নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুর প্রান্তে

নিজেকে জানার চেসটা করছি, নতুন কিছু শেখার চেসটা করছি ।

ইমরান আশফাক

নিজেকে জানার ও খুজে পাওয়ার চেষ্টায় রত আমি, জানি না কবে নাগাদ সফল হবো কিংবা আদৌ হবো কিনা।

ইমরান আশফাক › বিস্তারিত পোস্টঃ

নামাজ দেহের ১১টি উপকার সাধন করে

১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৫২

ইসলাম ধর্মে সবচেয়ে গুরুত্বপূর্ন ইবাদত হচ্ছে নামাজ। আর এ নামাজে শারীরিক ১১টি উপকার সাধন করে থাকে। তা হল:



১। নামাজে যখন সিজদা করা হয় তখন আমাদের মস্তিস্কে রক্ত দ্রুত প্রবাহিত হয়। ফলে আমাদের স্মৃতি শক্তি অনেকবৃদ্ধি পায়।



২। নামাজের যখন আমরা দাড়াই তখন আমাদের চোখ জায় নামাজের সামনের ঠিক একটি কেন্দ্রে স্থির অবস্থানে থাকে ফলে মনোযোগ বৃদ্ধি পায়।



৩। নামাজের মাধ্যমের আমাদের শরীরের একটি ব্যায়াম সাধিত হয়। এটি এমন একটি ব্যায়াম যা ছোট বড় সবাই করতে পারে।



৪। নামাজের মাধ্যমে আমাদের মনের অসাধারন পরিবর্তন আসে। ৫ নামাজ সকল মানুষের দেহের কাঠামো বজায় রাখে।ফলে শারীরিক বিকলঙ্গতা লোপ পায়।



৫। নামাজ মানুষের ত্বক পরিষ্কার রাখে যেমন ওজুর সময় আমাদের দেহের মূল্যবান অংশগুলো পরিষ্কার করা হয় এর ফলে বিভিন্ন প্রকার জীবানু হতে আমরা সুরক্ষিত থাকি।



৭। নামাজে ওজুর সময় মুখমন্ডল ৩বার ধৌত করার ফল আমাদের মুখের ত্বক উজ্জল হয় এবং মুখের দাগ কম দেখা যায়।



৮। ওজুর সময় মুখমন্ডল যেভাবে পরিস্কার করা হয় তাতে আমাদের মুখে একপ্রকার মেসেস তৈরি হয় ফলে আমাদের মুখের রক্ত প্রবাহ বৃদ্ধি পায় এবং বলিরেখা কমে যায়।



৯। কিশোর বয়সে নামাজ আদায় করলে মন পবিত্র থাকে এর ফলে নানা প্রকার অসামাজিক কাজ সে বিরত থাকে।



১০। নামাজ আদায় করলে মানুষের জীবনি শক্তি বৃদ্ধি পায়।



১১। কেবল মাত্র নামাজের মাধ্যমেই চোখের নিয়ম মত যত নেওয়া হয় ফলে অধিকাংশ নামাজ আদায় কারী মানুষের দৃষ্টি শক্তি বজায় থাকে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:৪২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: আন্তরিক ধন্যবাদ শেয়ার করার জন্য --- নামাজ পড়ে আল্লাহর রহমতে আমার মাজার ব্যাথা দূর হয়ে গিয়েছে --- তবে নামাজ নিয়ম মেনে পড়তে হবে -- শুধু সেজদা দিলাম আর উঠলাম -- এভাবে পড়া যাবে না ---
ভাল থাকবেন

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:১৯

ইমরান আশফাক বলেছেন: একমত, ধন্যবাদ।

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:১৭

যমুনার চোরাবালি বলেছেন:
কথা হলো সবই ঠিক আছে। তবে আরো কথা হলো নামাজ শুধুমাত্র বা নামাজের একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহর এবাদত। সেখানে আর অন্যকোন কিছু ভাববার কোন অবকাশ নেই।

আমরা যদি নামাজের সাথে শারিরিক বা মানসিক এসব বিষয় নিয়ে বেশি চর্চা করি তবে এর প্রকৃত উদ্দেশ্যের সাথে অন্যকিছু যোগ হয়ে যায়। ফলে প্রার্থনার জন্য যে ধ্যান দরকার তা ব্যহত হয়। ভাবনার পরিবর্তন হয়। তাই ওসব বাহ্যিক ব্যাপারগুলোকে নামাজের সাথে না জড়ানোই আমার সবথেকে ভালো মনে হয়।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:১৯

ইমরান আশফাক বলেছেন: নামাজ আমাদের জন্য ব্যাধ্যতামুলক, আমি বৈজ্ঞানিক দৃষ্টিভংগিতে দেখানোর চেষ্টা করেছি এর উপকারিতা।

নামাজের ফায়দা আমরা কমবেশি সকলেই জানি। তবে আমি আপনার সাথে একমত যে আমরা ব্যায়ামের উদ্দেশ্যে নামাজ পড়বো না, বরং আল্লাহ আমাদের হুকুম করেছেন বিধায় আমরা নামাজ পড়বো এবং সহিশুদ্বভাবে তা পড়ার চেস্টা করবো।

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:২২

নিজাম বলেছেন: আল্লাহ আপনাকে উত্তম বদলা দান করুন। বর্ণিত উপকারিতা খুবই নগন্য, কম। নামাজের সবেচেয়ে বড় উপকারিতা হলো জান্নাত। দুনিয়া ও আখিরাতের যে কোন সমস্যার সমাধান হলো নামাজ। এগুলি সর্ব প্রথমে উল্লেখ থাকলে ভাল হতো।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:০৯

ইমরান আশফাক বলেছেন: ১০০% একমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.