নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুর প্রান্তে

নিজেকে জানার চেসটা করছি, নতুন কিছু শেখার চেসটা করছি ।

ইমরান আশফাক

নিজেকে জানার ও খুজে পাওয়ার চেষ্টায় রত আমি, জানি না কবে নাগাদ সফল হবো কিংবা আদৌ হবো কিনা।

ইমরান আশফাক › বিস্তারিত পোস্টঃ

হযরত আদম (আ: ) এর উচ্চতা কি সত্যিই ৯০ ফুট ছিল? এর স্বপক্ষে সনদ দেখাতে পারবেন?

১৯ শে মার্চ, ২০২০ রাত ৩:৪২

ধর্মীয় ব্যাপারে বেশ কিছু বিতর্ক সামুতে দেখা যায়, নাস্তিক ও আস্তিকদের মধ্যে। অধিকাংশ সময়ই দেখি নাস্তিকরা শেষ পর্ন্ত নাকানীচুবানী খায় (পড়ুন প্রায় সকল সময়) আস্তিকদের কাছে। যুক্তি কিংবা অংক কষে, সনদ ইত্যাদি দিয়ে। হ্যা, আমি কেবল ইসলাম ধর্মের ক্ষেত্রেই এই বিতর্কের কথা বলছি। যেমন একজন বলেছিল যে মানুষ হাজার বছর বাঁচে কি করে? হাদিস কোরআনের রেফারেন্স কি? তার উত্তর কোরআনের রেফারেন্সসহ দিয়েছিল একজন,

And We certainly sent Noah to his people, and he remained among them a thousand years minus fifty years, and the flood seized them while they were wrongdoers. ২৯:১৪

এখন আমি জানতে চাই সচেতন ভাই-বেরাদারদের কাছে, হযরত আদম (আ: ) যে ৯০ ফুট বা এর কাছাকাছি উচ্চতা বিশিষ্ট ছিলেন তার স্বপক্ষে কোন রেফেরেন্স দেখাতে পারবেন হাদিস-কোরআন থেকে?

অন্যদিকে নাস্তিক ভাইদের নিকট অনুরোধ, এই পোষ্ট টা আপনাদের জন্য না। আপনাদের জন্য বিশেষ কিছু নিয়ে হাজির হবো যথাযথ সময়ে, প্রয়োজনীয় মালমসলা জোগাড় করে। তার আগ পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষে করুন, আমাকে শান্তিতে থাকতে দিন।

মন্তব্য ২১ টি রেটিং +০/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০২০ সকাল ৮:৪৭

নেওয়াজ আলি বলেছেন: পরিপক্ব লেখা ।

২৩ শে মার্চ, ২০২০ দুপুর ২:৪৩

ইমরান আশফাক বলেছেন: ধন্যবাদ।

২| ১৯ শে মার্চ, ২০২০ সকাল ৯:১৫

রাজীব নুর বলেছেন: হযরত আদম (আ: ) এর উচ্চতা কি সত্যিই ৯০ ফুট ছিল?

এই গুলো ফালতু কথা।
রুপকথা।
আর সবচেয়ে বড় কথা ৯০ ফুট বা ১৮০ ফুট হলেও কি যায় আসে? তাতে সমাজের কি উপকার আছে?

২০ শে মার্চ, ২০২০ রাত ১১:২০

ইমরান আশফাক বলেছেন: এটি বলা তো মুসকিল যে সমাজের কি উপকারে আছে। অন্তত: অপকারে তো নেই, কি বলেন?

