নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার চিন্তা ভাবনার খোলা খাতা আপনাদের সবার ভালো লাগলে ভালো না লাগলে দুঃখিত

মুর্খদের সাথে তর্ক করতে ভাল্লাগেনা,মুর্খ দের এভয়েড করতে ভাল্লাগে

ধ্রুব অন্যকোথাও

আমাকে অমানুষ ডাকুন

ধ্রুব অন্যকোথাও › বিস্তারিত পোস্টঃ

এটা শাহবাগীয় বা ছাগীয় পোষ্ট না।এটা বাংলাদেশের পোষ্ট

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫১

ভেঙ্গেচুরে গড়ে তোলার সময় এখন।যেই আসুক শক্তি-সুবিধা সবসময় কুক্ষিগত থাকে।যেকোন একটি গোষ্ঠীর কাছেই।যতকিছুই হোক না কেন।সাধারন জনতা সবসময় জুতার নিচেই,মাঝে মাঝে উন্নতি হলে বুটের নিচেও চাপা পড়ে।পুলিশি প্রহরায় হারমোনিয়াম,গিটার নিয়ে কনসার্ট কইরা ফাসি ফাসি কইয়া চিল্লাইলে গার্মেন্টস এর কর্মীদের জীবনযাত্রার মান বাড়বেনা।কৃষক তার ফসলের নায্য মূল্য পাবেনা,বেকারত্ব কমবে না।তবুও ধন্যবাদ শাহবাগ আর প্রেস ক্লাবের গণজাগরনকে জামাতের বিরূদ্ধে স্ট্যান্ড+রাজাকারদের ফাসির দাবী তোলায়।



রাজনৈতিক দলগুলোর অসাড়তা আর কূটবুদ্ধি আমাকে হতাশ করেনা আর শুধু রাগান্বিত করে।আর যারা আরো একটু বেকুব তারা বসে যান ফেবু ইনফোতে "আই হেইট পলিটিক্স"লিখেন গিয়া।যার ফলে আরো বড় বেকুবরা যাবে পলিটিক্স করতে।তারপর প্রতি ৩-৪ বছরে ইলেকশনের কিছু মাস আগে থেকে আবারো রং-ঢং।আরেকটা ১/১১ বানান।এবার তো বিএনপি আইবোই।খালেদা জিয়া তো চিঠি লিখেই ফেলসেন।জামাতের মতন একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান চরম মজায় রাজনীতি করে বেড়ায়,এটা কি ধরনের হিসাব??এত এত মুক্তিযুদ্ধের চেতনা পকেটে নিয়ে যারা বইসা আছেন তাদের ঘুম এতদিনে ভাংগসে?তরুন প্রজন্ম কি ইলেকশনের আগে ঘুম থেকে উঠে?জামাত কি জিনিস বুঝেন কিছু?একটা দেশকে তারা না মেনে এতদিন রাজনীতি করেছে,সবখানে লোক স্থাপন করে রেখেছে।সাধারন মানুষের সেন্টিমেন্ট বুঝেন??কমিটমেন্টের কোন অভাব নাই কিন্তু অবাস্তব আন্দোলন দিয়ে কিছুই হবেনা।অন্তত জামাতকে হারাতে যদি চান সরাসরি তাদেরকে নিষিদ্ধ করান বংগবন্ধু কন্যা তো এখন ক্ষমতায়??

ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার সাহস করেন কিভাবে?ইতিহাস জানেন?পৃথিবীর বেশিরভাগ জায়গায় কলোনিয়াল শক্তিকে ওপোজ় করেছেন ধর্মীয় শক্তিরাই।সেটা তো এখন মানবেনা কেউই।কিন্তু এটাই সত্য।পৃথিবীর ইতিহাস দেখেন।আর জামাতের কথা বলি ওরা ব্যবসায়ী প্রতিষ্ঠান আগেই বলেছি।ধর্ম বেচার ব্যবসা।তাও পুরো ধর্ম না।যা বেচলে লাভ সেটাই বেচবে।ওদের বোর্ড মেম্বার দের ধরসেন সেলসম্যান রা মাঠে নামসেন।এখনো কিছুই দেখেন নাই জামাতীদের।এরা ১৪ডিসেম্বরের মতন একটা সুপরিকল্পিত হত্যাকান্ড চালাতে পারে তাদের উত্তরসুরী হিসেবে তারা কিছুই দেখায় নাই।তো সাধু সাবধান।আর রাজীব হায়দার কে শহীদ বুদ্ধিজীবি বানানোর আস্পর্ধা দেখাবেন্না।আমাদের মতন শহীদ বুদ্ধিজ়ীবি পরিবারদের জন্য এটা লজ্জাস্কর ও অপমানজনক।শাহবাগের,প্রেস ক্লাবের গণজাগরন(আন্দোলন নয়)কে ৭১,৫২,৬৯ এর সাথে তুলনা করবেন না এটা অপমানজনক।৫২,৬৯,৭১ এর আন্দোলনকারীরা সরকার বিরোধী আন্দোলন করেছিল।পুলিশ আর আর্মির সাথে এত সুসম্পর্ক ছিলোনা উনাদের।

