নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মুহাম্মদ এনামুল হক আপনাদেরই লোক

ঢাকার লোক

বাংলা ভালোবাসি

ঢাকার লোক › বিস্তারিত পোস্টঃ

নিজেদের লোকের গল্প

১১ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:০৬

আজ একটা ছোট খাটো "নিজেদের লোকের" গল্প বলি। গতকাল এনটিভিতে প্রচারিত " আপনার জিজ্ঞাসা" দেখছিলাম, ঢাকা থেকে এক দরিদ্র বিধবা মহিলা প্রশ্ন করলেন, গ্রামে তার এক খন্ড জমি বিক্রি করতে চাইছেন, মহিলার এক আত্মীয় তাকে দাম হিসাবে দশ হাজার টাকা দিয়েছে, গ্রামে গিয়ে জানতে পারেন ঐ জমির বর্তমান বাজার মূল্য এক লাখ টাকা! ঐ আত্মীয় নাকি বেশ পয়সাওয়ালাও! প্রশ্নঃ এখন তিনি কি করবেন?
এই আমাদের নিজেদের লোকের গল্প!

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০২১ সকাল ১০:২৩

চাঁদগাজী বলেছেন:



ইহা কি গল্প হয়েছে, নাকি গল্পের পায়জামা হয়েছে?

১১ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:০৩

ঢাকার লোক বলেছেন: ভাই আপনি দয়া করে পড়েছেন, আবার কষ্ট করে মন্তব্য‌ও করেছেন সেজন্য অসংখ্য ধন্যবাদ। এটিকে গল্পের পায়জামা না বলে বলতে পারেন গল্পের ইনভেলপ! ইনভেলপের ভিতরেই থাকে আসল চিঠি। এখানেও এর ভিতরেই আছে ‌‌কিভাবে এক নিকটাত্মীয়ই এক দরিদ্র বিধবাকে ঠকাতে ওৎ পেতে আছে তার এক নিদারুণ গল্প।
আবারও ধন্যবাদ।

২| ১১ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৪:১৮

রানার ব্লগ বলেছেন: পৃথীবির সব বাশ নিজেদের লোকেরাই আরাম করে দেয়, অন্যের এতো দায় ঠ্যাকে নাই !!!

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ১২:৪৬

জগতারন বলেছেন:
আমাকেও বাশ দিয়াছিল আমার আপন রক্তের সম্পর্কের লোকজন।

৪| ০৭ ই অক্টোবর, ২০২১ রাত ৯:২০

খায়রুল আহসান বলেছেন: আমাদের দেশে মানুষ প্রায়শঃ নিগৃহীত, নির্যা্তিত ও ক্ষতিগ্রস্থ হয় আপন লোকদের কাছেই।
গল্পটা আরেকটু বড় হতে পারতো।

১৮ ই অক্টোবর, ২০২১ রাত ৯:৫২

ঢাকার লোক বলেছেন: শুধু বড় কেন, এ দেশে এ দুঃখের গল্পের শেষ নেই !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.