৩| ১৯ শে মার্চ, ২০২০ সকাল ৯:৩২

কামরুননাহার কলি বলেছেন: হযরত আদম (আঃ) এর শরীরের গঠন বা উচ্চতা সম্পর্কে পুরো কোরআনে কোথাও লেখা নেই, এবং এটা সম্পর্কে আমি হাদিসেও কোথাও পাইনি। তবে আমি হাদিস বেশি জানিনা। হতে পারে এটা সেকালের অজানা কিছু মানুষের কল্পকাহীনি। আবার তিনি হয়তো অনেক লম্বাও হতে পারেন। সেটা আমরা জানিনা তখনকার সময় যারা তার সাথে ছিল তারা জানেন এবং যিনি তাকে সৃষ্ট্রি করেছেন তিনি এ ব্যাপারে খুব ভালো জানেন।

২০ শে মার্চ, ২০২০ রাত ১১:২৬

ইমরান আশফাক বলেছেন: আপনার মন্তব্যের সাথে আমরা অনেকেই একমত, ধন্যবাদ।

৪| ১৯ শে মার্চ, ২০২০ সকাল ১০:৪৬

রাশিয়া বলেছেন: হযরত আদম (আ) তার সঙ্গীনির সাথে দেখা করার জন্য শ্রীলঙ্কা থেকে আরাফাত পর্যন্ত প্রায় ৪০০০ কিলোমিটার হেঁটে পার হয়েছিলেন। এজন্য তার কতটা উচ্চতা প্রয়োজন ছিল?

২০ শে মার্চ, ২০২০ রাত ১১:২২

ইমরান আশফাক বলেছেন: এক্ষেত্রে উচ্চতায় তেমন কোন সমস্যা হওয়ার কথা না সময়টা ছাড়া।

২০ শে মার্চ, ২০২০ রাত ১১:২৫

ইমরান আশফাক বলেছেন: আমি এ্ক্ষেত্রে যথাযত সনদের খোজ করছিলাম কোরআন ও হাদিসের মধ্য থেকে।

৫| ১৯ শে মার্চ, ২০২০ সকাল ১১:২৯

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পৃথিবীতে আদম ছিলেন একমাত্র ব্যক্তি, যিনি জানতেন তিনি কত বছর বাচবেন।
আল্লাহ তাকে বলেছিলেন, 'তুমি সহস্র বছর পৃথিবীতে বেচে থাকবে'।,


আদম (আঃ) ৬০ হাত লম্বা ছিলেন মর্মে হাদীছ
ছহীহ (বুখারী, মুসলিম, মিশকাত হা/৪৬২৮)।
আবূ হূরায়রা থেকে বর্ণিত যে, হযরত মুহাম্মদ (সঃ) বলেন,
আল্লাহ আদমকে সৃষ্টিকালে তার উচ্চতা ছিল ৬০ কিউবিট এবং
মানুষ বেহেশতে প্রবেশকালে আদমের আকার লাভ করবে।

একটা মানুষ যদি একহাজার বছর বাঁচা সম্ভব হয় তা হলে
তার উচ্চতা ৬০ হাত, বা ৬০ কিউবিট হতে সমস্য কোথায়?

২০ শে মার্চ, ২০২০ রাত ১১:১৮

ইমরান আশফাক বলেছেন: ধন্যবাদ রেফারেনসটির জন্য, উচ্চতা নিয়ে কোন সমস্যা নেই। প্রাগৌতিহাসিক যুগের ডায়নাসররা তো এর চেয়ে বড় ছিল।

৬| ১৯ শে মার্চ, ২০২০ দুপুর ১২:৩৫

কূকরা বলেছেন: এই পোষ্টে কি নাস্তিক এবং চুষড়ালদের মন্তব্য করার প্রয়োজন আছে? (চুষড়াল হল সুশীল প্রজাতির বিবর্তনের শেষ ধাপ, সুশীল < চুশীল < চুষড়াল)

৭| ১৯ শে মার্চ, ২০২০ দুপুর ১:৫৮

ভুয়া মফিজ বলেছেন: একটা লিঙ্ক দিলাম। দেখতে পারেন view this link

২২ শে মার্চ, ২০২০ বিকাল ৩:৩৩

ইমরান আশফাক বলেছেন: লিন্কটার জন্য ধন্যবাদ।

৮| ২০ শে মার্চ, ২০২০ রাত ৩:৪৮

কানিজ রিনা বলেছেন: জিওগ্রাফিতে দেখেছিলাম প্রায় ষাট ফিট
লম্বা মানুষের কংকাল খনন কাজ করার
সময় পেয়েছিল। তবে আমরা জানি আদম
অনেক লম্বা ছিলেন। ধন্যবাদ

২০ শে মার্চ, ২০২০ রাত ১১:২৯

ইমরান আশফাক বলেছেন: সত্যিই দেখেছিলেন? আদ জাতীর লোকেরাও নাকি এরকম লম্বা ছিল। ইস্, লিংকটা যদি পেতাম!

