নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুর প্রান্তে

নিজেকে জানার চেসটা করছি, নতুন কিছু শেখার চেসটা করছি ।

ইমরান আশফাক

নিজেকে জানার ও খুজে পাওয়ার চেষ্টায় রত আমি, জানি না কবে নাগাদ সফল হবো কিংবা আদৌ হবো কিনা।

ইমরান আশফাক › বিস্তারিত পোস্টঃ

ইসরায়েলি নারীকে মুসলিম যুবকের বিয়ে, ইসরায়েলে তোলপাড়

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪১





ইহুদি ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণকারী এক ইসরায়েলি নারীকে বিয়ে করেছে এক আরব মুসলিম পুরুষ। আর এ ঘটনায় তোলপাড় শুরু হয়েছে ইসরায়েলে।



ইসরায়েলের অতি ডানপন্থী একটি রাজনৈতিক দল বিয়ের মিলনায়তনের চারপাশে বিক্ষোভ শুরু করেছে। এ সময় পুলিশের বেঁধে দেওয়া সীমানা অতিক্রম করা হলে চারজনকে গ্রেপ্তার করা হয়। গত রোববার এ বিয়ে সম্পন্ন হয়।



জানা গেছে, ইহুদি হতে মুসলিমে ধর্মান্তরিত নারীর নাম মোরেল মালকা (২৩) এবং আরব মুসলিম পুরুষের নাম মাহমুদ মনসুর (২৬)। এদিকে এই বিয়ের ঘটনা প্রকাশ হলে একটি বামপন্থী সংগঠন মোরেল এবং মাহমুদকে বিয়ের জন্যে অভিনন্দন জানিয়ে স্লোগান দিয়েছে। লেহাভা গ্রুপের বিক্ষোভের বিরুদ্ধে একটি পাল্টা বিক্ষোভের আয়োজন করেছে।



ইসরায়েলের রাষ্ট্রপতি রুবেন রিভলিন স্বয়ং এ বিয়ের পক্ষে অবস্থান নিয়েছেন এবং ইসরায়েলি মিডিয়া কর্তৃক বিরূপ মন্তব্যের শিকার হয়েছেন।

ইহুদি ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণকারী এক ইসরায়েলি নারীকে বিয়ে করেছে এক আরব মুসলিম পুরুষ। আর এ ঘটনায় তোলপাড় শুরু হয়েছে ইসরায়েলে।



ইসরায়েলের অতি ডানপন্থী একটি রাজনৈতিক দল বিয়ের মিলনায়তনের চারপাশে বিক্ষোভ শুরু করেছে। এ সময় পুলিশের বেঁধে দেওয়া সীমানা অতিক্রম করা হলে চারজনকে গ্রেপ্তার করা হয়। গত রোববার এ বিয়ে সম্পন্ন হয়।



জানা গেছে, ইহুদি হতে মুসলিমে ধর্মান্তরিত নারীর নাম মোরেল মালকা (২৩) এবং আরব মুসলিম পুরুষের নাম মাহমুদ মনসুর (২৬)। এদিকে এই বিয়ের ঘটনা প্রকাশ হলে একটি বামপন্থী সংগঠন মোরেল এবং মাহমুদকে বিয়ের জন্যে অভিনন্দন জানিয়ে স্লোগান দিয়েছে। লেহাভা গ্রুপের বিক্ষোভের বিরুদ্ধে একটি পাল্টা বিক্ষোভের আয়োজন করেছে।



ইসরায়েলের রাষ্ট্রপতি রুবেন রিভলিন স্বয়ং এ বিয়ের পক্ষে অবস্থান নিয়েছেন এবং ইসরায়েলি মিডিয়া কর্তৃক বিরূপ মন্তব্যের শিকার হয়েছেন।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪৮

