নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুর প্রান্তে

নিজেকে জানার চেসটা করছি, নতুন কিছু শেখার চেসটা করছি ।

ইমরান আশফাক

নিজেকে জানার ও খুজে পাওয়ার চেষ্টায় রত আমি, জানি না কবে নাগাদ সফল হবো কিংবা আদৌ হবো কিনা।

ইমরান আশফাক › বিস্তারিত পোস্টঃ

খুব সহজে ঘরেই তৈরি করুন সুস্বাদু মোজারেলা চীজ!

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪০





দোকান থেকে মোজারেলা চীজ কেনার কথা শুনলে অনেকেই আঁতকে ওঠেন। আর আঁতকে ওঠার কারণও আছে বটে। অতিরিক্ত দাম ও খুবই কম পরিমানের জন্য মোজারেলা চীজ কেনার ইচ্ছা থাকলেও সামর্থ্য হয় না অনেকেরই। কিন্তু কিছু বিশেষ খাবার যেমন পিজা, চিজ স্টিক ইত্যাদি খাবার তৈরি করতে তো মোজারেলার বিকল্প নেই। তাই ঘরেই মোজারেলা চীজ বানানোর রেসিপিটি হয়তো অনেকেই খোঁজেন।



খুব সহজেই ঘরেই বানানো যায় মোজারেলা চীজ। খুব বেশিক্ষন সময়ও লাগে না এতে। সব মিলিয়ে ৩০ মিনিট সময় হাতে থাকলেই বানিয়ে ফেলতে পারবেন মোজারেলা চীজ। খাঁটি দুধ দিয়ে যত্ন করে তৈরি করা হয় বলে খেতেও অসাধারণ হয় ঘরে তৈরি চীজ। আসুন জেনে নেয়া যাক বাড়িতেই মোজারেলা চীজ তৈরীর সহজ পদ্ধতি।









উপকরণঃ





খাঁটি গরুর দুধ ৪ লিটার



দেড় চা চামচ সাইট্রিক এসিড (১/৪ কাপ পানিতে গুলাতে হবে)



১/৪ কাপ তরল রেনেট অথবা ১/২ টি ট্যাবলেট রেনেট (১/৪ কাপ পানিতে গুলাতে হবে)



১ চা চামচ মিহি গুঁড়ো লবণ



খাবারের তাপমাত্রা মাপার থার্মোমিটার



লোহার পাত্র



(সাইট্রিক এসিড ও রেনেট বড় মশলার দোকান বা সুপার শপে খুঁজলেই পাবেন









প্রস্তুত প্রণালীঃ



বড় লোহার পাত্রে দুধ ঢেলে মাঝারি আঁচে জ্বাল দিন।



দুধ নাড়তে নাড়তে কিছুক্ষন পড়ে তাপমাত্রা ৫৫ ডিগ্রি হলে দুধে সাইট্রিক এসিড দিয়ে নাড়তে থাকুন। এক কাপের চার ভাগের এক ভাগ সাইট্রিক এসিড দিতে হবে।



এরপর ধীরে ধীড়ে তাপমাত্রা আরেকটু বেড়ে ৮৮ হলে রেনেট-এর মিশ্রনটি ঢেলে দিন। এ সময়ে দুধটা কিছুটা ঘন হয়ে আসবে এবং হালকা ছানা হয়ে চামচে লেগে যাবে।



তাপমাত্রা ৯০ তে উঠলে প্রায় পুরো দুধটাই ছানা হয়ে যাবে। এ সময়ে খুব ধীরে ধীরে নাড়তে হবে। নাহলে পনির ঠিকমত জমবে না।



তাপমাত্রা ৯৫-১০৫ ডিগ্রি হলে পনিরটা ঘন যাবে এবং পানি আলাদা হয়ে যাবে।



ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে রাখতে হবে কিছুক্ষণ।



১০৫ ডিগ্রিতে আরো কিছুক্ষন জ্বাল দেয়ার পর ঢাকনা তুলে জমে যাওয়া পনির আলাদা করে পানি ঝরানোর জন্য চালনিতে রাখুন।