এখন বিচার নিয়ে দু একটা কথা।বিচারটা এত হাস্যকর হচ্ছিল।সাক্ষ্য পড়লে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যায়।মনে হয় গাজ়া খেয়ে সাক্ষী দিতে আসছেন উনারা।বিশেষ করে কবি রোজীর সাক্ষ্য।আর গভর্ণমেন্ট বিচার করার মুডে নাই সেটা তো বুঝাই যায়।পলাতক রে ফাসি,স্কাইপে কেলেংকারি,কাদের মোল্লার হাস্যকর ও বিচার ও রায়।সব মিলিয়ে আওয়ামীদের ইচ্ছাই যেন বিচার কার্য কে কলংকিত করার।আরো মজার ব্যাপার হল শাহবাগের প্রতি তাদের প্রতিক্রিয়া।হায়রে ব্লগার গোষ্টী নেটের ভিতরের ছাগু-ভাদা খেলা বাস্তবে খেলা কি এতই সহজ???আপনারা নিজেরাই জামাতের করা দাবির পক্ষে বলছেন বিচার কার্য ঠিকমতো হয় নি।পুরাই আজব।আওয়ামী লীগ পাগল-ছাগল হলেও বিশাল সাপোর্ট ও অভিজ্ঞ দল।ক্ষমতা রক্ষার জন্য তারা সব করবে(উদাহারন-তত্ত্বাবধায়ক বিল)...কিন্তু মানুষের জন্য যা করা দরকার তার খবর নাই।

আবার মজার ব্যাপার হলো যে ইকোনোমিস্ট পত্রিকায় সোজা কথায় বলেছে শাহবাগ থেকে ডাক আসবে সরকার পতনের??এটা আবার কি ধরনের কথা??

তো সব মিলিয়ে আমার মনে হয় শাহবাগ-প্রেস ক্লাবের আন্দোলনকে আরো শক্ত হওয়া লাগবে।আরো এক্টিভ ও ডায়নামিক হওয়া লাগবে।নাহয় জামাত আমাদের রক্ত চুষতেই থাকবে।আর সাধারন জনগন চিরকাল ভেড়াই থেকে যাবে।গনজাগরন থেকে আন্দোলনের পথে আপডেট হওয়ার সময় হয়েছে।মিশর বা সিরিয়ার মত নয়।বাংলাদেশী একটা আন্দোলন হোক।অন্য দেশের ব্লগার রা/বামরা কতকিছু করতেছে এখন ওদের মত হওয়া লাগবে।এটা এভাবে না ভেবে ভাবুন আমার দেশের প্রেক্ষিতে কি করা দরকার?এখন কি দরকার মানুষের/দেশের।বাংলাদেশের গনজাগরন না আন্দোলন হোক এটি।শহুরে নেট ব্যবহারকারীদের ও হাতে গোনা মফস্বলের মানুষের আন্দোলন যাতে এটা না হয়।আর এইসব গনজাগরনকে সাধারনত পশ্চিমারা ব্যবহার করে তাদের প্রিয় সরকার বসানোর সুযোগ হিসেবে দেখে।এটাও আমাদের খেয়াল রাখতে হবেই।৪২ বছর আগে পাওয়া স্বাধীনতা রক্ষা আমাদের দায়িত্ব।৪২ বছর আগে পাওয়া দেশটার ভালোমন্দ দেখাটাও আমাদের দায়িত্ব।

দেশ আমাদের একটাই বাংলাদেশ...

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

রাসেল৪৮ বলেছেন: আমার মনের কথাগুলো কিভাবে আপনে জানলেন????????

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

ধ্রুব অন্যকোথাও বলেছেন: এটাই সত্যরে ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.