নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মুহাম্মদ এনামুল হক আপনাদেরই লোক

ঢাকার লোক

বাংলা ভালোবাসি

ঢাকার লোক › বিস্তারিত পোস্টঃ

নিউ ইয়র্কে এক দিন

২১ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪০



নিউ ইয়র্কে জনাব সুলেমান একজন কন্ট্রাক্টর। সরকারি বেসরকারি বিভিন্ন দালানকোঠা মেরামত, ছাদ বদলানো ইত্যাদি কাজ করেন আজ অনেকদিন। তার শ্রমিক টেকনিসিয়ান প্রকৌশলীদের প্রায় সবাই বাংলাদেশী। তাঁর সাথে সেদিন আলাপ হলো, তাঁর একজন শ্রমিকের কথা তিনি বললেন। নাম আবুশি, দেশের কোনো এক অজপাড়াগাঁয়ের সম্পূর্ণ নিরক্ষর লোক। দেশে রিকশা চালিয়ে সংসার চালাতো। ডিভি লটারি পেয়ে নিউ ইয়র্কে আসে দুই যুগ আগে। এসে উনার কোম্পানিতে শ্রমিক হিসাবে কাজ শুরু করে। উনার কথামত আবুশি "ঘড়ি ও চিনতো না" অর্থাৎ ঘড়ির কাঁটা দেখে কয়টা বাজে বুঝতো না ! আজ তার চার ছেলে নিউ ইয়র্কে লেখা পড়া করে ইঞ্জিনিয়ার! সুলেমান সাহেবের আরেক শ্রমিক সালাম, তার মেয়ে নিউ ইয়র্কে ডেন্টিস্ট ! বাবা মায়ের আয় রোজগার কম হলে বাচ্চাদের পড়াশুনায় খরচের ব্যাপারে টিউশন waive করা ছাড়াও সরকার অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকে।
সুলেমান সাহেবের সাথে কথা বলে মনে হলো আমেরিকা সত্যি ল্যান্ড অফ অপর্চুনিটিস যদি একজন এখানকার সুযোগ সুবিধাকে কাজে লাগিয়ে ভালো করার চেষ্টা করে। সাবধান না হলে ছেলেমেয়েদের ধ্বংস হয়ে যাওয়ার পথও যেমন এখানে উম্মুক্ত, যারা সাবধান, উপযুক্ত যত্ন সহকারে ছেলেমেয়েদের বড় করছেন, তাদের জন্য রয়েছে বড় হওয়ার অবারিত সুযোগ।

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪৮

সোনাগাজী বলেছেন:



আপনি কোন শহরে থাকেন?

২১ শে সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৫৬

ঢাকার লোক বলেছেন: আসসালামু আলাইকুম, ভাই ,
আপনাকে একটা ফোন নম্বর দিয়েছিলাম, সুযোগ পেলে একটা কল করবেন বা টেক্সট করবেন। খুশি হবো। আবার কখনো সুযোগ হলে দেখা করবো।

২| ২১ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৮:৩০

শাহ আজিজ বলেছেন: আমার পরিচিত অনেকেই বেশ ভাল করছে বা করেছে ।

২১ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৩৪

ঢাকার লোক বলেছেন: যারা লেখা পড়া করতে চায় তাদের জন্য সুযোগ আছে, সৎ পথে উন্নতি করার সুযোগ আমেরিকায় বেশি। মন্তব্য করার জন্য ধন্যবাদ!

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:০৭

ডার্ক ম্যান বলেছেন: আমার মাঝে মধ্যে ইচ্ছে করে, দেশ ছেড়ে ইউরোপ আমেরিকা পাড়ি জমায়।

২১ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৩৭

ঢাকার লোক বলেছেন: খোঁজখবর রাখুন, সুযোগ আসলে পাড়ি দিবেন !
মন্তব্য করার জন্য ধন্যবাদ !

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:১১

পদাতিক চৌধুরি বলেছেন: বাহা! বেশ আকর্ষণীয় লাগলো আপনার আজকের পোস্টটি। হতভাগা ছিন্নমূলদের কাছে রীতিমতো অনুপ্রেরণার বৈকি।

আমারি এক সহপাঠী কীভাবে ভগিজগি করে পেপার্স করে ইংল্যান্ডে যায়। শুরুতে শুনেছিলাম সে ওখানে পড়াশোনা করার ফাঁকে ফাঁকে সিমেন্টের বস্তা বহনকরে নিজের খরচ ও বাড়িতে টাকা পাঠাতো।পরে তার ভাগ্যের চাকা সম্পূর্ণ বদলে যায়। এখন সে নিজেই ওখানে হোটেল খুলে প্রচুর অর্থশালী হয় উঠেছে। কিন্তু দেশে এলে বড় ভয় দেখায়।স্কিল লেবার না হয়ে কারোর দেশ ত্যাগ না করা উচিত বলে জানাতো।

