নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুর প্রান্তে

নিজেকে জানার চেসটা করছি, নতুন কিছু শেখার চেসটা করছি ।

ইমরান আশফাক

নিজেকে জানার ও খুজে পাওয়ার চেষ্টায় রত আমি, জানি না কবে নাগাদ সফল হবো কিংবা আদৌ হবো কিনা।

ইমরান আশফাক › বিস্তারিত পোস্টঃ

সতীদাহ প্রথা বন্ধের প্রথম সরকারি প্রচেষ্টা মুসলিমরা করেছিলেন।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৬




আপনারা সবাই জানেন, হিন্দু ধর্মের একটি গোড়া প্রথার নাম হচ্ছে ‘সতীদাহ প্রথা’। এ প্রথা অনুসারে স্বামীর মৃত্যুর পর চিতায় মৃত স্বামীর সাথে জীবন্ত স্ত্রীকেও পুড়িয়ে হত্যা করা হতো। তবে কোন মানুষই চায় না জীবন্ত দগ্ধ হতে, তাই ঐ বিধবা মহিলাটি পালিয়ে বাচার চেষ্টা করতো, কিন্তু হিন্দু গোড়া সমাজ, ঐ মহিলাটিকে টেনে-হেচড়ে-পিটিয়ে এরপর অগ্নিকুন্ডের মধ্যে নিক্ষেপ করতো।


তবে মজার ব্যাপার হচ্ছে, অনেকে দাবি করে থাকে রামমোহন রায় নাকি হিন্দুদের সতিদাহ প্রথা বন্ধ করেছিল। অনেকে দাবি করে, ব্রিটিশ বেনিয়া উইলিয়াম বেন্টিঙ্ক আইন করে সতিদাহ বন্ধ করেছিলো। আসলে মূল সত্য অন্যটা। প্রকৃতসত্য হচ্ছে, এর বহু আগেই মুসলিম শাসকরা বিভিন্ন সময় আইন করে এ নির্মম প্রথা বন্ধ করেন, কিন্তু ইতিহাসে শুধু রামমোহন ও বেন্টিঙ্কের কথাই উল্লেখ করা হয়। যেমন:


১. সতীদাহ প্রথা বন্ধের প্রথম সরকারি প্রচেষ্টা মুসলিমরা করেছিলেন। মুহাম্মদ বিন তুঘলক সর্বপ্রথম এই প্রথা বন্ধের চেষ্টা চালিয়ে ছিলেন। [L. C. Nand, Women in Delhi Sultanate, Vohra Publishers and Distributors Allahabad 1989]


২. মুঘল সম্রাটদের মধ্যে যারা সতীদাহ প্রথা বন্ধ করতে চেয়েছিলেন, তাদের মধ্যে হুমায়ূন স্থানীয় হিন্দুদের প্রতিবাদের মুখে পড়েছিলেন। [Central Sati Act – An analysis by Maja Daruwala is an advocate practising in the Delhi High Court. Courtsy: The Lawyers January 1988. The web site is called "People's Union for Civil Liberties"]


৩. অনেক সময় মুঘল প্রসাশন থেকে বিধবা মহিলাদের পেনশন বা উপহার দেওয়া হতো সতীদাহ না করার জন্য। [উপরের সূত্র দ্রষ্টব্য]


৪. শিশুদের এই প্রথা থেকে রক্ষা করা হয়েছিল। সম্রাট শাহজাহানের সময় নিয়ম ছিল কোনো অবস্থাতেই যেসব মহিলাদের সন্তান আছে তাদের দাহ হতে দেওয়া হবে না। [XVII. "Economic and Social Developments under the Mughals" from Muslim Civilization in India by S. M. Ikram edited by Ainslie T. Embree New York: Columbia University Press, 1964. This page maintained by Prof. Frances Pritchett, Columbia University]


৫. সব থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হয় সম্রাট আওরঙ্গজেবের সময়। ১৬৬৩ সালের ডিসেম্বর মাসে তিনি রুল জারি করেন, যেকোনো পরিস্থিতিতে মুঘল কর্তৃক নিয়ন্ত্রিত দেশের কোথাও সতীদাহ ঘটতে সরকারি অনুমতি দেওয়া হবে না। ইউরোপীয় পর্যটকদের বর্ণনা অনুযায়ী সম্রাট আওরঙ্গজেবের শাসনামলের শেষের দিকে সতীদাহ প্রথা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, শুধু রাজাদের স্ত্রীরা ব্যতীত। [XVII. "Economic and Social Developments under the Mughals" from Muslim Civilization in India by S. M. Ikram edited by Ainslie T. Embree New York: Columbia University Press, 1964. This page maintained by Prof. Frances Pritchett, Columbia University]


