নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার চিন্তা ভাবনার খোলা খাতা আপনাদের সবার ভালো লাগলে ভালো না লাগলে দুঃখিত

মুর্খদের সাথে তর্ক করতে ভাল্লাগেনা,মুর্খ দের এভয়েড করতে ভাল্লাগে

ধ্রুব অন্যকোথাও

আমাকে অমানুষ ডাকুন

ধ্রুব অন্যকোথাও › বিস্তারিত পোস্টঃ

অপরাজেয়

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৮:০৯

যারা আত্মহত্যা করেন তাদের বলিঃবেচে গেলেন বড় সহজে।যুদ্ধ করে জীবনে জয়ের মানে ও আনন্দটা বুঝলেন না।

যারা ধর্ষন করেন তাদের বলিঃহায়রে এতই লেম তোরা?জ়ীবনটা চটি বইয়ের মত?রসময় গুপ্তার দিদিকে ধর্ষন করলাম আর সেও এনজ়্য় করল??দিল্লীর গণধর্ষন এর দায়ী অপরাধীদের জেলের অন্যান্য কয়েদিরা পিটিয়েছে শুনলাম।এদেরকে দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়া দরকার।নিজের কামের কাছে পরাজিত মানুষ।বিবেকের হাত থেকে পালিয়ে যাওয়া এত সহজ না।

যারা ছিনতাই করেন তাদের বলছিঃহায়রে খেটে খাওয়া এতই কঠিন??

যারা খুন করেন তাদের বলিঃকি আর বলব??????যারা একজন মানুষকে হত্যা সে যেন পুরো মনুষ্যজাতিকেই হত্যা করল।অন্য কোন সমাধান পৃথিবীতে নেই??

উপরের এসব পরাজিত মানুষদের যে কি বলব বুঝে পাইনা????এরা ছাড়াও অন্যান্য(পড়ালেখা,চাকরী) ক্ষেত্রেও পরাজিত দের ছড়াছড়ি।

পরাজিত দের প্রতি সহানুভূতি দেখাতে সমস্যা নেই কিন্তু তাই বলে পরাজয়টাকেই সর্বশেষ সত্য মানাটাই আমার কাছে ঘৃণ্য একটা ব্যাপার......

আমি পরাজিতদের দল ত্যাগ করিলাম...

সবশেষে জ়ুবায়ের ইমন সাহেবের প্রতি শ্রদ্ধা জানাই।আমি যা একটু আধটু কবিতা/গান লিখি তাতে উনার দ্বারা প্রভাবিত ছিলাম বেশ।জীবনে প্রথম লিরিক্স এ ইন্টারেস্ট পেয়েছিলাম উনার লেখাগুলোতেই।বিশেষ করে ব্ল্যাকের আমার পৃথিবীর কবর গানটার লিরিক্স লেগেছিল অসাধারন।উনি এক অপরাজেয়।আল্লাহ উনাকে জান্নাতে নিক।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৮:১২

পরিবেশ বন্ধু বলেছেন: দিক নির্দেশ
অনন্ত শ্রদ্ধা যুবায়ের ভাইয়ের আত্মায়
অপরাজেয় দেখি তারি চলে যাওয়ায়

লেখক বলেছেন: ভাবনা মনে

মাসুদ রানা


হে প্রিয়জন বাধ এ মন
জগত এক দৃশ্য ছবি
শেষ নাই আত্তার গমন
ভাবুক সাজে এ কবি ।

তারি লিলা অনন্ত মেলা
মোরা যে তারি বান্ধা
মানুষ নামের সেরা ভেলা
বুঝি ঘনায়ে জীবন সন্ধা ।

তারি দয়ায় আহার নিদ্রা
তারি দয়ায় এ বাঁচা
তারি নিকট যেতে হবে
ভাঙ্গবে যখন খাঁচা ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ৮:৩৩

ধ্রুব অন্যকোথাও বলেছেন: +++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.