নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুর প্রান্তে

নিজেকে জানার চেসটা করছি, নতুন কিছু শেখার চেসটা করছি ।

ইমরান আশফাক

নিজেকে জানার ও খুজে পাওয়ার চেষ্টায় রত আমি, জানি না কবে নাগাদ সফল হবো কিংবা আদৌ হবো কিনা।

ইমরান আশফাক › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের জাতীয় ক্রিকেটারদের কার বেতন কত

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:১৬



২০১৪ ব্যর্থতাসহ নানা কারণেই নতুন বছর বেতন বাড়েনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের। তবে নতুন বছরে বেতন না বাড়লেও বিসিবির চুক্তিতে ক্রিকেটারের সংখ্যা বেড়েছে।


২০১৪ সালে চুক্তিকৃত খেলোয়াড়ের সংখ্যা ছিল ১২। কিন্তু এবার তা বাড়িয়ে ১৪ জন করা হয়েছে। চুক্তি থেকে বাদ পড়েছেন জাতীয় দলের সিনিয়র ক্রিকেটার আবদুর রাজ্জাক, রবিউল ইসলাম ও সোহাগ গাজী। নতুন ঢুকেছেন অভিজ্ঞ ইমরুল কায়েস ও শফিউল ইসলাম। তরুণদের মধ্যে থেকে স্পিনার তাইজুল ইসলাম, পেসার আল আমিন ও স্পিনার আরাফাত সানি।


যাদের মধ্যে তাইজুল,আল আমিন ও আরাফাত সানী বেতন পাবেন ‘ডি’ক্যাটাগরিতে। ‘ডি’ক্যাটাগরিতে খেলোয়াড়দের বেতন ৬০ হাজার টাকা। ইমরুল, রুবেল হোসেন, নাসির হোসেন ও শফিউল পাবেন ‘বি’ক্যাটাগরিতে বেতন ১ লাখ ২০ হাজার টাকা। তবে মুমিনুল হক আর এনামুল হক বিজয়ের উত্তরণ ঘটবে ‘সি’শ্রেণীতে। ‘সি’ ক্যাটাগরিতে বেতন ৯০ হাজার টাকা। রাজ্জাক বাদ পড়ায় ‘এ’শ্রেণীতে থাকবেন শুধু মাহমুদউল্লাহ যেখানে বেতন ১ লাখ ৭০ হাজার টাকা।
বিসিবির প্রথম ‘এ+’ক্যাটাগরিতে থাকবেন আগের চার ক্রিকেটারই। তারা হলেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, ওয়ানডে সহ-অধিনায়ক সাকিব আল হাসান, টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম ও টেস্ট সহ-অধিনায়ক তামিম ইকবাল। তারা পাবেন ২ লাখ টাকা বেতন।


এছাড়া দলের দায়িত্ব ভাতা হিসেবে অধিনায়ক পান বাড়তি ২০ হাজার টাকা এবং সহ-অধিনায়ক পান ১০ হাজার টাকা করে।


নতুন বছরেও ক্রিকেটারদের চুক্তির শ্রেণী বিন্যাস একই থাকছে বলে মনে করা হচ্ছে। তবে এসব বিষয় নিয়ে আরও বিস্তর আলোচনা হবে। বোর্ডের সভায় বেশ কিছু এজেন্ডা রয়েছে। আর ক্রিকেটারদের বেতন বাড়বে কি বাড়বে না, সে বিষয়েও বোর্ড সভায় আলোচনা হবে বলে জানান বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন।

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:২৯

অজানাআমি বলেছেন: সব খেলোয়াড় কে অবৈতনিক সেচ্ছাসেবক হিসাবে খেলানো উচিত । এতো বেতন দিয়েও ভালো খেলছে না ।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:১৪

ইমরান আশফাক বলেছেন: আমাদের ক্রিকেট কন্ট্রোল বোর্ডেই আগে শুদ্ধি অভিযান চালানো উচিৎ। অযোগ্য, ধান্দাবাজ আর টাকাওয়ালারাই এখানে ঘাটি গেড়ে বসে আছে।

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:০৫

প্রামানিক বলেছেন: এদের গাল দিলে ভাল খেলে প্রশংসা করলে হেরে যায়।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৯:১৯

ইমরান আশফাক বলেছেন: দেখা যাক সামনে চাপের মধ্যে কেমন খেলে তারা।

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:২১

মহান অতন্দ্র বলেছেন: হুম জানা হল। তবে খেলোয়াড়, সামরিক বাহিনী বা অভিনেত্রীদের বেতন বেশি হওয়ার যুক্তি আছে কারন এদের কর্মজীবন খুব তাড়াতাড়ি শেষ করতে হয়।

ভাল লাগলো, ভাল থাকবেন।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৯

ইমরান আশফাক বলেছেন: ভালো কথা বলেছেন। ওদের বেতন বেশী হোক তাতে আমাদের আপত্তি নেই তবে দেশের প্রতি কমিটমেন্ট নিয়ে প্রশ্ন তোলাই যায়।

৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:৩১

পালের গোদা বলেছেন: সবই বুঝলাম কিন্টু এতদিন ধরে ব্যর্থ তামিম কি উপায়ে এখনো এ+ ক্যাটাগরি তে থাকে তা বুঝলাম না।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৭

ইমরান আশফাক বলেছেন: বুঝলেন না! আকরাম চাচাকে চিনেন তো?

৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০৩

ইসপাত কঠিন বলেছেন: আমারে একটা ভালো ম্যাগনেট দিবেন? যাতে ঐ ম্যাগনেটের ম্যাগনেট অ্যাকশন দিয়ে ডানো'র ডিব্বাটারে টিম থেকে টেনে বের করতে পারি?

৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৪০

সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ। জানতাম না। তবে তাদের আরো ভাল খেলা উচিত।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৯:০০

ইমরান আশফাক বলেছেন: আমার ধারনা তারা উচিৎ অনুচিৎ বুঝে, তবে খেলার মাঠে যেয়ে এইগুলি সাময়িকভাবে ভুলে যায়।

৭| ০১ লা মার্চ, ২০১৫ সকাল ৭:২০

চাঁদগাজী বলেছেন:


৪০০০ হাজার টাকার নিম্নতম বেতনের দেশে, খেলোয়াড়রা ভালো বেতনই পাচ্ছেন।

০১ লা মার্চ, ২০১৫ সকাল ৮:১৭

ইমরান আশফাক বলেছেন: তারচেয়ে বলুন ওদের যে পারফরমেন্স ষেই তুলনায় বেতন অনেক অনেক বেশী পাচ্ছে।

৮| ০৫ ই মে, ২০১৫ রাত ৯:০১

ঢাকাবাসী বলেছেন: অনেক বেশি বেতন!

০৫ ই মে, ২০১৫ রাত ৯:০৭

ইমরান আশফাক বলেছেন: যে পরিমান রোজগার এনে দেয় সেই তুলনায় বেতন অত বেশী নয়। সামনে তো বেতন আরও বাড়বে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.