নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বচ্ছ বিনোদনের প্রতিশ্রুতি!

হীরক পাখি

মেহেদী হাসান আকিব

হীরক পাখি › বিস্তারিত পোস্টঃ

হাত নেই, পা নেই সে কিভাবে নাচতে পারে?

১০ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:১২

হাত পা না থাকেলও শরীরের ভঙ্গিমা দ্বারা নাচ করা যায়। কিন্তু গাছের দ্বারা এটা কি করে সম্ভব???

রাশিয়ার কালিনিনগ্রাদ... বাল্টিক সমুদ্রের তীরে রয়েছে এমনই এক জায়গা যেখানে গাছেদের রয়েছে অদ্ভুত অবয়ব। তারা এমন ভাবে বেড়ে উঠেছে যেন একেকটি গাছ একেক ভঙ্গিমায় নাচ করছে। কুরোনিয়ান স্পিট ন্যাশনাল পার্কে দেখা যায় এই গাছ। কেয়ারটেকার বনটির নাম দিয়েছেন “ড্যান্সিং ফরেস্ট” আর স্থানীয়রা নাম দিয়েছেন “উন্মত্ত” বন।


এরা বিভিন্নভাবে বেঁকে, কখনো বৃত্তাকারে, কখনো সর্পিল ভঙ্গিতে উপরে উঠে গেছে। বিভিন্ন ধরণের আকৃতি বনের মাঝে তৈরি করেছে মজার এক আবহ।



ভ্রমণকারীরা মনে করেন, ২০ বছরেরও বেশী বয়সী পাইন গাছেরা এরকম অদ্ভুত ভাবে নিজেদের বাঁকিয়ে নিচ্ছে। কয়েক বছর আগে পার্কে ম্যানেজার স্থানীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আহ্বান করেন এই বনের রহস্য উন্মোচন করার জন্য। কিন্তু নিশ্চিত কোন কারণ জানা যায় নি।

কেউ কেউ মনে করেন, মাটির গঠনের কারণে এখানকার গাছেরা অদ্ভুত অবয়ব নিয়েছে। আবার কেউ মনে করেন, এখানকার আবহাওয়া পজেটিভ এবং নেগেটিভ উভয় প্রকার এনার্জি বিরাজ করে। যার দ্বন্দ্বের কারণে এমনটা ঘটে। তবে সবচেয়ে স্বীকৃত মত হচ্ছে, সমুদ্রতীরবর্তী বনটির সারাক্ষণ শক্তিশালী বাতাসের সাথে লড়াই। এই বাতাসের কারণেই নিজেকে টিকিয়ে রাখতে এমন বাঁকিয়ে যায় তারা।

বাঁকা-তেড়া হোক তবুও ডান্সিং ফরেস্ট সত্যিই চমকপ্রদ একটা স্থান। ঘুরে আসলে অভিজ্ঞতার শেষ থাকবে না। শুধু তাই নয় অভিজ্ঞতাটা হবে চমৎকার!!!

মন্তব্য ৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৭

সুলতানা সালমা বলেছেন: মনে হচ্ছে, কতগুলা সাপের ছবি দেখলাম। কি অদ্ভুত!
অনেক ধন্যবাদ নতুন কিছু জানানোর জন্য!

১০ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৪৭

হীরক পাখি বলেছেন: নতুন কিছু জানতে নয় বরং জেনে জানাতেই আমার ভাল লাগে। নতুন কিছু জানানোর জন্য সব সময় চেষ্টা করে চলেছি। সঙ্গেই থাকুন। ধন্যবাদ :-)

২| ১০ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:২১

সাহসী সন্তান বলেছেন: ব্যাপারটা আসলেই অদ্ভুত! তবে আমার মনে হয়, বন অনেক ঘন থাকার ফলেই এমনটা ঘটেছে! গাছ সাধারণত যেদিক থেকে সূর্যের আলো পায়, সেদিকেই হেলে যায়! কারণ সালোকসংশ্লেষণ প্রকৃয়ায় তাদেরকে খাদ্য তৈরি করতে সূর্যের আলোর গুরুত্ব অত্যন্ত বেশি!

ভাল পোস্ট! শুভ কামনা জানবেন!

১১ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১৪

হীরক পাখি বলেছেন: হতে পারে। তবে খুবই অদ্ভুত বিষয়!!

৩| ১০ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৩৫

শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: অভিনব প্রতিবাদ। বন ধ্বংসের বিরুদ্ধে উদ্ভিদরা নিজেরা অভিনব প্রতিবাদ করছে! পরিবেশ বাদীদের উপর ভরসা রাখতে পারছেন না।

যেটা আমরা বাহির থেকে বুঝতে পারছি না।

১১ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:১৬

হীরক পাখি বলেছেন: একটা লাইক বাটন দেয় কেন বুঝিনা। বেশি থাকলে আমি আরো লাইক দিতাম। আপনার কথা সত্যিই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.