পরিবেশ বন্ধু বলেছেন: ভাল সংবাদ

২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১৫

শাহ আজিজ বলেছেন: ফিলিস্তিন,লেবানন,ইস্রাইলে মুসলিম , ইহুদী ও খ্রিশ্চিয়ান আন্তঃ বিবাহ মুসলিম যুগের প্রথম থেকেই চালু আছে। এতে ধর্মান্তরিত হওয়া লাগেনা। আমি দীর্ঘ সময় লেবানিজ,ফিলিস্তিনি ও ইস্রাইলিদের সাথে মিশেছি । ওদের বক্তব্য কিতাবিদের মধ্যে বিবাহ রাসুল অনুমোদন করে গেছেন। এটি নতুন কোন খবর নয় ।

২১ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩০

ইমরান আশফাক বলেছেন: ঠিক বলেছেন।

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:০৫

ইমরান আশফাক বলেছেন: তবে এখানে ইসরাইলিদের আপত্তির কারন মেয়েটি প্রথমে ইসলাম ধর্ম গ্রহন করেন এবং তারপর একজন মুসলিমকে বিবাহ করেন। এই দুইটি ঘহটনা ওদের মনে জ্বালা ধরায় দেয়ার জন্য যথেস্ট।

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ দুপুর ১২:৩৪

শাহ আজিজ বলেছেন: ইসরায়েল ও হামাসের সংঘর্ষের পরে ওরা কঠিন পদক্ষেপ নিয়েছে। আদি ইহুদী যারা লেবানন বরতমান ফিলিস্তিন ,ইসরায়েল, জর্ডান ,সিরিয়া,ইরাকে বসবাসরত তারা কিন্তু ৪৭ থেকে আগত ইমিগ্রানট ইহুদিদের থেকে আলাদা। কারন এই ইমিগ্রানটরা মুল ইহুদিদের অনেক কিছুই পালন করেনা এবং তাদের প্রায় সবাই অনারব। আমরা যারা এই বিষয়টি জানি তারা কখনো ইহুদিদের গালাগাল করিনা কারন নবী মুহাম্মাদ ইহুদী ছিলেন , তার ধর্মকে কেন গালাগাল করব।করব যারা স্থানীয় ফিলিস্তিনিদের জায়গা দখল করে উৎখাত করছে তাদের।

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২৭

ইমরান আশফাক বলেছেন: নবী মুহাম্মাদ ইহুদী ছিলেন , তার ধর্মকে কেন গালাগাল কর??????

এই তথ্যটা কোথায় পেলেন? আমি তো জানতাম না!

২২ শে সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৩১

ইমরান আশফাক বলেছেন: একটা গুরুত্বপূর্ন তথ্য দিয়েছেন, এই আরব এবং অনারব ইহুদিদের সম্পর্ক। এটিও জানতাম না। ওখানে কার দাপট বেশী? আরব ইহুদি নাকি অনারব ইহুদিদের?

৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৬

শাহ আজিজ বলেছেন: অনারব ইহুদিরা এগিয়ে কারন তারা বা তাদের পূর্বপুরুষরা মার খেতে খেতে অন্য জাতি বা ধর্মের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছে। এই অনারব ইহুদিরা যন্ত্র শিল্প ও আবিস্কারে পৃথিবীর অগ্রসরমান একটি গ্রুপ। ৪৭ থেকে জায়গা নিয়ে তারা প্রথমেই পারমানবিক বোমা বানাল আর অস্ত্র তৈরিতে মনযোগ দিল । এভাবেই তারা আজকের স্থানে এসেছে।

মুহাম্মাদ (সা) বনু হাশমি নামক গোত্রের ইহুদী পরিবারে জন্ম নেন। তাদের আত্মীয়দের অনেকেই খ্রিষ্টান ধর্ম পালন করতেন । নবি মুহাম্মাদ যৌবনে পৌত্তলিক প্রথার বিরুদ্ধে অবস্থান নিলেন এবং তারা মক্কার পৌত্তলিক পুজায় অংশ নিতেন না । এক সময় অহি নাজিল এবং তার পরের ঘটনা তোঁ আপনার জানা । বিস্তারিত জানতে উইকি লগিন করে জানুন বিস্তারিত ইতিহাস ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.