নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বচ্ছ বিনোদনের প্রতিশ্রুতি!

হীরক পাখি

মেহেদী হাসান আকিব

হীরক পাখি › বিস্তারিত পোস্টঃ

পিচ্চি পাইলট

০১ লা জুন, ২০১৬ দুপুর ১২:১৭

বেশ কিছুদিন আগের ঘটনা। বাসা থেকে বের হতে না হতেই এক বড় আপা ফোন দিল...
- আক্কু...
- জি আপা...
- কোথায় তুই?
- জি বাসা থেকে বের হলাম।
- বিজি নাকি... কোথাও যাবি?
- না আপা... এমনিতেই বের হলাম।
- ওহ আচ্ছা... আমার বাসায় একটু আয় তো। এখুনি...
- ক্যান আপা? মারবা টারবা নাকি?
- আরে নাহ... আগে আয়।
- জি আচ্ছা।
ফোনটা আমিই কেটে দিলাম। বাসা বেশি দূরে না হওয়াতে হেঁটেই গেলাম। কিন্তু একটা বিষয় ঘুর পাক খাচ্ছিল। কি কারণ হতে পারে? কেন ডাকার কারণ টা কি? যাই হোক... সারা পথ হাঁটছি আর ভাবছি।
.
আপু যে বাড়িতে থাকে সেটা সম্ভবত ৪ তলা। কিন্তু উনি থাকে ২য় তলায়। দরজায় নক করবো, এমন সময় ভিতর থেকে আপুর চিৎকার চেঁচামেচি শোনা গেল। আমি তো বেশ ঘাবড়ে গেলুম। ভাবছি... এমনতেই ৪৪০ ভোল্টেজ তার উপর আমি ডাকলে হয়তো প্রতিক্রিয়া আমার উপর দিয়ে যাবে। তাই চুপচাপ দাঁড়িয়ে রইলাম। এমন সময়ে আপু চিৎকার করতে করতে দরজা খুলে দেখে সামনে আমি দাঁড়িয়ে। আপু চমকে গিয়ে থমকে গেল।
- কি রে তুই।
- ইয়ে মানে... ব
- এসে দাঁড়িয়ে আছিস ভঁয়ে? তাই না?
- হুম... বুঝলা কি করে?
- ওই তো বুঝি...
- না মানে ভাবছিলাম... এমনিতেই ৪৪০ ভোল্টেজ রুমের মধ্যে অতিবাহিত হচ্ছে এমন সময় যদি আমি ডাক দিই তাহলে দেখা গেল বিশাল শকে আমি বাঁকা হয়ে গেলুম।
- হে হে হে হারামজাদা... চুপ থাক। ভিতরে আয়...
- হে হে হে...
তারপর আপু একা একাই বক বক করে কাহিনী বলতে বলতে তার রুমের দিকে চলল... আর আমি তার পিছে পিছে।
- আরে আর বলিস না... এই পিচ্চি পাচ্চা গুলা কি যে বান্দর হইছে। তা ভেবলেই আমার মাথা খারাপ হয়ে যায়।
- কেন? কে কি করছে
- ক্যান আছে না আমার পিচ্চি ভাই।
- ওহ... পাইলট?
- হুম তোর পাইলট। পাইলট না রিক্সা চালক...
- হে হে হে... কাহিনী কি? এত খেপেছ যে আজ?
- আরে... পরীক্ষায় করেছে ফেল। তার উপর ধেই ধেই করে আমার রুমে গান ছেড়ে দিয়ে লুঙ্গী ড্যান্স দিতেছে। আমরা কেউই জানি না যে ও ফেল করছে। তো আমি ওর নাচানাচি দেখে মনে করেছি ও খুব ভাল রেজাল্ট করেছে। তাই এসে হাসি মুখে জিজ্ঞাসা করলাম। “কি রে... রেজাল্টের কি অবস্থা?” কি বলল জানিস?
- কি!
- বলল “আরে আমি তো ফেল করছি”
- কি?
- হ্যা। এখন স্যার বলেছে যে আমি ক্লাসে উঠতে পারবো কি না তা নিয়ে স্যাররা বোর্ড মিটিং করে জানাবে।
- মানে সব স্যাররা এক হয়ে মিটিং করবে তোর রেজাল্ট নিয়ে? তারপর জানাবে...
- হ্যা...
তারপর আবার নাচানাচি শুরু করে দিল... তারপর দিলাম ঝাড়ি।
- ওই বান্দর... কেমন পড়লেখা করিস যে ফেল করিস? আবার এইখানে আইসা লুঙ্গী মাথায় তুইল্লা নাচতেছিস। নাম খাটের উপর থেকে। বাইরা আমার রুম থেইক্কা।
- আরে... খেপিস ক্যান আপা? তুই বুঝতে পারছিস না। দেখ... সব স্যার আমাকে নিয়ে মিটিং করবে। সব স্যার ম্যাডামের মুখে আমার নাম। তারা আমাকে নিয়ে আলোচনা করবে। বাহহহ! তোর মাথায় ঢুকবে না। তুই যাহ।
- উফ! পাগল করে দিবি তুই। বাইরা এখান থেকে। তুই আসবি না আমার কাছে আর... যাহহ! ফেল কইরা আবার গর্ব করতেছে। ছাগল কোথাকার।
.
- এইসব বলতে বলতে তুই আসলি। তার ছেড়ে দিলাম। নইলে আজ ওর সাড়ে ১৪ টা বাজিয়ে ছাড়তাম।
- হে হে হে আপা... পাইলট তো আসলেই জিনিয়াস। তোমার মাথায় আসলেই কোন বুদ্ধি নেই। ওই ঠিক আছে... হে হে হে
- তুই থাম... নইলে তোরেও দিমু।
- আচ্ছা...
- এখন কাজের কাজ কর। আমার ল্যাপটপ ঠিক করে তবে বাসায় যাবি।
- ওহ রে... এই জন্যেই এতো আদর করে ডেকিয়াছেন।
- ক্যান... আমি তোরে কাজের জন্য আদর করি?
- নাহহ এমনিতেই। হি...
- হারামি... কাজ কর।
- আমি একটু ওই বান্দরটারে টাইট দিয়ে আসি।
- হুম...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.