মূলত: এ উপমহাদেশে মুসলিম শাসন ছিলো হিন্দুদের জন্য আশির্বাদ স্বরূপ। এখানে যদি মুসলমানরা শাসন না করতো, তবে হিন্দুরা সভ্যতা কি জিনিস তা হয়ত জানতোই না, তখন তাদের জীবন হতো অ্যামাজন জঙ্গলের জঙলী উপজাতিদের মত।

মন্তব্য ১৮ টি রেটিং +১/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১০:২৩

মেহেদী_বিএনসিসি বলেছেন: কোন অসুবিধা নাই......বাংলাদেশে আমরা মুসলমানরাই আবার অলরেডি সেটা চালু করেছি........ :P

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৬

ইমরান আশফাক বলেছেন: মুসলিম বলে নয়, বলেন ক্ষমতালোভীরা এই কাজটি করছেন। আপনারা কথায় কথায় মুসলিম সন্ত্রাসী বলেন কেন? এরা কি ইসলামের জন্যে পেট্রোল বোমা মারছে? মারছে ক্ষমতার গদীর জন্য।

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:০৮

আহলান বলেছেন: কি নিষ্ঠুর মানুষ ...জ্যান্ত পুড়িয়ে মারে ....প্রথা হিসাবে ....

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ১১:১২

ঢাকাবাসী বলেছেন: হা হা হা মুসলমানরাই আবার দাহ প্রথা চালু করেসি!

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:২০

ভূতের কেচ্ছা বলেছেন: কোন অসুবিধা নাই......বাংলাদেশে আমরা মুসলমানরাই আবার অলরেডি সেটা চালু করেছি

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৩৯

ইমরান আশফাক বলেছেন: মুসলমান নামধারী হয়তো কেউ কেউ পেট্রল বোমা নিক্ষেপ করে মানুষসহ অনেক কিছুই জ্বালিয়ে দিচ্ছে (আন্দোলনের নামে), কিন্তু তাতে আপনার কোন অসুবিধা নেই কেন?

৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৩৪

চাঁদগাজী বলেছেন:


মুসলমানেরা এখন সবার পেছনের সারিতে

১১ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৫

ইমরান আশফাক বলেছেন: সেটা আমাদের কর্মদোষে, স্বীকার করতে আপত্তি নেই। কিন্তু পোস্টে যেটা বলা হচ্ছে সেই ব্যাপারে আপনার মতবাদ দেন।

৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৫:৪১

চলতি নিয়ম বলেছেন: =p~ =p~

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬

ইমরান আশফাক বলেছেন: হাসির কি ঘটলো এরমধ্যে!!!!!

৭| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:১৬

প্রামানিক বলেছেন: অনেক কিছু জানা হলো। ধন্যবাদ

৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৭

ইমরান আশফাক বলেছেন: হরতালের নামে মানুষ পুড়িয়ে হত্যা করা মোটেও সমর্থনযোগ্য নয় (আমি হরতাল প্রথাই সমর্থন করি না) তবে এটি দ্বারা সতীদাহ প্রথাকে বৈধতা দেয়ার চেষ্টা কোন ধরনের মানুষিকতা :-& ! কয়েকজনের মন্তব্য পড়ে রীতিমত অবাক হয়ে গেলাম। :||

৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:৪৩

চাঁদগাজী বলেছেন:


মনে হয়, মুসলামানেরা আবার চালু করবে।

১০| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:০৫

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: ভূতের কেচ্ছা বলেছেন: কোন অসুবিধা নাই......বাংলাদেশে আমরা মুসলমানরাই আবার অলরেডি সেটা চালু করেছি

১১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:৫২

মহান অতন্দ্র বলেছেন: নৃশংস ইতিহাস। চমৎকার উপস্থাপন। প্রিয়তে নিলাম ।

২৩ শে মে, ২০১৫ রাত ১১:০৪

ইমরান আশফাক বলেছেন: ধন্যবাদ অতন্দ্র, মহান অতন্দ্র।

১২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০৬

মনিরা সুলতানা বলেছেন: অনেক কিছু জানলাম ।।
ইতিহাস আসলে থেকেই যায় ।।

১৩| ১৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১১:৩২

নতুন নকিব বলেছেন:



নৃশংসতার করুন ইতিহাস হচ্ছে সতীদাহ প্রথা। উপস্থাপনা অনবদ্য। কৃতজ্ঞতা অশেষ।

ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.