২১ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৫২

ঢাকার লোক বলেছেন: দক্ষ শ্রমিক হিসাবে বা অনেক লেখাপড়া নিয়ে যারা যান তারা প্রথম থেকেই মোটামুটি ভালো অবস্থানে থাকেন। অন্যদের মাঝে প্রাথমিক অবস্থায় এতটা ভালো অনেকেই থাকেন না, তবে অনেকেই আরো লেখা পড়া করে বা কাজ কর্ম শিখে সময়ের সাথে ধীরে ধীরে ভালো অবস্থানে চলে আসেন। তাদের ছেলেমেয়েরা পড়াশুনা করে অনেকেই ডাক্তার ইঞ্জিনিয়ার ডেন্টিস্ট লইয়ার সহ বিভিন্ন প্রফেশনে প্রতিষ্ঠিত হচ্ছেন।
মন্তব্য করার জন্য ধন্যবাদ !

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:১৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: অভাগাদের ভাগ্য বদলের কাহিনী চমৎকার লেগেছে।

২১ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:০৪

ঢাকার লোক বলেছেন: আমিও সুলেমান সাহেবের কাছে আবুশির চার ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে শুনে অবাক হয়েছি! দেশে থাকলে হয়তোবা বাবার মতো রিকশা চালকই হতো। আমেরিকা এদের জীবন বদলে দিয়েছে! আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম, অসংখ্য ধন্যবাদ !

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১০:২২

খায়রুল আহসান বলেছেন: সততা ও সত্যবাদিতা সর্বোৎকৃষ্ট পন্থা। তার সাথে মেহনত যোগ হলে সাফল্য অনিবার্য।

২১ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ১১:১১

ঢাকার লোক বলেছেন: ঠিক বলেছেন ভাই! সৎপথে থেকে মেহনত করলে এর পুরস্কার আল্লাহ দুনিয়া ও আখিরাত উভয় জগতেই রেখেছেন !! অসংখ্য ধন্যবাদ মন্তব্যের জন্য।

৭| ২২ শে সেপ্টেম্বর, ২০২৩ ভোর ৬:৫০

অগ্নিবেশ বলেছেন: মুসলমানেরা সেকু মাকু ইহুদী নাসারাদের দেশে কেন যাবে? তাও পেটের তাগিতে বা বসবাসের জন্য? তাদের যাওয়া উচিত আফগানিস্তানে যেখানে নারীরা পর্দা করে। বসবাসের জন্য বা জীবিকার জন্য কাফের দেশে যাওয়া হারাম। ইসলামের দাওয়াতের জন্যই একমাত্র কাফের দেশে যাওয়া জায়েজ আছে। এই ব্লগ হচ্ছে সুবিধাবাদী হাফমুসলমানদের জন্য মক্কা, এখানে ইসলামের নামে
এরা যা খুশী বলে যায়।

২২ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৩৬

ঢাকার লোক বলেছেন: একটা দেশে যখন ঈমান আমল নিয়ে চলা, দৈনন্দিন নামাজ এবং এজাতীয় ফরজ ইবাদাতগুলোও করা সম্ভব হবেনা তখন সেদেশে থাকা একজন মুসলমানের জন্য নিষিদ্ধ (সূরা নিসা, আয়াত ৯৭) । আমেরিকা কানাডায় একজন মুসলমান এ ধরনণের কোনো বাধার সম্মুখীন সাধারণত হন না।
অবশ্য একটি মুসলমান প্রধান দেশে থাকার কিছু অতিরিক্ত সুবিধা আছে সে অনস্বীকার্য্য। ধন্যবাদ !

৮| ২২ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৭:২৭

কালো যাদুকর বলেছেন: ভাগ্য সহায় হলে আর সৎ হলে জীবনে অনেক উন্নতী করা যায় অবশ্যই।

২২ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৩৯

ঢাকার লোক বলেছেন: নিশ্চয়ই!
মন্তব্যের জন্য ধন্যবাদ।

৯| ২২ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:১৯

রাজীব নুর বলেছেন: এসব ঘটনা গুলো নাটক সিনেমার মতো।

২২ শে সেপ্টেম্বর, ২০২৩ রাত ৯:৪৩

ঢাকার লোক বলেছেন: হতেই পারে, নাটক সিনেমাতো অনেক সময় সত্য ঘটনা ভিত্তি করেও লিখা হয় !
মন্তব্যের জন্য ধন্যবাদ।

১০| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:১২

সাহাদাত উদরাজী বলেছেন: লোকে এই জন্য আমেরিকা পছন্দ করে।

১১| ২৩ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:০৮

করুণাধারা বলেছেন: দেশে যারা কষ্ট করে জীবন নির্বাহ করতেন এমন কিছু মানুষ আমেরিকায় গিয়ে দেখেছি ভালো আছেন। তাদের ছেলে মেয়েরা লেখাপড়া না করলেও ভালোভাবে জীবিকা নির্বাহ করছে, গাড়ি চালাচ্ছে। যা দেশে ভাবাই যেত না। ভালো লাগে এসব দেখে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.