পনিরের পানিতে সামান্য লবণ দিয়ে চুলার আঁচ বাড়িয়ে জ্বাল দিন।



তাপমাত্রা ১৭৫ হলে চালনি সহ পনিরটাকে কিছুক্ষন ডুবিয়ে রাখুন।



এরপর চালনি থাকে পনিরটাকে তুলে ভালো করে চিপে পানি ছাড়িয়ে ফেলুন।



পনিরটাকে ভালো করে মথে নিন এবং হাত দিয়ে গোল বলের মত আকৃতি দিন।



বরফ পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন পনিরটিকে। এতে পনিরটি আরো ভালো করে জমবে।



ব্যস হয়ে গেলো মজাদার মোজারেলা পনির।



বাক্সে ভরে মুখ আটকে ফ্রিজে বেশ কিছুদিন সংরক্ষণ করা যায় এই পনির।











মন্তব্য ১৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৪৯

আরমিন বলেছেন: এত কস্ট করতে পারবো না, টাইম নাই !

০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৩১

ইমরান আশফাক বলেছেন: আমারও ত্রাহি মধুসুদন অবস্হা।

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ বিকাল ৪:৫২

খেলাঘর বলেছেন:

'রেনেট' আবার কি জিনিষ?

০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৯

ইমরান আশফাক বলেছেন: ছবি দিলাম, দেখে নিন।

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬

অপাপবিধ্য বলেছেন: অসাধারন :D

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৬

দৃষ্টিসীমানা বলেছেন: প্রিয়তে নিলাম ।ভাবতে ভাল লাগছে ,আমি মোজারেলা চিজ বানাতে পারবো ।
শুভ কামনা ।

০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৮

ইমরান আশফাক বলেছেন: ধন্যবাদ, আপনার ব্লগে আমি নিয়মিত আসা-যাওয়া করি বিভিন্ন রেসিপির খোজে।

৫| ০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:৫০

আউলাঝাউলা পাগল বলেছেন: ভাল লাগলো পোষ্টটি

৬| ০৫ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:১৭

মহান অতন্দ্র বলেছেন: হুম ভাল লাগলো পোষ্টটি। হেসেল ঘরে আপনার ভালই দখল দেখছি :#)

০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৫

ইমরান আশফাক বলেছেন: এইবার একটু বাইরে ছুটাছুটি করার সময় এসে গেছে।

৭| ০৫ ই জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৫১

সুমন কর বলেছেন: ;)

৮| ০৫ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৫৩

কলমের কালি শেষ বলেছেন: জেনে রাখলাম । :D

০৬ ই জানুয়ারি, ২০১৫ সকাল ১০:০৯

ইমরান আশফাক বলেছেন: ধন্যবাদ।

৯| ১০ ই জানুয়ারি, ২০১৫ সকাল ৮:২৬

আই রানা বলেছেন: !:#P নতুন কিছু খাওয়া হবে

১১ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৪

ইমরান আশফাক বলেছেন: হ্যা, আমাদের জন্য নতুনই এই পনির।

১০| ১৯ শে জানুয়ারি, ২০১৫ রাত ১২:০৮

আরজু পনি বলেছেন:

আপনার পুরো ব্লগটাকেই তো প্রিয়তে নিতে ইচ্ছে করছে !

কী করি বলুন তো !

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০৭

ইমরান আশফাক বলেছেন: পুরো ব্লগটাই প্রিয়তে নিয়ে নিন ভাই, নিয়ে নিন। আমার কোন আপত্তি নাই। দেরি করলে আপনার ইচ্ছাটা না ও থাকতে পারে।

১১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৮

শায়মা বলেছেন: বাহ বাহ বাহ ভাইয়া!!!!!!!

১২| ১৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩৪

নতুন নকিব বলেছেন:



ভেরি নাইস! কৃতজ্ঞতা আবারও।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.