানের বিচারক হল বলিউদের তারকারা। এগুলি ফালতু কালচার। হিন্দি কালচারের এতো দুরবস্থা আগে ছিল না।

আব্দুল কাদেরের নাতির কাছে থেকে এর চেয়ে বেশী আশা করা যায় না। আমাদের দেশের অভিনয় জগতের লোকদের অবস্থা ভালো না। যদিও বাইরে থেকে মনে হয় এরাই আমাদের আদর্শ। আগে ব্লগে অনল ভাই এই সব নিয়ে লিখতেন। কিন্তু পরীমণির মত সতী সাধ্বী মেয়ের সমালোচনা করায় আমরা তাকে ধুয়ে দিয়েছি। প্রাপ্ত বয়স হওয়ার পরে কেউ শৈল্পিক নাচ করলো নাকি পর্ণ সিনেমা করলো এটা নিয়ে কেউ মাথা ঘামাবে না। কিন্তু শিশুদের এই ধরণের বড়দের উপযোগী নাচে উৎসাহিত না করাই ভালো। আর বর্তমানের হিন্দি নাচের অবস্থার অনেক অবনতি ঘটেছে। যদিও শিল্প বলে চালিয়ে দেয়া হচ্ছে এবং আমরা মেনে নিয়েছি। হিন্দি কালচার আর আমাদের বাংলাদেশের বাঙ্গালী কালচারের মধ্যে অনেক পার্থক্য। যেটা আমরা ধরতে পারি না। আমাদের দেশের ক্লাসিক্যাল নাচ অনেক শালীন এবং উন্নত। সেগুলি না অনুসরন করে মুম্বাইয়ের শিল্পীদের অনুসরন করা হচ্ছে। আপনি উদাহরণ দিয়েছেন নতুন কুড়ির। আসলেই প্রতিভা সন্ধান এবং বিকাশে এই আয়োজনের অনেক ভুমিকা ছিল।

১৩ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:৫৯

ঢাবিয়ান বলেছেন: বাজে পোষাক পড়ে অশ্লীল নাচ নয় , তবে নায়িকাদের অনুকরনে নাচ গান করা কয়েকটা ভিডীও দেখেছি। ফেসবুকে লুবাবা সার্চ দিলেই তার অনেক ভিডিও দেখতে পাবেন।

হিন্দি বলিউডি কালচার আসলে ভারতীয় সংস্কৃতি নয় একেবারেই। বিভিন্ন দেশের নাচ গানের সংমিশ্রন ঘটিয়ে ককটেল বানানো হয় বলিউডে। যাই হোক সিনেমা জগত বিনোদনের জগত। প্রাপ্তবয়স্ক নারী পুরুষদের সিনেমায় নাচ গান খুব স্বাভাবিক বিষয়। কিন্ত অল্প বয়সি বাচ্চাদের এসব করতে দেখলে তা নিতান্তই কুরুচিপুর্ন ঠেকে।

ব্লগার অনল চৌধুরির মিডিয়া জগতের অন্ধকার দিক নিয়ে লেখাগুলো ব্লগের সম্পদ ছিল। রুপালী জগতের মোহে অন্ধ হয়ে যাওয়া অল্পবয়সী মেয়েদের জন্য অনেক শিক্ষনীয় বিষয় ছিল সেসব পোস্টে। একটু হামবড়া ও বদরাগী টাইপের ছিলেন ঠিকই কিন্ত তারপরেও মডু একটু বেশিই কঠোরতা প্রদর্শন করেছিলেন বলে আমি মনে করি। উনাকে জেনারেল করে রাখা যেত। আপত্তিকর কমেন্ট বা পোস্ট মুছে ফেলা যেত। পার্মানেন্ট ব্যান করাটা ঠিক হয়নি।

২০| ১৩ ই নভেম্বর, ২০২৩ রাত ৯:০৭

শায়মা বলেছেন: হিন্দী সিনেমার নাচের আদলে নাচ আমার কোনোদিনও পছন্দ না। আমার শাস্ত্রীয় সঙ্গীত এবং নৃত্যকলাইপছন্দ।

তবুও এই মেয়েটাকে আমার অনেক ট্যালেন্ট মনে হয়। আজকাল অনেক বাচ্চাই এভাবেই কথা বলে। এই মেয়ে একটু বেশি হয়ত বলেছে কিন্তু এর চাইতেও বেশি আছে।

