নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুর প্রান্তে

নিজেকে জানার চেসটা করছি, নতুন কিছু শেখার চেসটা করছি ।

ইমরান আশফাক

নিজেকে জানার ও খুজে পাওয়ার চেষ্টায় রত আমি, জানি না কবে নাগাদ সফল হবো কিংবা আদৌ হবো কিনা।

ইমরান আশফাক › বিস্তারিত পোস্টঃ

কবিগুরুর খুবই দূর্লভ একটা ছবি

১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০৩



বিশ্বকবি রবীন্দ্রানাথ ঠাকুরের একটি খুবই দূর্লভ ছবি, প্রথমবার দেখে থাকলে জানান দেন।

মন্তব্য ৫৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১৭

গেম চেঞ্জার বলেছেন: চিনতারতাসি না। আপনের না তো আবার? :-P

১৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১১

ইমরান আশফাক বলেছেন: আমার হলে রংগিন ফটো দিতাম।

২| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:২৪

শায়মা বলেছেন:

১. ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১৭

গেম চেঞ্জার বলেছেন: চিনতারতাসি না। আপনের না তো আবার? :-P



হাহাহাহাহাহা গেমভাইয়া। :P

৩| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩০

যোগী বলেছেন:
কবিগুরুর দাঁড়ানো ভঙ্গি দেখে পুরাই হতাস।

যুবক রবীন্দ্রানাথ জার্মানি লেখা আছে নিচে

১৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৪

ইমরান আশফাক বলেছেন: তাই তো দেখছি, তাহলে রবি কাকা যখন জার্মানে গিয়েছিলো তখন নূরানী দাড়িটা ছিলো না। তো কাকা কবে থেকে সিদ্ধান্ত নিলেন দাড়ি রাখার?

৪| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: প্রথম দেখলাম।

১৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০২

ইমরান আশফাক বলেছেন: ধন্যবাদ।

৫| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৬

অর্ক দাস রিদম বলেছেন: এবার সত্যিই সাহস পাচ্ছি। মনে হচ্ছেনা আমি খুব খারাপ দেখতে।

১৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৬

ইমরান আশফাক বলেছেন: আপনের আবার হলো টা কি?

৬| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৩৭

সুমন কর বলেছেন: প্রথমই দেখলাম।

১৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৫৩

ইমরান আশফাক বলেছেন: ধন্যবাদ।

৭| ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৪

আকাশ আব্দুল্লাহ বলেছেন: আশির দশকের কমেডিয়ান লাগতেছে

১৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৮

ইমরান আশফাক বলেছেন: তার ও অ্ন্তত: পন্চাশ বৎসর আগের ছবি এটা। সেই সময় এই বেশটা ছিলো স্মার্টনেসের প্রতিক।

৮| ১৭ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৩

নিমগ্ন বলেছেন: কবিগুরু দাঁড়ানোর ইস্টাইলটা অচামমমমমমম

:P =p~

৯| ১৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৫

মানবী বলেছেন: "লেখক বলেছেন: তার ও অ্ন্তত: পন্চাশ বৎসর আগের ছবি এটা। সেই সময় এই বেশটা ছিলো স্মার্টনেসের প্রতিক। "

- খুব সম্ভবত আশির দশকের প্রায় একশ বাছর আগের ছবি এটি! ১৮৭৮ সালে রবীন্দ্রনাথ ঠাকুরকে তাঁর পিতা ব্যারিস্টারি পড়তে ইংল্যান্ড পাঠিয়েছিলেন। হয়তো সেসময় তিনি জার্মানিতেও গিয়েছিলেন.... পরবর্তী জার্মানী সফরের ছবিতে কবিগুরুকে শশ্রুমন্ডিতই দেখা যায়।

দুর্লভ একটি ছবি শেয়ার করার জন্য ধন্যবাদ ইমরান আশফাক।

১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৩৯

ইমরান আশফাক বলেছেন: হুমম, আপনার ধারনাই সঠিক মনে হচ্ছে। ধন্যবাদ আপনাকে।

১০| ১৮ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৯

চাঁদগাজী বলেছেন:

দেখলাম।
ছবি শুধু ছবি

১৮ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৩১

ইমরান আশফাক বলেছেন: ছবি কিন্তু অনেক কিছুই বলে।

১১| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:৩২

প্রামানিক বলেছেন: দাড়ি গোফ নাই দেখি।

০৩ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৭

ইমরান আশফাক বলেছেন: দাড়ি গোফ ছাড়া ছবি আমিও প্রথম দেখলাম।

১২| ২২ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:০৫

সালাহউদ্দীন আহমদ বলেছেন:
প্রথম দেখলাম...