৯| ২৬ শে জুন, ২০২১ দুপুর ২:৪৭

ফড়িং-অনু বলেছেন: তার আগে আমি জানতে চাই, হযরত আদম নামে কোন মানুষ ছিল কি না?

২৩ শে জানুয়ারি, ২০২২ সকাল ১১:৪৬

ইমরান আশফাক বলেছেন: সক্রেটিস নামে প্রাচীন গ্রীসে কোন দার্শনিক ছিল কি না? ছিল, কিন্তু এটা কিভাবে জানলেন?

১০| ২০ শে জানুয়ারি, ২০২২ রাত ২:০২

গরল বলেছেন: পৃথিবীর প্রথম মানুষের প্রজাতি হল হোমো-হ্যাবিলাস, লিংক দেখুন
Human Evolution stages

এবং হ্যাবিলাসদের গড় উচ্চতা ছিল ৩ ফুট ৪ ইঞ্চি থেকে ৪ ফুট ৫ ইঞ্চি। লিংক দেখুন
Homo Habilas

অতএব আগের মানুষ এখনকার মানুষদের তুলনায় বেটে ছিল।

২৩ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১২:২০

ইমরান আশফাক বলেছেন: বিবর্তনবাদ কোন প্রতিষ্ঠিত বা প্রমানিত বৈজ্ঞানিক সত্য নয়, এটি একটি থিয়রী মাত্র। বরং ধারনা করা হয় যে প্রত্যেক প্রজাতী আপন আপন বৈশিষ্ট্য নিয়ে আভির্ভূত হয়েছে এবং একপ্রর্যায় বিলুপ্ত হয়ে গেলে তৎস্হানে অন্যকোন প্রজাতী দ্বারা তার স্হলাভিষিক্ত করা হয়েছে।

আমার ধারনা পৃথিবীতে মনুষ্য সদৃশ্য কিছু প্রজাতীর আবির্ভাব হয়েছিল এবং যথানিয়মে বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু কোরআনে আমাদের বারবার সন্মোধন করা হয়েছে যে "হে আদম সন্তান", "হে আদমের উত্তোরাধিকারীগন" অথবা "হে আদমের বংশধরেরা" ইত্যাদি। মানে পরিস্কার, আমরা হলাম হযরত আদম (আ: ) এর বংশধর কিন্তু অন্যগুলি নয়। যাই হোক, এটা নিয়ে বিতর্ক চলবে এবং চলতেই থাকবে ................ আমরাও উপভোগ করছি।

১১| ২৩ শে জানুয়ারি, ২০২২ দুপুর ১২:৩৬

সাসুম বলেছেন: বিবর্তনবাদ কোন প্রতিষ্ঠিত বা প্রমানিত বৈজ্ঞানিক সত্য নয়, এটি একটি থিয়রী মাত্র।

আপনার এই মন্তব্য এই পোস্ট টিকে অত্যন্ত মহিমান্বিত করে তুলেছে।

আসলে কিছু নাস্তেক নাসারা এই ভুয়া জিনিষ কে নিয়ে এত মাতামাতি করে বলার বাহিরে। আমরা সত্য তো জানার কোন উপায় রাখেনি তারা। আপনাদের মত কিছু মানুষের একান্ত্ প্রচেষ্টায় আমরা সত্যের কিছু কিছু জিনিষ জানতে পারি।

বিজ্ঞানী নামক মুর্খ দের এমন মিথ্যাচার ধরিয়ে দেয়ার জন্য আপনাকে সাধুবাদ জানাই ভাইজান।

পোস্ট টা স্টিকি করা হোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.