এটা যুগের পরিবর্তন! সারাজীবন কি মানুষ সেই আদিযুগে থাকবে? আমি বা তুমি ১৩ বছর বয়সে যতটা পাকা ছিলাম মনে মনে উপরে উপরে সমাজের ভয়ে বাবা মায়ের ভয়ে কচি খুকি সেজে থাকতাম। এখনকার যুগে ছেলেমেয়েরা তেমন না তাই অনেকেই বাড়িতে বেয়াদপ বলে। কি কলিকাল আইলোরে বলে।

তবে এভাবেই যুগের পরিবর্তনে বাচ্চারা আর থাকবে নাকো বদ্ধ ঘরে। বলবে কথা মুখের পরে।


তবে হ্যাঁ হিন্দী সিনেমা স্টাইল নাচ অসহ্য!!!!!!!!!!!!!!!!!!!! সব বিয়ে বাড়িতে পার্টি পুর্টিতে বাংলা ছেড়ে মানুষ যে কেনো হিন্দী স্টাইলে লম্ফ ঝম্ফ করে আমি বুঝিনা। :(

১৩ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:১০

ঢাবিয়ান বলেছেন: সরি আপু , আপনার সাথে একেবারেই একমত হতে পারলাম না। ইচরে পাকা, অকাল পক্ক শব্দগুলোতো আর নতুন কোণ শব্দ নয়। সব আমলেই ছিল ও আছে। তবে শিশুদের এ ধরনের আচরনের জন্য দায়ী পারিপার্শিক পরিবেশ।যুগ বদল হওয়ার মানে কি থাকবে নাকো বদ্ধ ঘরে বলবে কথা মুখের পরে ? সরি মেনে নিতে পারছি না। এই আমলেও বাচ্চাদেরতো সবাই দেখছি আমরা। সবাই কি এরকম ?

২১| ১৩ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:০৩

ডার্ক ম্যান বলেছেন: ঢাবিয়ান বলেছেন: ভালো অভিনেতা ও শিক্ষিত হলেও বিরাট আহাম্মক ছিলেন তাতে কোন সন্দেহ নাই। তানাহলে কি আর বিবাহযোগ্য তিন সন্তানসহ কোন বয়স্ক মহিলাকে কেউ বিয়ে করে!
এটা তো ব্যক্তি আক্রমণ হয়ে গেল। আমাদের কপালে কোনসময় কি আছে কেউ বলতে পারে না।

১৩ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:১৪

ঢাবিয়ান বলেছেন: আহাম্মক শব্দটা ব্যক্তি আক্রমন হয়ে গেলেও আসলে যুতসই আর কোন শব্দ খুজে পাইনি :)

২২| ১৩ ই নভেম্বর, ২০২৩ রাত ১০:৫২

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: লুবাবা বিতর্কিত হয়েছে আসলে সাম্প্রতিক সময়ের মন্তব্য নিয়ে । সে যে পাকনামো দেখিয়েছে তা হাস্যকর । এছাড়া দেখে থাকবেন সে হিন্দি কালচার বেশি ফলো করছে । এটাও ভালো বিষয় নয় কারণ তার উপস্থাপন ভালো বলে মনে হয়নি ।

এটা অস্বীকার করা যায় না যে একটি ১৩ বছরের মেয়েকে নিয়ে মানুষ যা করছে তা অত্যন্ত নীচ প্রকৃতির কাজ । এমনিতেই এইদেশে নারীদের নিয়ে হোক বা পুরুষ অশ্লীল মন্তব্য করতে মুখিয়ে থাকে । আর এই মেয়েকে নিয়ে যা যা বলেছে মানুষ তা দেখে আমি নিজেই হতবাক হয়ে গেছি !

আমি লুবাবার কর্মকাণ্ড এবং মানুষের এইসব মন্তব্য দুটোর কোনটাকেই সমর্থন করি না ! দুটোই অগ্রহণযোগ্য !!