১৩| ১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৩৫

চাঁদগাজী বলেছেন:


কবিগুরুর বয়স বাড়ছে, আপনার পোস্ট আসছে না

১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৫৪

ইমরান আশফাক বলেছেন: প্রাকৃতিক নিয়মেই উনি অলরেডী মাইনাস ফরমূলায় পড়ে গেছেন যেটায় আমি বা আপনি এখনো পড়ি নাই। কাজেই উনার বয়স বাড়লো না কমলো সেটা এখন ভেবে লাভ নেই। তবে উনার সৃষ্টিকর্মগুলি আমাদের তথা বিশ্বের অনন্য সম্পদ।

১৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৪

বিজন রয় বলেছেন: কনফিউশান।

১৫| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪২

চাঁদগাজী বলেছেন:


আপনার পোস্টে ছবির বয়স বাড়ছে

১৬| ১২ ই মে, ২০১৬ সকাল ৭:৫৯

চাঁদগাজী বলেছেন:


কবির ছবিকে ছুটি দেন।

১২ ই মে, ২০১৬ সকাল ৮:০৯

ইমরান আশফাক বলেছেন: কবিগুরুর সাথে যোগাযোগ করে উনার ছুটির ব্যবস্হা করবো, তার আগ পর্যন্ত উনার উৎপাত একটু সহ্য করে যেতে হবে।

১৭| ১২ ই মে, ২০১৬ সকাল ৮:১২

রূপক বিধৌত সাধু বলেছেন: গেম চেঞ্জার ভাইয়ের মত আমিও কনফিউশনে পড়ে গিয়েছিলাম । ভাবছিলাম রবিদার নামে সাদা-কালো ভার্ষনে নিজের ফটোই চালিয়ে দিলেন নাকি!

প্রথম দেখলাম দাড়ি-গোঁফ ছাড়া! ভাল্লাগলো!

১৯ শে মে, ২০১৬ বিকাল ৩:০০

ইমরান আশফাক বলেছেন: ধন্যবাদ।

১৮| ২৬ শে জুন, ২০১৬ রাত ১২:৩৩

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: প্রথম দেখলাম!

১৪ ই জুলাই, ২০১৬ রাত ১১:২৮

ইমরান আশফাক বলেছেন: ধন্যবাদ।

১৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:০০

ভবঘুরে যাত্রি বলেছেন: কনফিউশান।

২০| ১৭ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:০২

দৃষ্টিসীমানা বলেছেন: মানবীর মন্তব্যটি লাগল , কবি গুরুর ছবিটি প্রিয়তে নিলাম এবং আপনাকে অনেক ধন্যবাদ ।

১৭ ই মার্চ, ২০১৭ রাত ৮:০৮

ইমরান আশফাক বলেছেন: ধন্যবাদ।

২১| ১৭ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:০৮

ক্লে ডল বলেছেন: আমি প্রথম দেখলাম!!

২২| ১৭ ই মার্চ, ২০১৭ রাত ৮:২৫

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: প্রথম দেখলাম। ছবিটি সংগ্রহের উৎস বলবেন কী?

