নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মরুর প্রান্তে

নিজেকে জানার চেসটা করছি, নতুন কিছু শেখার চেসটা করছি ।

ইমরান আশফাক

নিজেকে জানার ও খুজে পাওয়ার চেষ্টায় রত আমি, জানি না কবে নাগাদ সফল হবো কিংবা আদৌ হবো কিনা।

ইমরান আশফাক › বিস্তারিত পোস্টঃ

আসুন বউ-এর চোখে দুনিয়া দেখুন।

১১ ই মে, ২০২২ সকাল ৮:৫৭



সুত্র: এফবি।

মন্তব্য ২১ টি রেটিং +১/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০২২ সকাল ৯:১০

মিরোরডডল বলেছেন:




হা হা হা ... মজার :)

দুঃখী স্বামী ভাই ।
সফল মানুষ বোনের স্বামী ।


ভাই বোন না থাকলে ?

হাজব্যান্ডের চোখে দুনিয়া কেমন, ওটাও জানতে চাই :)


২| ১১ ই মে, ২০২২ সকাল ৯:১৩

গেঁয়ো ভূত বলেছেন: সমস্যা নাই আমরাও তো কারো বোনের স্বামী হাহাহা !

৩| ১১ ই মে, ২০২২ সকাল ৯:৩৪

আলমগীর সরকার লিটন বলেছেন: ভাই আমার চোখ কানা
তাই বউয়ের চোখে দেখি বানা
কার্ম নাই অনমনা----------------

৪| ১১ ই মে, ২০২২ সকাল ৯:৩৬

বিটপি বলেছেন: বহু আগেই দেখেছি, তাই এই নিয়ে ইন্টারেস্ট পাচ্ছিনা। তাছাড়া যারা নিজেরা দু'এক লাইন না লিখে প্রোটাই কপি মেরে দেয়, তাদের ব্লগে মন্তব্য করা মানে নিজেকে আবাল প্রমাণ করা বলে আমার মনে হয়।

১১ ই মে, ২০২২ দুপুর ১২:৪১

ইমরান আশফাক বলেছেন: তাহলে আমি লিখাগুলিকে নিজের বলে চালিয়ে দিতে পারতাম। কিন্তু আমি সুত্র হিসাবে এফবি উল্লেখ করে দিয়েছি। অবশ্য আপনি কি মনে করেন সেটা একান্তই আপনার নিজেস্ব ব্যাপার, তবে এরকম ভারী মন্তব্য করবার আগে মনে রাখবেন যে আপনি সোসাল মিডিয়ায় বিচরন করছেন।

৫| ১১ ই মে, ২০২২ সকাল ১০:৪৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
মুজারু।

৬| ১১ ই মে, ২০২২ দুপুর ১২:০১

রানার ব্লগ বলেছেন: ভাইজান ইহা ব্লগ !! এখানে অক্ষরের ভাষায় মানুষ কে বিনদন দিতে হয় । আপনি উপরের ১৪ টা পয়েন্ট কে বিভিন্ন ভাবে রম্য ভাষায় লিখে প্রকাশ করতে পারতেন । ছবি দিয়া ফেইসবুকিয় সিন্ড্রম প্রকাশের কি দরকার ছিল ?

১১ ই মে, ২০২২ দুপুর ১২:৪৫

ইমরান আশফাক বলেছেন: আমি লিখাগুলিকে নিজের বলে চালিয়ে দিতে পারতাম। কিন্তু আমি সুত্র হিসাবে এফবি উল্লেখ করে দিয়েছি। অবশ্য একটু আধটু পরিবর্তন করে সম্পূুর্ন নিজের বলে চালিয়ে দেয়া যায়।

৭| ১১ ই মে, ২০২২ দুপুর ১২:০৩

বিজন রয় বলেছেন: তার কোন বউ ভাল না??

যারা এই তালিকা বানিয়েছে তার বউকে ভালবাসতে পারেনি।

৮| ১১ ই মে, ২০২২ দুপুর ১২:২১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ১৪ নম্বরটা হলো তার হতভাগ্য স্বামী।

১১ ই মে, ২০২২ দুপুর ১২:৪৭

ইমরান আশফাক বলেছেন: তাছাড়া আর কেই বা হবে? বেচারা স্বামী মানে আমি।

৯| ১১ ই মে, ২০২২ দুপুর ১:৩০

রাজীব নুর বলেছেন: গুলো নীচু মানসিকতার পরিচয়।

১১ ই মে, ২০২২ রাত ১১:১৫

ইমরান আশফাক বলেছেন: ঠিক বুঝলাম না।

১০| ১১ ই মে, ২০২২ বিকাল ৪:০৯

ভার্চুয়াল তাসনিম বলেছেন: ১৪ নং তো বাজিমাত।

১১| ১১ ই মে, ২০২২ সন্ধ্যা ৭:০৪

জগতারন বলেছেন:
ফে,ব,-এর এই বাল-ছাল এখানে কেন ?

১২| ১১ ই মে, ২০২২ রাত ৯:২৪

শায়মা বলেছেন: হা হা এতদিন কপিপে্স্টের ভূতেদের ওঝা রা ঝেঁড়ে পিটে ভূত তাড়িয়েছে।

এখন আবার তুমি আসছো ফেসবুক স্টাইলের ভূত নিয়ে!!!!!!!!!!!!

হাহা হা হা হা ওঝারা আসলো ভাইয়া!


পালাও!!!!!!!!!!!!

১২ ই মে, ২০২২ রাত ৮:২৯

ইমরান আশফাক বলেছেন: এটা বিনোদনের জন্যে, সোস্যাল মিডিয়ার পোষ্টগুলো তো এই জন্যই। সবকিছু সিরিয়াসলি নিতে হয়না, একটুখানি হাসি বা আনন্দ ও দরকার হতে পারে। তবে ইদানিং কিছু কিছু লোকজন যারা সামাজিক মাধ্যমের সবকিছুই সিরিয়াসলি নিতে চায়। এই সকল রামগরুরের ছানাগুলির (হাসতে যাদের মানা) জ্ঞানগম্ভীর মন্তব্যগুলি আমি বিনোদন হিসাবেই দেখি। আমি ভূতে বিশ্বাস করি না তবে এর জন্য তাদের ভয় পেতে কোন সমস্যা হয়না। ধন্যবাদ আপনাকে।

১৩| ১১ ই মে, ২০২২ রাত ৯:৩৪

পদাতিক চৌধুরি বলেছেন: আপনি হয়তো মজার জন্য ফেবুর পোস্টটি শেয়ার করেছেন। কিন্তু পোস্টটি শেয়ার করার সঙ্গে সঙ্গে আপনার নিজের নামের প্রতি অবিচার করা হয়ে গেল।

১১ ই মে, ২০২২ রাত ১১:১৪

ইমরান আশফাক বলেছেন: সামাজিক যোগাযোগ মাধ্যমে বিনোদোনের জন্য অতটা বাছ-বিচার করা চলে না, এটা নির্ভেজাল বিনোদোন। যদিও কিছু পাবলিক আছেন যারা সবকিছু সিরিয়াসলি নিতে চায়। আমি এখানে তাদের মন্তব্যগুলিও একধরনের বিনোদোন হিসাবেই দেখি।

১৪| ০৪ ঠা নভেম্বর, ২০২২ সকাল ১০:০৫

অপ্‌সরা বলেছেন: আনন্দধারা বহিছে ভূবনে.... :)

১২ ই নভেম্বর, ২০২২ সকাল ৯:০৭

ইমরান আশফাক বলেছেন: বেশ তো!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.