১৪ ই নভেম্বর, ২০২৩ সকাল ৮:৪১

ঢাবিয়ান বলেছেন: অনলাইনে স্যডিস্ট , পারভার্ট কিসিমের লোকজনে ভর্তি। এদের কাছ থেকে ভাল , রুচিশীল আচরন আশা করেতো কোন লাভ নাই। বাচ্চাদের এই দুনিয়ার বাজে পরিবেশ থেকে প্রটেক্ট করার দ্বায়িত্ব পরিবারের। তার পরিবার এই দ্বায়িত্বটা পালন করছে না।

২৩| ১৩ ই নভেম্বর, ২০২৩ রাত ১১:১২

মনিরা সুলতানা বলেছেন: হ্যাঁ খুব শুনছি ফেসবুকে লুবাবার কথা।

১৪ ই নভেম্বর, ২০২৩ সকাল ৮:৪৩

ঢাবিয়ান বলেছেন: কেমন আছেন আপু ? অনেকদিন পর দেখলাম ব্লগে। পোস্ট নিয়ে আসুন শীঘ্রই

২৪| ১৪ ই নভেম্বর, ২০২৩ সকাল ৯:৫৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমি সেই লুবাবাকেই চিনলাম না, কি আর মন্তব্য করবো? একসময় পরিমনিকেও চিনতামনা যখন ঘটনা ঘটল তখন চিনলাম। :D

১৪ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:২৩

ঢাবিয়ান বলেছেন: আমিও চিনতাম না। হঠাৎ চোখে পড়ল বলা যায়

২৫| ১৪ ই নভেম্বর, ২০২৩ সকাল ১১:৫৯

জুন বলেছেন: ভাল অভিনেতা ও শিক্ষিত হলেও বিড়াট আহাম্মক ছিলেন তাতে কোন সন্দেহ নাই। তানাহলে কি আর বিবাহযোগ্য তিন সন্তানসহ কোন বয়স্ক মহিলাকে কেউ বিয়ে করে! কেন গান বাংলার তাপস ও তো তিন কন্যা সহ মাকে বিয়ে করেছে যার ছোট মেয়েই মনে হয় তাপসের বড় । সে নাকি এখন এক বাচ্চার মা বিতর্কিত নায়িকা বুবলির সাথে প্রেম করছে #:-S
আর ইদানীং ইন্ডিয়ান বিভিন্ন প্রতিযোগীতায় অংশ গ্রহনকারী ছোট ছোট বাচ্চা মেয়েদের বলিউডি পোশাকের নাচ গান দেখলে অবাক হই । সাথে বাবা মায়ের হাততালি। মেয়েটা কিছু বুঝে না কিন্ত বাবা মা ??
আমাদের মন মানসিকতা অনেক নীচুতে নেমে গেছে ঢাবিয়ান ।

১৪ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৪০

ঢাবিয়ান বলেছেন: বিনোদন জগতের খবর খুব বেশি রাখা হয় না। রুপালী জগতের পেছনটা বড় অন্ধকার জগত। তাই এর মাঝে বাচ্চাদের দেখলে খারাপ লাগে। প্রাপ্তবয়স্ক নারী পুরুষ নিজের ইচ্ছায় এই জগতে যাক , তা নিয়ে কিছু বলার নাই। কিন্ত পিতামাতারা সন্তানদের কেন এত অল্পবয়সে ঠেলে দেয় বুঝি না।

২৬| ১৪ ই নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৩

রাজীব নুর বলেছেন: লুবাবা কে চিনি না।
আপনার লেখা থেকেই চিনলাম, জানলাম।
আসলে তথাকথিত সেলিব্রেটিদের নিয়ে আমার কোনো আগ্রহ নেই।

১৪ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৩১

ঢাবিয়ান বলেছেন: আপনার মত অতি বিজ্ঞ ক্রিটিক এর এসব খবর রাখাটা একেবারেই মানায় না !

২৭| ১৪ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:২৬

বিজন রয় বলেছেন: জানা ছিল না। জানলাম।

তবে সমসাময়িক ব্যাপার বটে।
অস্বাভাবিক না।

১৪ ই নভেম্বর, ২০২৩ বিকাল ৫:৩৬

ঢাবিয়ান বলেছেন: ঠিকই বলেছেন অস্বাভাবিক নয়।

অনেকদিন পোস্ট দেন না।নতুন পোস্ট নিয়ে আসুন শীঘ্রই :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.