১৭ ই মার্চ, ২০১৭ রাত ১০:৩২

ইমরান আশফাক বলেছেন: ফেসবুক থেকে, একটা লিন্ক আছে যেটাতে এইরকম কয়েক শত দুর্লভ ছবি আছে। কিন্তু দুর্ভাগ্যবশত: লিন্কটা এখন খুজে পাচ্চি না।

২৩| ২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:৫৩

সনেট কবি বলেছেন: প্রথম দেখলাম।

২২ শে জুলাই, ২০১৭ বিকাল ৫:৫৭

ইমরান আশফাক বলেছেন: আওয়াজের জন্য ধন্যবাদ।

২৪| ২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:০৭

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এই প্রথম দেখলাম।

২৫| ২২ শে জুলাই, ২০১৭ রাত ৯:৫৬

টারজান০০০০৭ বলেছেন: পুরাই মাকুইন্দা মাকুইন্দা লাগতাছে ! গোফ দাড়ি ছাড়া কবি গুরুর মেয়েলি চেহারার কারণে ঘেটুপুত্র বলিয়া মনে হইতাছে ! খালি কোট প্যান্ট না পড়াইয়া শাড়ি পড়াইলেই হইতো ! তবে গোফ দাড়িতে কবি গুরু দারুন পুরুষালি ! :D

০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৪৯

ইমরান আশফাক বলেছেন: আপনার মন্তব্যের সাথে আমি একমত। কিন্তু এটা আর কেরুরে কইয়েন না, সমস্যায় পড়ে যাবেন।

২৬| ০৮ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৫৮

বিজন রয় বলেছেন: নতুন পোস্ট দিন।

০৮ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:১১

ইমরান আশফাক বলেছেন: এবার পবিত্র হজ্জ্বে যাচ্ছি, যদি তার কোন পোস্ট দিতে না পারি তবে এসে পরপর কয়েকটি দেবো।

২৭| ০৮ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:০০

কানিজ রিনা বলেছেন: গেমচেঞ্জার বলেছেন চিনতেয়ারছিনা হা হা হা
কেমনে চিনিব তারে এমনে কোনওদিন দেহি
নাই। ধন্যনাদ।

২৮| ০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:১৩

গৌতম চক্রবর্তী বলেছেন: এ চিত্র-টি হঠাৎ সোশ্যাল মিডিয়ায় হাজির হয়েছে । কেউ কোথাও এ ছবির কোনো উৎস কেউ উল্লেখ করেন নি । ছবিটি কবিগুরুর নয় । মুখাবয়বে কোনো মিল নেই । আরো মজার , পিনইন্টারেস্ট এ এটিকে ১৯৩০ সালের বলা হচ্ছে , যখন তাঁর বয়স ৭০ ।

০৮ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:৩২

ইমরান আশফাক বলেছেন: রবি ঠাকুরেরে এরকম বেশ কিছু ছবি আছে যা হয়তো আপনার চোখে পরেনি। এটি ১৯৩০ সালের ও নয়। সোশাল মিডিয়ার কথা ভিন্ন, ওরা হুজুগে চলে।

২৯| ২৪ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৪৫

শামচুল হক বলেছেন: এমন ছবি প্রথম দেখলাম।

৩০| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১:৪৮

এম আর তালুকদার বলেছেন: খুব শখ ছিল কবির এই ধরনের ছবি দেখার, দেখে ভালও লেগেছিল কিন্তু যখন জানতে পারলুম এটা ফেসবুক থেকে সংগ্রহীত এবং লিংক দিতে পারতেছেন না সেহেতু এই ছবিটার প্রতি আমি সন্দিহান।

২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:১৯

ইমরান আশফাক বলেছেন: নাহ্, ছবিটা রিয়েল এ ব্যাপারে নিশ্চিত থাকুন। এরকম আরও ছবি আছে (বেশ কয়েক ডজন)।

৩১| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ২:০০

নূর-ই-হাফসা বলেছেন: বিশাল দাড়ি ছাড়া চেনাই যাচ্ছে না । আসলেই ওনি তো ?

৩০ শে জুলাই, ২০১৮ রাত ১১:৪০

ইমরান আশফাক বলেছেন: এখন পর্যন্ত নিশ্চিত যে এটা উনিই।

৩২| ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ১০:২৩

ইমরান আশফাক বলেছেন:

ইংলান্ড, ১৮৭৯/১৮৮০।

৩৩| ৩০ শে জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:০৮

রাকু হাসান বলেছেন: এই প্রথমবার দেখলাম ,খুব ভাল লাগলো , শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ রইলো ।

৩০ শে জুলাই, ২০১৮ রাত ১১:৪০

ইমরান আশফাক বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.